একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন
(একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ থেকে পুনর্নির্দেশিত)

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১১তম সাধারণ নির্বাচন, যা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরষ্কুষ বিজয় অর্জন করে।[১] ৮ নভেম্বর ২০১৮ সালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণায় ২৩শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করা হলেও ১২ নভেম্বর পুনঃতফসিলে তা পিছিয়ে ৩০শে ডিসেম্বর নির্ধারিত হয়।[২][৩]

একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮

← ২০১৪ ৩০ ডিসেম্বর ২০১৮ (2018-12-30) ২০২৪ →

জাতীয় সংসদের ৩০০টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৫১টি আসন
  প্রথম দল দ্বিতীয় দল
 
Sheikh Hasina in New York - 2018 (44057292035) (cropped).jpg
Dr. Kamal Hossain.jpg
নেতা/নেত্রী শেখ হাসিনা কামাল হোসেন
দল আওয়ামী লীগ গণফোরাম
জোট মহাজোট জাতীয় ঐক্যফ্রন্ট
নেতা হয়েছেন ১৯৮১ ২০১৮
নেতার আসন গোপালগঞ্জ-৩ প্রতিযোগিতা করেননি
গত নির্বাচন ৭৯.১৪% বর্জন
পূর্ববর্তী আসন ২৩৪
আসন লাভ ২৫৭
আসন পরিবর্তন বৃদ্ধি২৩ বৃদ্ধি
শতকরা ৭৬.৮৮% ১২.৩৩%
সুইং হ্রাস২.২৬% বৃদ্ধি১২.৩৩%

আসন অনুযায়ী জয়ী দল

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
আওয়ামী লীগ

নির্বাচিত প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
আওয়ামী লীগ

নির্বাচনে বাংলাদেশের বড় দুটি দল, বাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত মহাজোটজাতীয় ঐক্যফ্রন্ট জোটসহ বাংলাদেশের নিবন্ধিত সর্বমোট ৩৯টি দল অংশগ্রহণ করে। ১,৮৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে ১২৮ জন স্বতন্ত্র।[৪] এছাড়া গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফজলে রাব্বি চৌধুরী ১৯ ডিসেম্বর ২০১৮ সালে নির্বাচনের প্রাক্কালে মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে, ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে উক্ত আসনে ভোটগ্রহণের পুনঃতফসিল ঘোষণা করে।[৫]

নির্বাচনে সারাদেশে মোট ভোটার সংখ্যা ১০,৪১,৯০,৪৮০ জন; যার মধ্যে ৫,২৫,৪৭,৩২৯ জন পুরুষ ও ৫,১৬,৪৩,১৫১ জন নারী ভোটার।[৪] ভোটারগণ ৪০,১৯৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশে প্রথমবারের মত ৬টি নির্বাচনী আসনে সম্পূর্ণভাবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ করা হয়।[৬] ইভিএম ব্যবহার করা আসনগুলো হলো, ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২সাতক্ষীরা-২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ২০২০ সালের ১১ মার্চ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তৈরি প্রতিবেদনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করা হয়।[৭] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রতিবেদনকে একপেশে ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।[৮]

নির্বাচন ব্যবস্থা সম্পাদনা

জাতীয় সংসদের ৩৫০টি আসনের বিপরীতে ৩০০ জন সাংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। জোটগতভাবেও ১৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠিত হতে পারে। নির্বাচিত প্রতিনিধিগণ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

নির্বাচনপূর্ব পরিসংখ্যান ও তথ্য সম্পাদনা

৩০শে ডিসেম্বর ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক হলেও ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।[৯] গাইবান্ধা-৩ আসনে ২৭শে জানুয়ারি ২০১৯ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনি তফসিল ঘোষণার সময় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৮ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২ ডিসেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ চলে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সারাদেশে নিরাপত্তা বাহিনীর ৬ লাখ ৮ হাজার সদস্য দায়িত্ব পালন করেন।[১০]

অন্যান্য তথ্য:

  • রিটার্নিং অফিসার ৬৬ জন ও সহকারী রিটার্নিং অফিসার ৫৮২ জন (তাদের অধীনে ২ লাখ ৭ হাজার ৩১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৪ লাখ ৬২৪ জন পোলিং অফিসার)।[১১]
  • ভোটকেন্দ্র ৪০,১৮৩টি ও ভোটকক্ষ ২,০৭,৩১২টি।[১১][১২]

পটভূমি সম্পাদনা

এরপূর্বে ২০১৪ সালে বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপির খালেদা জিয়া নেতৃত্বাধীন প্রধান বিরোধীজোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের দাবিতে নির্বাচন বর্জন করে।[১৩] যার ফলে ৩০০টি আসনের মধ্যে ২৩৪টি আসন আওয়ামী লীগ লাভ করে এবং এর মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হন এবং বিভিন্ন মাধ্যমে নির্বাচনটিকে ‘প্রশ্নবিদ্ধ’ হিসেবে বলা হয়েছে।[১৪] এসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করে। যদিও এসময়কালে বেশ কয়েকবার বিরোধীদলের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময় আন্দোলন, সহিংসতা ও বিরোধীদের গ্রেফতারের ঘটনা ঘটে।[১৫]

২০১৭ সালের জুলাইতে বিএনপি ঘোষণা করে যে, তারা একাদশ নির্বাচনে অংশ নেবে তবে তা নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিশ্চিত করেন বিএনপি নির্বাচনে অংশ নেবে তবে দূর্নীতির মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা হওয়ার পর সেটি পুনরায় অনিশ্চিত হয়ে পরে।[১৬] তবে পরবর্তীতে তারা পুনরায় নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।[১৭] ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ বেশ কয়েকবার মহাজোট ছাড়ার ঘোষণা দেন কিন্তু ২০১৮ সালের নভেম্বরে তারা নিশ্চিত করে তারা মহাজোটের সঙ্গেই থাকবেন।[১৮]

গণফোরামের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ২০১৮ সালের ১৩ অক্টোবর বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্যজাতীয় সমাজতান্ত্রিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি রাজনৈতিক ঐক্য গঠিত হয়।[১৯] দল চারটি ছাড়াও এতে যোগ দেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। ঐক্যফ্রন্ট গঠনের প্রাক্কালে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ এতে যোগ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তাদের যুক্তফ্রন্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগদান করে।[২০]

দল ও জোটসমূহ সম্পাদনা

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট ১ হাজার ৭৩৩ ও সতন্ত্র প্রার্থী রয়েছে ১২৮ জন। সব মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ১৮৬১ জন। এরমধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ১৬টি দলের প্রার্থীদের কয়েকজন নৌকা প্রতীকে ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অধিকাংশ দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। তবে মহাজোটে থাকলেও এরশাদের জাতীয় পার্টি নিজেদের লাঙল প্রতীকে নির্বাচন করে। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া নৌকা প্রতীকে নির্বাচন করে বিকল্পধারার, তরিকত ফেডারেশন ১টি করে আসনে, জাসদ ৩টি আসনে ও ওয়ার্কার্স পার্টি ৫টি আসনে। অন্যদিকে বিএনপি ছাড়া ধানের শীষ প্রতীকে, গণফোরাম ৭টি আসনে, জেএসডি ৪টি আসনে, খেলাফত মজলিস ২টি আসনে, কৃষক শ্রমিক জনতা লীগ ও এলডিপি ৪টি করে আসনে, জমিয়াতে উলামায়ে ইসলাম ৩টি আসনে এবং বিজেপি ও কল্যাণ পার্টি ১টি করে আসনে নির্বাচন করে।[১১]

জোট নেতা সদস্য প্রার্থী ২০১৪ সালে জয়ী আসন
মহাজোট শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৮ ২৩৪
জাতীয় পার্টি (এরশাদ) ২৭ ৩৪
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
জাতীয় সমাজতান্ত্রিক দল
বিকল্পধারা বাংলাদেশ
জাতীয় পার্টি (মঞ্জু)
বাংলাদেশ তরিকত ফেডারেশন
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্ট কামাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৪০ ২০১৪ সালে নির্বাচন
বর্জন করে অংশ নেয়নি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২
গণফোরাম
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)
নাগরিক ঐক্য
কৃষক শ্রমিক জনতা লীগ
বাংলাদেশ জাতীয় পার্টি ১৯
বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ইসলামি ঐক‍্যজোট

জমিয়ত উলামায়ে ইসলাম

বাংলাদেশ মুসলিম লীগ
জাতীয় গণতান্ত্রিক পার্টি
জাতীয় ঐক্য প্রক্রিয়া
বাংলাদেশ কল্যাণ পার্টি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৮৩ ২০১৪ সালে নির্বাচন
বর্জন করে অংশ নেয়নি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
গণসংহতি আন্দোলন
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
গণতান্ত্রিক বিপ্লবী আন্দোলন
বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন

নির্বাচন বর্জন সম্পাদনা

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তবে নির্বাচনের দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।[২১][২২] এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, বিজেপি আন্দালিব রহমান ভোট বর্জন করেন।[২৩][২৪][২৫]

সমালোচনা ও সহিংসতা সম্পাদনা

২০১৩ সালে বাংলাদেশের হাইকোর্ট ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে যার ফলে দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দিতে পারেনি। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে থাকার কারণে তাদের ২২ জন প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান এবং ৩ জন প্রার্থী সতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। এর প্রেক্ষিতে বিভিন্ন মহলে এটি নিয়ে সমালোচনা হয় এবং এক তদন্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জামায়াত প্রার্থীদের অন্য প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।[২৬] পূর্বে ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন বিভিন্ন সময় যদিও জামায়াতকে সাথে নির্বাচন না করার কথা বলেছিলেন। ২৬ ডিসেম্বর তিনি দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। তারা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না।”[২৭]

২০১৮ সালের ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ৪৭টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় যার মধ্যে ৮ জন ব্যক্তি নিহত হয়েছেন ও ৫৬০ জন আহত হয়েছেন।[২৮] বিএনপি অফিসের দেওয়া তথ্যানুসারে, ২৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বিরোধী দলসমূহের (যাদের অধিকাংশ বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টবিশ দলীয় জোটের নেতাকর্মী) উপর করা ২৮৩৩ হামলায় ১২,৯২৩ জন আহত হয়েছেন। ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৫৭৪টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১৫৫৬৮ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।[২৯] ডেইলি স্টারের তথ্যানুসারে, ১০ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা ৫৬ জন প্রার্থী (যাদের অধিকাংশ বিএনপির) হামলার শিকার হয়েছেন, ১১৯০ জন আহত হয়েছেন ও ৮০০ বিএনপি-জামায়াত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।[৩০] ৩০ ডিসেম্বরের নির্বাচনে সহিংসতায় বিভিন্ন জেলায় ১৫ জন নিহত হয়েছে।[৩১] নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন যে, আগের রাতে ব্যালট বাক্স ভর্তি যা অন্য কোনো দেশে শোনেননি।[৩২][৩৩][৩৪][৩৫]

ইন্টারনেট সেবা বন্ধ সম্পাদনা

২৯শে ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল ইন্টারনেটে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় যা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা যায়।[৩৬][৩৭] পরবর্তীতে ২৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় আরেকটি নির্দেশনায় মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।[৩৮]

ফলাফল সম্পাদনা

দল অনুসারে ভোট শতাংশ

  স্বতন্ত্র (৫.৭২%)

দল অনুসারে আসন সংখ্যা

  স্বতন্ত্র (৭%)

সারাংশ সম্পাদনা

 
দলভোট%আসন+/–
বাংলাদেশ আওয়ামী লীগ[ক]৬,৩৫,২৩,০৬৬৭৪.৬৩৩০২+২৯
জাতীয় পার্টি৪৪,৪৩,৩৫১৫.২২২৬–৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল[খ]১,১১,১৩,২৫৩১৩.০৬+৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ১২,৫৫,৩৭৩১.৪৭
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি[গ]৬,৪৬,০৬৪০.৭৬–২
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)[ঘ]৬,১০,০৪৪০.৭২–৩
বিকল্পধারা বাংলাদেশ[ঙ]৫,৬৫,৯৪০০.৬৬+২
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন৪,৯৬,৪২৭০.৫৮
বাংলাদেশ তরিকত ফেডারেশন[চ]৪,২৯,৯৫৫০.৫১–১
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল[ছ]২,৮২,৩১৩০.৩৩+১
বাংলাদেশ কংগ্রেস১,৮৪,৮২৩০.২২
জাতীয় পার্টি (মঞ্জু)১,৮২,৬১১০.২১–১
জাকের পার্টি১,০৯,৪৪০০.১৩
গণফোরাম১,০৩,৫৩৫০.১২+২
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট৬০,৩৭২০.০৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি৫৫,৪২১০.০৭
ন্যাশনাল পিপলস পার্টি৩৬,৬১১০.০৪
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ৩১,৪৬৮০.০৪
লিবারেল ডেমোক্রেটিক পার্টি২৫,১৫২০.০৩
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি১৮,০৪৩০.০২
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল১৭,৫৯১০.০২
বাংলাদেশ মুসলিম লীগ১৫,১১৬০.০২
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট১৩,২৮৯০.০২–১
ইসলামী ঐক্যজোট১১,৩২৮০.০১
খেলাফত মজলিস১১,২০৩০.০১
বাংলাদেশ খেলাফত আন্দোলন৯,৭৯৬০.০১
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি৮,৩৬৭০.০১
প্রগতিশীল গণতান্ত্রিক দল৬,১১৩০.০১
জাতীয় গণ ফ্রন্ট৫,২৭৭০.০১
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি৫,১৭৬০.০১
বাংলাদেশ জাতীয় পার্টি৪,৬০৬০.০১
জাতীয় গণতান্ত্রিক পার্টি৩,৭৯৮
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)৩,১১৯
বাংলাদেশ খেলাফত মজলিস২,৮৯৯
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ২,৩৫১
গণতন্ত্রী পার্টি১,৬৪১
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট১,২১৯
কৃষক শ্রমিক জনতা লীগ৫৯৭
বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (বড়ুয়া)৩৮৭
বাংলাদেশ মুসলিম লীগ২২৮
বাংলাদেশ জাতীয় পার্টি১১১
বাংলাদেশ কল্যাণ পার্টি৫৫
স্বতন্ত্র৮,১৬,৯০২০.৯৬–১২
মোট৮,৫১,১৪,৪৩১১০০৩৫০+৫০
নিবন্ধিত ভোটার/ভোটদান১০,৪১,৪২,৩৮১৮০.২
উৎস: নিক, নিক, নিক,
parliament.gov.bd, আইএফইএস, প্রথম আলো, একুশে টিভি

সংসদীয় আসন অনুযায়ী সম্পাদনা

সংসদীয় আসন জয়ী রানার-আপ ব্যবধান
# নাম দল জোট প্রার্থী ভোট দল জোট প্রার্থী ভোট
রংপুর বিভাগ
পঞ্চগড়-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মজাহারুল হক প্রধান ১,৭৩,৮৮৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নওশাদ জমির ১,৩২,৫৩৯ ৪১,৩৪৯
পঞ্চগড়-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নূরুল ইসলাম সুজন ১,৬৯,৫১৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ফরহাদ হোসেন আজাদ ১,১১,০৯৫ ৫৮,৪১৯
ঠাকুরগাঁও-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রমেশ চন্দ্র সেন ২,২৫,৭৯৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১,২৮,০৮০ ৯৭,৭১৮
ঠাকুরগাঁও-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট দবিরুল ইসলাম ২,২৩,৬১৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আব্দুল হাকিম ১৫,৬৩৮ ২,০৭,৯৭৮
ঠাকুরগাঁও-৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট জাহিদুর রহমান ৮৮,৫১০ স্বতন্ত্র রাজনীতিবিদ নেই এমদাদুল হক ৮৪,৯৩৫ ৪,১১৫
দিনাজপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মনোরঞ্জন শীল গোপাল ১,৯৮,৭৯২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ হানিফ ৭৮,৯২৮ ১,১৯,৮৬৪
দিনাজপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট খালিদ মাহমুদ চৌধুরী ১,৯৭,০৬৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সাদিক রিয়াজ ৪৮,৮২২ ১,৪৮,২৪৪
দিনাজপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইকবালুর রহিম ২,৩০,৪৪৫ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ খায়রুজ্জামান ৩৯,২৪৭ ১,৯১,১৯৮
দিনাজপুর-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আবুল হাসান মাহমুদ আলী ২,০৩,৮৬৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আখতারুজ্জামান মিয়া ৬১,৭০৬ ১,৪২,১৬০
১০ দিনাজপুর-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোস্তাফিজুর রহমান ফিজার ১,৮৮,৬৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এ জেড এম রেজওয়ানুল হক ১,২৮,৫৬৭ ৬০,১১৩
১১ দিনাজপুর-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শিবলী সাদিক ২,৮১,৮৯১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আনোয়ারুল ইসলাম ৬৯,৭৬৯ ২,১২,১২২
১২ নীলফামারী-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আফতাব উদ্দিন সরকার ১,৮৮,৭৮৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট রফিকুল ইসলাম ৮৮,৭৯১ ৯৯,৯৯৩
১৩ নীলফামারী-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আসাদুজ্জামান নূর ১,৭৮,০৩০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মনিরুজ্জামান মন্টু ৮০,২৮৩ ৯৭,৭৪৭
১৪ নীলফামারী-৩ জাতীয় পার্টি মহাজোট রানা মোহাম্মদ সোহেল ১,৩৭,২২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আজিজুল ইসলাম ৪৪,০৯৩ ৯৩,১৩১
১৫ নীলফামারী-৪ জাতীয় পার্টি মহাজোট আহসান আদেলুর রহমান ২,৩৬,৯৩০ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ শহিদুল ইসলাম ২৭,২৯৪ ২,০৯,৬৩৬
১৬ লালমনিরহাট-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোতাহার হোসেন ২,৬৩,০৬২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ হাসান রাজীব প্রধান ১২,১৫৭ ২,৫০,৯০৫
১৭ লালমনিরহাট-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নুরুজ্জামান আহমেদ ১,৯৮,৯৪২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ রোকন উদ্দিন বাবুল ৭৮,১৯৩ ১,২০,৭৪৯
১৮ লালমনিরহাট-৩ জাতীয় পার্টি মহাজোট জি এম কাদের ১,৪৯,৬৪১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আসাদুল হাবিব দুলু ৮০,২২৫ ৬৯,৪১৬
১৯ রংপুর-১ জাতীয় পার্টি মহাজোট মসিউর রহমান রাঙ্গা ১,৯৮,৯১৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ রহমত উল্লাহ ১৯,৪৯৩ ১,৭৯,৪২১
২০ রংপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আহসানুল হক চৌধুরী ১,১৮,৩৬৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ আলী সরকার ৫৩,৩৫০ ৬৫,০১৮
২১ রংপুর-৩ জাতীয় পার্টি মহাজোট হুসেইন মুহাম্মদ এরশাদ ১,৪২,৯২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট রিতা রহমান ৫৩,০৮৯ ৮৯,৮৩৭
২২ রংপুর-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট টিপু মুনশি ১,৯৯,৯৭৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ এমদাদুল হক ১,০৪,১৭৭ ৯৫,৭৯৬
২৩ রংপুর-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এইচ এন আশিকুর রহমান ২,৪৪,৭৫৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট গোলাম রব্বানী ৬৪,১৪৭ ১,৮০,৬১১
২৪ রংপুর-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শিরীন শারমিন চৌধুরী ২,৩৪,৪২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ সাইফুল ইসলাম ২৪,০৫৩ ২,১০,৩৭৩
২৫ কুড়িগ্রাম-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আছলাম হোসেন সওদাগর ১,২১,৯০১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সাইফুর রহমান রানা ১,১৮,১৩৪ ৩,৭৬৭
২৬ কুড়িগ্রাম-২ জাতীয় পার্টি মহাজোট পনির উদ্দিন আহমেদ ২,২৯,৪৪৩ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট আমিন ১,০৭,১৪৬ ১,২২,২৯৭
২৭ কুড়িগ্রাম-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এম. এ. মতিন ১,৩২,৩৯০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট তাসভীর উল ইসলাম ৭০,৪২৪ ৬১,৯৬৬
২৮ কুড়িগ্রাম-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জাকির হুসেইন ১,৬২,৬৩৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আজিজুর রহমান ৫৫,৯৬০ ১,০৬,৬৭৪
২৯ গাইবান্ধা-১ জাতীয় পার্টি মহাজোট শামীম হায়দার পাটোয়ারী ১,৯৭,৫৮৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাজেদুর রহমান ৬৫,১৭৩ ১,৩২,৪১২
৩০ গাইবান্ধা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মাহাবুব আরা বেগম গিনি ১,৮৯,৬১৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুর রশীদ সরকার ৬৮,৬৭০ ১,২০,৯৪৭
৩১ গাইবান্ধা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইউনুস আলী সরকার ১,২১,১৬৩ জাতীয় পার্টি কোনোটিই নয় দিলারা খন্দকার শিল্পী ২৮,৩৮৫ ৯২,৭৭৮
৩২ গাইবান্ধা-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মনোয়ার হোসেন চৌধুরী ৩,০০,৮৬০ জাতীয় পার্টি কোনোটিই নয় কাজী মোঃ মোশতিউর রহমান ৫,৭১৭ ২,৯৫,১৪৩
৩৩ গাইবান্ধা-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ফজলে রাব্বী মিয়া ২,৪২,৮৬১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ফারুক আলম সরকার ১৯,৯৯৬ ২,২২,৮৬৫
রাজশাহী বিভাগ
৩৪ জয়পুরহাট-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সামছুল আলম দুদু ২,১৯,৮২৫ স্বতন্ত্র রাজনীতিবিদ জাতীয় ঐক্যফ্রন্ট আলেয়া বেগম ৮৪,২১২ ১,৩৫,৬১৩
৩৫ জয়পুরহাট-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আবু সাঈদ আল মাহমুদ স্বপন ২,২৮,৭৩০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এ.ই.এম খলিলুর রহমান ২৬,১২০ ২,০২,৬১০
৩৬ বগুড়া-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল মান্নান ২,৬৮,৭৬৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কাজী রফিকুল ইসলাম ১৬,৬১৩ ২,৫২,১৫৫
৩৭ বগুড়া-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শরিফুল ইসলাম জিন্নাহ ১,৭৮,১৪২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাহমুদুর রহমান মান্না ৬২,৩৯৩ ১,১৫,৭৪৯
৩৮ বগুড়া-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নুরুল ইসলাম তালুকদার ১,৫৭,৭৯২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাসুদা মোমেন ৫৮,৫৮০ ৯৯,২১২
৩৯ বগুড়া-৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোশারফ হোসেন ১,২৮,৫৮৫ জাতীয় সমাজতান্ত্রিক দল মহাজোট এ কে এম রেজাউল করিম তানসেন ৮৬,০৪৮ ৪২,৫৩৭
৪০ বগুড়া-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট হাবিবুর রহমান হাবিব ৩,৩১,৫৪৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট গোলাম মোহাম্মদ সিরাজ ৪৯,৭৭৭ ২,৮১,৭৬৯
৪১ বগুড়া-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২,০০,৭২৫ জাতীয় পার্টি মহাজোট নূরুল ইসলাম ওমর ৪০,৩৬২ ১,৬০,৩৬৩
৪২ বগুড়া-৭ স্বতন্ত্র রাজনীতিবিদ জাতীয় ঐক্যফ্রন্ট রেজাউল করিম বাবলু ১,৯০,২৯৯ স্বতন্ত্র রাজনীতিবিদ কোনোটিই নয় মিঃ ফেরদৌস আরা খান ৬৫,২৯২ ১,২৫,০০৭
৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সামিল উদ্দিন আহমেদ শিমুল ১,৮০,০৭৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহজাহান মিয়া ১,৬৩,৬৫০ ১৬,৪২৮
৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আমিনুল ইসলাম ১,৭৫,৪৬৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জিয়াউর রহমান ১,৩৯,৯৫২ ৩৫,৫১৪
৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট হারুনুর রশীদ ১,৩৩,৬৬১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল ওদুদ ৮৫,৯৩৮ ৪৭,৭২৩
৪৬ নওগাঁ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাধন চন্দ্র মজুমদার ১,৮৭,২৯০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ছালেক চৌধুরী ১,৪২,০৫৬ ৪৫,২৩৪
৪৭ নওগাঁ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শহীদুজ্জামান সরকার ১,৭২,১৩১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শামসুজ্জোহা খান ১,০০,৬৬৫ ৭১,৪৬৬
৪৮ নওগাঁ-৩ জাতীয় পার্টি মহাজোট ছলিম উদ্দীন তরফদার ১,৯০,৫৮১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট পারভেজ আরেফিন সিদ্দিক ১,৩৬,০২৩ ৫৪,৫৫৮
৪৯ নওগাঁ-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক ১,৬৮,৮৪৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সামসুল আলম প্রামাণিক ৫৩,০৪৪ ১,১৫,৮০১
৫০ নওগাঁ-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নিজাম উদ্দিন জলিল ১,৫৬,৯৬৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ জাহিদুল ইসলাম ধলু ৮৩,৭৫৯ ৭৩,২০৬
৫১ নওগাঁ-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইসরাফিল আলম ১,৮৯,৮৬৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আলমগীর কবির ৪৬,১৫০ ১,৪৩,৭১৪
৫২ রাজশাহী-১ জাতীয় পার্টি মহাজোট ওমর ফারুক চৌধুরী ২,০৩,৪৭৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আমিনুল হক ১,১৮,০৯৬ ৮৫,৩৮৩
৫৩ রাজশাহী-২ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহাজোট ফজলে হোসেন বাদশা ১,১৫,৪৫৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মিজানুর রহমান মিনু ১,০৩,৩২৭ ১২,১২৬
৫৪ রাজশাহী-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আয়েন উদ্দিন ২,১১,৩৮৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ শফিকুল হক মিলন ৮০,৮০৬ ১,৩০,৫৮২
৫৫ রাজশাহী-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এনামুল হক ১,৯০,৪১২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আবু হেনা ১৪,১৫৭ ১,৭৬,২৫৫
৫৬ রাজশাহী-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মনসুর রহমান ১,৮৭,৩৭০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট অধ্যাপক নজরুল ইসলাম ২৮,৬৮৭ ১,৫৮,৬৮৩
৫৭ রাজশাহী-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শাহরিয়ার আলম ২,০২,১০৪ জাতীয় পার্টি কোনোটিই নয় মোঃ ইকবাল হোসেন ৪,১৬২ ১,৯৭,৯৪২
৫৮ নাটোর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শহিদুল ইসলাম বকুল ২,৪৬,৪৪০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কামরুন নাহার ১৫,৩৩৮ ২,৩১,১০২
৫৯ নাটোর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শফিকুল ইসলাম শিমুল ২,৬২,৭৪৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সাবিনা ইয়াসমিন ১৩,১৯৭ ২,৪৯,৫৪৮
৬০ নাটোর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জুনাইদ আহমেদ পলক ২,৩০,৩২৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ দাউদার মাহমুদ ৮,৮৪১ ২,২১,৪৮৬
৬১ নাটোর-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল কুদ্দুস ২,৮৫,৫৩২ জাতীয় পার্টি কোনোটিই নয় মোঃ আলাউদ্দিন মৃধা ৭,৩০৪ ২,৭৮,২২৮
৬২ সিরাজগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোহাম্মদ নাসিম ৩,২৪,৪২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কনকচাঁপা ১,১১৮ ৩,২৩,৩০৬
৬৩ সিরাজগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট হাবিবে মিল্লাত ২,৯১,৮৫৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট রুমানা মাহমুদ ১৩,৭৫৮ ২,৭৮,১০১
৬৪ সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল আজিজ ২,৯৫,৫১৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবদুল মান্নান তালুকদার ২৭,২৪৮ ২,৬৮,২৬৯
৬৫ সিরাজগঞ্জ-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট তানভীর ইমাম ৩,০৩,৭০৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শফিকুল ইসলাম অপু ২৪,৮৯৩ ২,৭৮,৮১৩
৬৬ সিরাজগঞ্জ-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল মমিন মন্ডল ২,৫৯,৮৬১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আমিরুল ইসলাম খান ২৮,৩১৭ ২,৩১,৫৪৪
৬৭ সিরাজগঞ্জ-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট হাসিবুর রহমান স্বপন ৩,৩৫,৭৫৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এমএ মুহিত ১৪,৬৯৭ ৩,২১,০৬২
৬৮ পাবনা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শামসুল হক টুকু ২,৮১,৮৩৪ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট আবু সাইয়িদ ১৬,০০৪ ২,৬৫,৮৩০
৬৯ পাবনা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আহমেদ ফিরোজ কবির ২,৪২,৬৮১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এ কে এম সেলিম রেজা হাবিব ৫,৩৮৩ ২,৩৭,২৯৮
৭০ পাবনা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মকবুল হোসেন ২,৮৪,৭৫২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কে এম আনোয়ারুল ইসলাম ৫৮,৬২৩ ২,২৬,১২৯
৭১ পাবনা-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শামসুর রহমান শরীফ ২,৪৯,৫৫৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ হাবিবুর রহমান ৪৮,৮২২ ২,০০,৭৩৬
৭২ পাবনা-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট গোলাম ফারুক খন্দকার প্রিন্স ৩,২১,৪৫৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ ইকবাল হোসেন ২০,৬৩৬ ৩,০০,৮২২
খুলনা বিভাগ
৭৩ মেহেরপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ফরহাদ হোসেন ১,৯৭,০৯৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাসুদ অরুণ ১৪,১৯২ ১,৮২,৯০৫
৭৪ মেহেরপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাহিদুজ্জামান খোকন ১,৬৯,৩১৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ জাবেদ মাসুদ ৭,৭৯২ ১,৬১,৫২২
৭৫ কুষ্টিয়া-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আ ক ম সারোয়ার জাহান বাদশা ২,৭৬,৬৭৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট রেজা আহমেদ ৬,১০৩ ২,৭০,৫৭২
৭৬ কুষ্টিয়া-২ জাতীয় সমাজতান্ত্রিক দল মহাজোট হাসানুল হক ইনু ২,৮০,৬৩৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ আহসান হাবিব লিংকন ৩৬,৭৭৭ ২,৪৩,৮৫৯
৭৭ কুষ্টিয়া-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মাহবুবউল আলম হানিফ ২,৯৬,৫৯০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ জাকির হোসেন সরকার ১৪,৩৮১ ২,৮২,২০৯
৭৮ কুষ্টিয়া-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সেলিম আলতাফ জর্জ ২,৭৮,৮১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সৈয়দ মেহেদী আহমেদ রুমি ১২,৫০৭ ২,৬৬,৩১১
৭৯ চুয়াডাঙ্গা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সোলায়মান হক জোয়ার্দ্দার ৩,০৯,৯৯৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ শরিফুজ্জামান ২৩,১২০ ২,৮৬,৮৭৩
৮০ চুয়াডাঙ্গা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আলী আজগার টগর ১,৯৮,৯৩৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাহমুদ হাসান খান ২৬,৯২৪ ১,৭২,০১৩
৮১ ঝিনাইদহ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল হাই ২,২২,০১৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আসাদুজ্জামান ৬,৬৬৮ ২,১৫,৩৫১
৮২ ঝিনাইদহ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট তাহজীব আলম সিদ্দিকী ৩,২৫,৮৮৬ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ ফখরুল ইসলাম ৯,২৯৩ ৩,১৬,৫৯৩
৮৩ ঝিনাইদহ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শফিকুল আজম খান ২,৪২,৫৩২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মো. মতিয়ার রহমান ৩২,২৪৯ ২,১০,২৮৩
৮৪ ঝিনাইদহ-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আনোয়ারুল আজীম ২,২৬,৩৬৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ সাইফুল ইসলাম ফিরোজ ৯,৫০৬ ২,১৬,৮৯০
৮৫ যশোর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শেখ আফিল উদ্দিন ২,১১,৪৪৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মফিকুল হাসান তৃপ্তি ৪,৯৮১ ২,০৬,৪৬২
৮৬ যশোর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নাসির উদ্দিন ৩,২৫,৭৯৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন ১৩,৪৯০ ৩,১২,৩০৩
৮৭ যশোর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কাজী নাবিল আহমেদ ৩,৬১,৩৩৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট অনিন্দ্য ইসলাম অমিত ৩১,৭১০ ৩,২৯,৬২৩
৮৮ যশোর-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রণজিত কুমার রায় ২,৭৩,২৩৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট টিএস আইয়ুব ৩০,৮৭৪ ২,৪২,৩৬০
৮৯ যশোর-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট স্বপন ভট্টাচার্য্য ২,৮২,৮৭২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মুহাম্মদ ওয়াক্কাস ২৪,৬২১ ২,৫৮,২৫১
৯০ যশোর-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইসমত আরা সাদেক ১,৫৬,৩৯৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মো. আবুল হোসেন আজাজ ৫,৬৫৩ ১,৫০,৭৪৪
৯১ মাগুরা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাইফুজ্জামান শিখর ২,৬৯,১৯৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ মনোয়ার হোসেন ১৬,৬০৬ ২,৫২,৫৯২
৯২ মাগুরা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট বীরেন শিকদার ২,২৯,৬৫৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নিতাই রায় চৌধুরী ৫২,৬৬৮ ১,৭৬,৯৯১
৯৩ নড়াইল-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কবিরুল হক ১,৮২,৫২৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট বিশ্বাস জাহাঙ্গীর আলম ৮,৯১৯ ১,৭৩,৬১০
৯৪ নড়াইল-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মাশরাফী বিন মোর্ত্তজা ২,৭১,২১০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ফরিদুজ্জামান ৭,৮৮৩ ২,৬৩,৩২৭
৯৫ বাগেরহাট-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শেখ হেলাল উদ্দীন ২,৫২,৬৪৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ শেখ মাসুদ রানা ১১,৪৮৫ ২,৪১,১৬১
৯৬ বাগেরহাট-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শেখ তন্ময় ২,২১,২১২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এম এ সালাম ৪,৫৯৭ ২,১৬,৬১৫
৯৭ বাগেরহাট-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট হাবিবুন নাহার ২,৭৫,৭৯৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ১৩,৪৭৫ ২,৬২,৩২৪
৯৮ বাগেরহাট-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোজাম্মেল হোসেন ২,৪৭,৯৪১ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মাজিদ হাওলাদার ২,৪৭১ ২,৪৫,৪৭০
৯৯ খুলনা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট পঞ্চানন বিশ্বাস ১,৭২,১৫২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আমির এজাজ খান ২৮,৩৩২ ১,৪৩,৮২০
১০০ খুলনা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শেখ সালাহউদ্দিন জুয়েল ১,১২,১০০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নজরুল ইসলাম মঞ্জু ২৭,৩৭৯ ৮৪,৭২১
১০১ খুলনা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মন্নুজান সুফিয়ান ১,৩৪,৮০৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট রাকিবুল ইসলাম ২৩,৬০৬ ১,১১,২০০
১০২ খুলনা-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে
১০৩ খুলনা-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নারায়ন চন্দ্র চন্দ ২,৩১,৭১৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মিয়া গোলাম পরওয়ার ৩২,৯৫৯ ১,৯৮,৭৫৮
১০৪ খুলনা-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আক্তারুজ্জামান বাবু ২,৮৪,৩৪৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মো. আবুল কালাম আজাদ ১৯,২৫৭ ২,৬৫,০৯২
১০৫ সাতক্ষীরা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মুস্তফা লুৎফুল্লাহ ৩,৩২,০৬৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট হাবিবুল ইসলাম হাবিব ১৭,৪৫৫ ৩,১৪,৬০৮
১০৬ সাতক্ষীরা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মীর মোস্তাক আহমেদ রবি ১,৫৫,৬১১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুল খালেক মন্ডল ২৭,৭১১ ১,২৭,৯০০
১০৭ সাতক্ষীরা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আ. ফ. ম. রুহুল হক ৩,০৩,৬৪৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ শহিদুল আলম ২৪,৬৭১ ২,৭৮,৯৭৭
১০৮ সাতক্ষীরা-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এস. এম. জগলুল হায়দার ২,৩৮,৩৮৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট গাজী নজরুল ইসলাম ৩০,৪৮৬ ২,০৭,৯০১
বরিশাল বিভাগ
১০৯ বরগুনা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৩,১৯,৯৫৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মতিউর রহমান তালুকদার ১৫,৩৪৪ ৩,০৪,৬১৩
১১০ বরগুনা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শওকত হাচানুর রহমান রিমন ২,০০,৩২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খন্দকার মাহবুব হোসেন ৯,৫১৮ ১,৯০,৮০৭
১১১ পটুয়াখালী-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শাহজাহান মিয়া ২,৭০,৯৭০ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় আলতাফুর রহমান ১৫,১০৩ ২,৫৫,৮৬৭
১১২ পটুয়াখালী-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আ. স. ম. ফিরোজ ১,৮৫,৭৮৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ নজরুল ইসলাম ৯,২৬৯ ১,৭৬,৫১৪
১১৩ পটুয়াখালী-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এস এম শাহাজাদা ২,১৭,২৬১ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় কামাল খান ৯,০০৯ ২,০৮,২৫২
১১৪ পটুয়াখালী-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মুহিব্বুর রহমান মুহিব ১,৮৮,৭৮১ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ হাবিবুর রহমান হাওলাদার ৭,২৫১ ১,৮১,৫৩০
১১৫ ভোলা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট তোফায়েল আহমদ ২,৪৫,৪০৯ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মাওলানা মোহাম্মদ ইয়াসিন ৭,৮০১ ২,৩৭,৬০৮
১১৬ ভোলা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আলী আজম ২,২৫,৭৩৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট হাফিজ ইব্রাহিম ১৪,২১৪ ২,১১,৫২৩
১১৭ ভোলা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নুরুন্নবী চৌধুরী শাওন ২,৫২,২১৪ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ মোসলেহ উদ্দিন ৪১,৫১৬ ২,৪৮,০৬৩
১১৮ ভোলা-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২,৯৯,০৭৪ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ মহিবুল্লাহ ৬,৪৮১ ২,৯২,৫৯৩
১১৯ বরিশাল-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আবুল হাসনাত আবদুল্লাহ ২,০৫,৫০২ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ রাসেল সরদার ১,৪১৫ ২,০৪,০৮৭
১২০ বরিশাল-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শাহে আলম তালুকদার ২,১২,৩৪৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সরদার সরফুদ্দিন আহমেদ ১,১৩৭ ২,০১,২০৭
১২১ বরিশাল-৩ জাতীয় পার্টি কোনোটিই নয় গোলাম কিবরিয়া টিপু ৫৪,৭৭৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট জয়নুল আবেদীন ৪৭,২৮৭ ৭,৪৯১
১২২ বরিশাল-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট পংকজ নাথ ২,৪১,০০৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নুরুর রহমান জাহাঙ্গীর ৯,২৮২ ২,৩১,৭২১
১২৩ বরিশাল-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জাহিদ ফারুক ২,১৫,০৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মজিবুর রহমান সারওয়ার ৩১,৩৬২ ১,৮৩,৭১৮
১২৪ বরিশাল-৬ জাতীয় পার্টি মহাজোট নাসরীন জাহান রত্না ১,৫৯,৩৯৮ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় এ কে এম নুরুল ইসলাম ১৪,৮৪৫ ১,৪৪,৫৫৩
১২৫ ঝালকাঠি-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট বজলুল হক হারুন ১,৩১,৪৮৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ শাহজাহান ওমর ৬,০০১ ১,২৫,৪৮২
১২৬ ঝালকাঠি-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আমির হোসেন আমু ২,১৪,৯৩৭ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মুফতি সৈয়দ মোঃ ফজলুল করিম ৯,৮১২ ২,০৫,১২৫
১২৭ পিরোজপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শ ম রেজাউল করিম ৩,৩৮,৬১০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শামীম সাঈদী ৮,৩০৮ ৩,৩০,৩০২
১২৮ পিরোজপুর-২ জাতীয় পার্টি মহাজোট আনোয়ার হোসেন মঞ্জু ১,৭৯,৪২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোস্তাফিজুর রহমান ইরান ৬,৩২৬ ১,৭৩,০৯৯
১২৯ পিরোজপুর-৩ জাতীয় পার্টি মহাজোট রুস্তম আলী ফরাজী ১,৩৫,৩১০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ রুহুল আমিন দুলা ৭,৬৯৮ ১,২৭,৬১২
ঢাকা বিভাগ
১৩০ টাঙ্গাইল-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুর রাজ্জাক ২,৮০,২৯২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শহিদুল ইসলাম ১৬,৪৪০ ২,৬৩,৮৫২
১৩১ টাঙ্গাইল-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ছোট মনির ২,৯৯,৯৪৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সুলতান সালাহউদ্দিন টুকু ৯,৮৮৯ ২,৯০,০৫৯
১৩২ টাঙ্গাইল-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আতাউর রহমান খান ২,৪২,৪৩৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট লুৎফর রহমান খান আজাদ ৯,১২২ ২,৩৩,৩১৫
১৩৩ টাঙ্গাইল-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোহাম্মদ হাছান ইমাম খাঁন ২,২৪,০১২ কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ লিয়াকত আলী ৩৪,৩৮৮ ১,৮৯,৬২৪
১৩৪ টাঙ্গাইল-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ছানোয়ার হোসেন ১,৪৯,৩৬৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাহমুদুল হাসান ৭৮,৯৯২ ৭০,৩৭০
১৩৫ টাঙ্গাইল-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আহসানুল ইসলাম টিটু ২,৮০,২২৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট গৌতম চক্রবর্তী ৪৪,৫৫৯ ২,৩৫,৬৬৮
১৩৬ টাঙ্গাইল-৭ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট খালিদ মাহমুদ চৌধুরী ১,৬৪,৫৯১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবুল কালাম আজাদ সিদ্দিকী ৮৭,৯৪৯ ৭৬,৬৪২
১৩৭ টাঙ্গাইল-৮ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জোয়াহেরুল ইসলাম ২,০৭,৬৭৯ কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্ট কুরী সিদ্দিকী ৭১,১৪৪ ১,৩৬,৫৩৫
ময়মনসিংহ বিভাগ
১৩৮ জামালপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আবুল কালাম আজাদ ২,৭৪,৬০৫ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় এ মজিদ ৫,২২৪ ২,৬৯,৩৮১
১৩৯ জামালপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ফরিদুল হক খান ১,৮০,৪১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সুলতান মাহমুদ বাবু ১৬,৭২১ ১,৬৩,৬৯৭
১৪০ জামালপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মির্জা আজম ৩,৮৫,১১৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোস্তাফিজুর রহমান বাবুল ৪,৬৭৭ ৩,৮০,৪৩৬
১৪১ জামালপুর-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মুরাদ হাসান ২,১৭,১৯৮ জাতীয় পার্টি কোনোটিই নয় মোঃ মোখলেছুর রহমান ১,৫৯৩ ২,১৫,৬০৫
১৪২ ঠাকুরগাঁও-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোজাফফর হোসেন ৩,৭৩,৯০৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন ৩০,৯৭৪ ৩,৪২,৯৩৫
১৪৩ শেরপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আতিউর রহমান আতিক ২,৮৭,৪৫২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সানসিলা জেব্রিন ২৭,৬৪৩ ২,৫৯,৮০৯
১৪৪ শেরপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মতিয়া চৌধুরী ৩,০০,৪৪২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ফাহিম চৌধুরী ৭,৬৫২ ২,৯২,৭৯০
১৪৫ শেরপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এ কে এম ফজলুল হক ২,৫১,৯৩৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাহমুদুল হক রুবেল ১২,৪৯১ ২,৩৯,৪৪৫
১৪৬ ময়মনসিংহ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জুয়েল আরেং ২,০৩,৮৬৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আফজাল এইচ খান ২৮,৬৩৮ ২,৩০,২৮৫
১৪৭ ময়মনসিংহ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শরীফ আহমেদ ২,৯১,৪৭২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহ্‌ শহীদ সরোয়ার ৬২,২৩৩ ২,২৯,২৩৯
১৪৮ ময়মনসিংহ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নাজিম উদ্দিন আহমেদ ১,৫৯,৩০০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এম ইকবাল হোসেন ২৪,৫১৯ ১,৩৪,৭৮১
১৪৯ ময়মনসিংহ-৪ জাতীয় পার্টি মহাজোট রওশন এরশাদ ২,৪৪,৭৭৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবু ওহাব আকন্দ ওয়াহিদ ১,০৩,৭৫৩ ১,৪১,০২১
১৫০ ময়মনসিংহ-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কে এম খালিদ ২,৩২,৫৬৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ জাকির হোসেন ২২,২০৩ ২,১০,৩৬০
১৫১ ময়মনসিংহ-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোসলেম উদ্দিন ২,৪০,৫৮৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শামসুদ্দিন আহমেদ ৩২,৩৩২ ২,০৮,২৫৩
১৫২ ময়মনসিংহ-৭ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রুহুল আমিন মাদানী ২,০৪,৭৩৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ডাঃ মাহবুবুর রহমান ৩৬,৪০৮ ১,৬৮,৩২৬
১৫৩ ময়মনসিংহ-৮ জাতীয় পার্টি মহাজোট ফখরুল ইমাম ১,৫৬,৭৬৯ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট এএইচএম খালেকুজ্জামান ৩৪,০৬৩ ১,২২,৭০৬
১৫৪ ময়মনসিংহ-৯ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আনোয়ারুল আবেদীন খান ২,২৭,০৪৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খুররম খান চৌধুরী ২০,৮৫৮ ২,০৬,১৯০
১৫৫ ময়মনসিংহ-১০ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ফাহমী গোলন্দাজ বাবেল ২,৮১,২৩০ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় ঐক্যফ্রন্ট সৈয়দ মাহমুদ মোর্শেদ ৩,১৭৫ ২,৭৮,০৫৫
১৫৬ ময়মনসিংহ-১১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কাজিম উদ্দিন আহম্মেদ ২,২২,২৪৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ২৭,২৭৭ ১,৯৪,৯৭১
১৫৭ নেত্রকোণা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মানু মজুমদার ২,৪৯,৭৩৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কায়সার কামাল ১৬,৩৩২ ২,৩৩,৪০৬
১৫৮ নেত্রকোণা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আশরাফ আলী খান খসরু ২,৮৩,১৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আনোয়ারুল হক ৩০,৩৭০ ২,৫২,৮১০
১৫৯ নেত্রকোণা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট অসীম কুমার উকিল ২,৭০,১৪৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট রফিকুল ইসলাম হেলালী ৬,৭১৫ ২,৬৩,৪২৯
১৬০ নেত্রকোণা-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রেবেকা মমিন ২,০৪,৪৪৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট তাহমিনা জামান ৩৮,১৮১ ১,৬৬,২৬২
১৬১ নেত্রকোণা-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ওয়ারেসাত হোসেন বেলাল ১,৬৬,৪৭৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আবু তাহের তালুকদার ১৫,৬৩৮ ১,৫০,৮৩৭
ঢাকা বিভাগ
১৬২ কিশোরগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সৈয়দ আশরাফুল ইসলাম ২,৫৯,৪৭০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ রেজাউল করিম খান ৭১,৪৩৩ ১,৮৮,০৩৭
১৬৩ কিশোরগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নূর মোহাম্মদ ২,৯৫,৮৬০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আখতারুজ্জামান ৫১,৩২৩ ২,৪৪,৫৩৭
১৬৪ কিশোরগঞ্জ-৩ জাতীয় পার্টি মহাজোট মুজিবুল হক চুন্নু ২,৩৯,৬১৬ জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় ঐক্যফ্রন্ট অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম ৩১,৭৮৬ ২,০৭,৮৩০
১৬৫ কিশোরগঞ্জ-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রেজওয়ান আহাম্মদ তৌফিক ২,৫৮,৫১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ ফজলুর রহমান ৪,৯৩৬ ২,৫৩,৫৮২
১৬৬ কিশোরগঞ্জ-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আফজাল হোসেন ২,০২,৮৭৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শেখ মুজিবর রহমান ইকবাল ২৯,১৫০ ১,৭৩,৭২৬
১৬৭ কিশোরগঞ্জ-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নাজমুল হাসান পাপন ২,৪৭,৯৩৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ শরিফুল আলম ২৮,০৮৪ ২,১৯,৮৪৯
১৬৮ মানিকগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নাইমুর রহমান দুর্জয় ২,৫৩,১৫১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খন্দকার আবদুল হামিদ ৫৮,১৮২ ১,৯৪,৯৬৯
১৬৯ মানিকগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মমতাজ বেগম ২,৭২,৫২১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মঈনুল ইসলাম খান ৪৯,৮৮৩ ২,২২,৬৩৮
১৭০ মানিকগঞ্জ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জাহিদ মালেক স্বপন ২,২০,৫৯৫ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট মফিজুল ইসলাম খান কামাল ২৯,৯০৪ ১,৯০,৬৯১
১৭১ মুন্সীগঞ্জ-১ বিকল্পধারা বাংলাদেশ মহাজোট মাহি বি চৌধুরী ২,৮৬,৬৮১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহ মোয়াজ্জেম হোসেন ৪৪,৮৮৮ ২,৪১,৭৯৩
১৭২ মুন্সীগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাগুফতা ইয়াসমিন এমিলি ২,১৩,৯৮৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মিজানুর রহমান সিনহা ১৪,১৮৭ ১,৯৯,৭৯৬
১৭৩ মুন্সীগঞ্জ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মৃণাল কান্তি দাস ৩,১৩,৩৫৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুল হাই ১২,৭৩৬ ৩,০০,৬২০
১৭৪ ঢাকা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সালমান এফ রহমান ২,১১,৪৪৩ স্বতন্ত্র রাজনীতিবিদ জাতীয় ঐক্যফ্রন্ট সালমা ইসলাম ৪,৯৮১ ২,০৬,৪৬২
১৭৫ ঢাকা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কামরুল ইসলাম ৩,৩৯,৫৮১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ইরফান ইবনে আমান অমি ৪৭,১৯৫ ২,৯২,৩৮৬
১৭৬ ঢাকা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নসরুল হামিদ ২,২১,৩৫১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট গয়েশ্বর চন্দ্র রায় ১৬,৬১২ ২,০৪,৭৩৯
১৭৭ ঢাকা-৪ জাতীয় পার্টি মহাজোট সৈয়দ আবু হোসেন ১,০৬,৯৫৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সালাহ উদ্দিন আহমেদ ৩৩,১১৭ ২,৪২,৩৬০
১৭৮ ঢাকা-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট হাবিবুর রহমান মোল্লা ২,২০,০৮৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ নবীউল্লাহ ৬৭,৫৭২ ১,৫২,৫১১
১৭৯ ঢাকা-৬ জাতীয় পার্টি মহাজোট কাজী ফিরোজ রশীদ ৯৩,৫৫২ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট শুব্রত চৌধুরী ২৩,৬৯০ ৬৯,৫৯২
১৮০ ঢাকা-৭ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট হাজী সেলিম ১,৭৩,৬৮৭ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট মোস্তফা মহসিন মন্টু ৫১,৬৭২ ১,২২,০১৫
১৮১ ঢাকা-৮ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহাজোট রাশেদ খান মেনন ১,৩৯,৫৩৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মির্জা আব্বাস ৩৮,৭১৭ ১,০০,৮২১
১৮২ ঢাকা-৯ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাবের হোসেন চৌধুরী ২,২৪,২৩০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আফরোজা আব্বাস ৫৯,১৬৫ ১,৬৫,০৬৫
১৮৩ ঢাকা-১০ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শেখ ফজলে নূর তাপস ১,৬৮,১৭২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুল মান্নান ৪৩,৮৩১ ১,২৪,৩৪১
১৮৪ ঢাকা-১১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এ.কে.এম. রহমতুল্লাহ ১,৮৬,৬৮১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শামীম আরা বেগম ৫৪,৭২১ ১,৩১,৯৬০
১৮৫ ঢাকা-১২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আসাদুজ্জামান খাঁন কামাল ১,৯১,৮৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সাইফুল আলম নিরব ৩২,৬৭৮ ১,৫৯,২১৭
১৮৬ ঢাকা-১৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাদেক খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মো. সাদেক খান ৪৭,২৩২
১৮৭ ঢাকা-১৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আসলামুল হক ১,৯৭,১৩০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সাইয়েদ আবু বকর সিদ্দিক ৫৪,৯৮১ ১,৪২,১৪৯
১৮৮ ঢাকা-১৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কামাল আহমেদ মজুমদার ১,৭৫,১৬৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আমির এজাজ খান ৩৯,০৭১ ১,৩৬,০৯৪
১৮৯ ঢাকা-১৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ১,৭৫,৫৩৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আহসান উল্লাহ হাসান ৫৩,৫৩৭ ১,২১,৯৯৯
১৯০ ঢাকা-১৭ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ফারুক ১,৬৪,৬১০ বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় ঐক্যফ্রন্ট আন্দালিব রহমান পার্থ ৩৮,৬৩৯ ১,২৫,৯৭১
১৯১ ঢাকা-১৮ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাহারা খাতুন ৩,০২,০০৬ জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় ঐক্যফ্রন্ট শহীদ উদ্দিন মাহমুদ ৭১,৭৯২ ২,৩০,২১৪
১৯২ ঢাকা-১৯ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এনামুর রহমান ৪,৯০,৫২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ৬৯,৮৭৬ ৪,২০,৬৪৮
১৯৩ ঢাকা-২০ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট বেনজীর আহমদ ২,৫৯,৭৮৮ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মো. আব্দুল মান্নান ৭,২৬৮ ২,৫২,৫২০
১৯৪ গাজীপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আ. ক. ম. মোজাম্মেল হক ৪,০১,৫১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী ৯৪,৭২৩ ৩,০৬,৭৯৫
১৯৫ গাজীপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জাহিদ আহসান রাসেল ৪,১২,১৪০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ সালাহ উদ্দিন সরকার ১,০১,০৪০ ৩,১১,১০০
১৯৬ গাজীপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইকবাল হোসেন সবুজ ৩,৪৩,৩২০ কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্ট ইকবাল সিদ্দিকী ৩৭,৭৮৯ ৩,০৫,৫৩৪
১৯৭ গাজীপুর-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সিমিন হোসেন রিমি ২,০৩,২৫৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহ রিয়াজুল হান্নান ১৮,৫৮২ ১,৮৪,৬৭৬
১৯৮ গাজীপুর-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মেহের আফরোজ চুমকি ২,০৭,৬৯৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এ কে এম ফজলুল হক মিলন ২৭,৯৭৬ ১,৭৯,৭২৩
১৯৯ নরসিংদী-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোহাম্মদ নজরুল ইসলাম ২,৭১,০৪৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খায়রুল কবির খোকন ২৪,৭৮৭ ২,৪৬,২৬১
২০০ নরসিংদী-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আনোয়ারুল আশরাফ খান ১,৭৫,৭১১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুল মঈন খান ৭,১৮০ ১,৬৮,৫৩১
২০১ নরসিংদী-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জহিরুল হক ভূঁইয়া মোহন ৯৪,০৩৫ স্বতন্ত্র রাজনীতিবিদ জাতীয় ঐক্যফ্রন্ট সিরাজুল ইসলাম মোল্লা ৫২,৮৭৬ ৪১,১৫৯
২০২ নরসিংদী-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ২,৫৬,৫২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সরদার শাখাওয়াত হোসেন বকুল ১৬,৫০৫ ২,৪০,০১৯
২০৩ নরসিংদী-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রাজিউদ্দিন আহমেদ রাজু ২,৯৪,৪৮৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আশরাফ উদ্দিন ২০,৪৩১ ২,৭৪,০৫৩
২০৪ নারায়ণগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট গোলাম দস্তগীর গাজী ২,৪৩,৭৩৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কাজী মনিরুজ্জামান ১৬,৪৩৪ ২,২৭,৩০৫
২০৫ নারায়ণগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নজরুল ইসলাম বাবু ২,৩২,৭২২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নজরুল ইসলাম আজাদ ৫,০১২ ২২,৭১০
২০৬ নারায়ণগঞ্জ-৩ জাতীয় পার্টি মহাজোট লিয়াকত হোসেন খোকা ১,৯৭,৭৮৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আজহারুল ইসলাম মান্নান ১৮,০৪৭ ১,৭৯,৭৩৮
২০৭ নারায়ণগঞ্জ-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শামীম ওসমান ৩,৯৩,১৩৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মনির হোসেন ৭৬,৫৮২ ৩,১৬,৫৫৪
২০৮ নারায়ণগঞ্জ-৫ জাতীয় পার্টি মহাজোট সেলিম ওসমান ২,৭৯,৫৪৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এস এম আকরাম ৫২,৩৫২ ২,২৭,১৯৩
২০৯ রাজবাড়ী-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কাজী কেরামত আলী ২,৩৮,৯১৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ৩৩,০০০ ২,০৫,৯১৪
২১০ রাজবাড়ী-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জিল্লুল হাকিম ৩,৯৮,৯৭৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নাসিরুল হক সাবু ৫,৪৭৫ ৩,৯৩,৪৯৯
২১১ ফরিদপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মঞ্জুর হোসেন বুলবুল ৩,০৪,৬০৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহ মোহাম্মদ আবু জাফর ২৭,৩০৫ ২,৭৭,৩০২
২১২ ফরিদপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সৈয়দা সাজেদা চৌধুরী ২,১৮,৩৮৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট চৌধুরী নায়েব ইউসুফ ১৪,৯১০ ২,০৩,৪৭৫
২১৩ ফরিদপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট খন্দকার মোশাররফ হোসেন ২,৭৬,২৭১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফ ২১,৭০৪ ২,৫৪,৫৬৭
২১৪ ফরিদপুর-৪ স্বতন্ত্র রাজনীতিবিদ নেই মজিবুর রহমান চৌধুরী ১,৪৪,১৭৯ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কাজী জাফরউল্লাহ ৯৪,২৩৪ ৪৯,৯৪৫
২১৫ গোপালগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ফারুক খান ৩,০৩,১৬২ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ মিজানুর রহমান ৯০২ ৩,০২,২৬০
২১৬ গোপালগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শেখ ফজলুল করিম সেলিম ২,৮১,৯০৪ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় তসলিম সিকদার ৬২৮ ২,৮১,২৭৬
২১৭ গোপালগঞ্জ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শেখ হাসিনা ২,২৯,৬৫৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এসএম জিলানী ১২৩ ২,২৯,৪১৬
২১৮ মাদারীপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নূর-ই-আলম চৌধুরী ২,২৭,৩৯৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সাজ্জাদ হোসেন সিদ্দিকী ৩১৩ ২,২৭,০৮০
২১৯ মাদারীপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শাজাহান খান ৩,১১,৭৪০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মিল্টন বৈদ্য ২,৫৮৮ ৩,০৯,১৫২
২২০ মাদারীপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আবদুস সোবহান গোলাপ ২,৫২,৪৬১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আনিসুর রহমান তালুকদার ৩,২৯৬ ২,৪৯,১৬৫
২২১ শরীয়তপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইকবাল হোসেন অপু ২,৭২,৯৩৯ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ তোফায়েল আহমেদ ১,৪২৭ ২,৭১,৫১২
২২২ শরীয়তপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এ কে এম এনামুল হক শামীম ২,৭৩,১৭১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সফিকুর রহমান কিরণ ২,২১৩ ২,৭০,৯৫৮
২২৩ শরীয়তপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নাহিম রাজ্জাক ২,০৭,২২৯ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ হানিফ মিয়া ২,৭৩৫ ২,০৪,৪৯৪
সিলেট বিভাগ
২২৪ সুনামগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোয়াজ্জেম হোসেন রতন ২,৬৫,৯২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নজির হোসেন ৭২,৫৩৭ ১,৯৩,৩৮৯
২২৫ সুনামগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জয়া সেনগুপ্ত ১,২৪,০১৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নাসির উদ্দিন চৌধুরী ৬৭,৫৮৭ ৫৬,৪৩০
২২৬ সুনামগঞ্জ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এম. এ. মান্নান ১,৬৩,১৪৯ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট শাহীনুর পাশা চৌধুরী ৫২,৯২৫ ১,১০,২২৪
২২৭ সুনামগঞ্জ-৪ জাতীয় পার্টি মহাজোট পীর ফজলুর রহমান ১,৩৭,২৮৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ফজলুল হক আছপিয়া ৬৯,৭৪৯ ৬৭,৫৪০
২২৮ সুনামগঞ্জ-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মুহিবুর রহমান মানিক ২,২১,৩২৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ মিজানুর রহমান চৌধুরী ৮৯,৬৪২ ১,৩১,৬৮৬
২২৯ সিলেট-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এ কে আব্দুল মোমেন ২,৯৮,৬৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খন্দেকার আব্দুল মোকতাদির ১,২৩,৮৫১ ১,৭৪,৮৪৫
২৩০ সিলেট-২ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট মোকাব্বির খান ৬৯,৪২০ স্বতন্ত্র রাজনীতিবিদ কোনোটিই নয় মুহিবুর রহমান ৩০,৪৪৯ ৩৮,৯৭১
২৩১ সিলেট-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মাহমুদ উস সামাদ চৌধুরী ১,৭৬,৫৮৭ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট শফি আহমেদ চৌধুরী ৮৩,২৮৮ ৯৩,২৯৯
২৩২ সিলেট-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইমরান আহমদ ২,২৩,৬৭২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট দিলদার হোসেন সেলিম ৯৩,৪৪৮ ১,৩০,২২৪
২৩৩ সিলেট-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট হাফিজ আহমেদ মজুমদার ১,৩৯,৭৩৫ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট ওবায়দুল ফারুক ৮৬,১৫১ ৫৩,৫৮৪
২৩৪ সিলেট-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নুরুল ইসলাম নাহিদ ১,৯৬,২১৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট ফয়সাল আহমেদ চৌধুরী ১,০৮,০৮৯ ৮৮,১২৬
২৩৫ মৌলভীবাজার-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শাহাব উদ্দিন ১,৪৪,৫৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নাসিরুদ্দিন আহমেদ ৬৭,৩৪৫ ৭৭,২৫০
২৩৬ মৌলভীবাজার-২ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ৭৯,৭৪২ বিকল্পধারা বাংলাদেশ মহাজোট এম এম শাহীন ৭৭,১৭০ ২,৫৭২
২৩৭ মৌলভীবাজার-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নেছার আহমদ ১,৮৪,৫৭৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এম. নাসের রহমান ১,০৪,৫৬৫ ৭৯,৯৮৪
২৩৮ মৌলভীবাজার-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুস শহীদ ২,১১,৬১৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মুজিবুর রহমান চৌধুরী ৯৩,২৯৫ ১,১৮,৩১৮
২৩৯ হবিগঞ্জ-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট গাজী মোহাম্মদ শাহনওয়াজ ১,৫৮,১৮৮ গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট রেজা কিবরিয়া ৮৫,১৯৭ ৭২,৯৯১
২৪০ হবিগঞ্জ-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল মজিদ খান ১,৭৯,৪৮০ খেলাফত মজলিস জাতীয় ঐক্যফ্রন্ট মাওলানা আব্দুল বাসিত আজাদ ৫৯,৭২৪ ১,১৯,৭৫৬
২৪১ হবিগঞ্জ-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আবু জাহির ১,৯৩,৯৭৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ জি কে গাউস ৬৮,০৭৮ ১,২৫,৮৯৫
২৪২ হবিগঞ্জ-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মাহবুব আলী ৩,০৬,৯৫৩ খেলাফত মজলিস জাতীয় ঐক্যফ্রন্ট আহমদ আব্দুল কাদের ৪৫,১৫১ ২,৬১,৮০২
চট্টগ্রাম বিভাগ
২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন ১,০১,১১০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট এসএকে একরামুজ্জামান ৬০,৭৩৮ ৪০,৩৭২
২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবদুস সাত্তার ভূঞা ৮৩,৯৯৭ স্বতন্ত্র রাজনীতিবিদ কোনোটিই নয় মোঃ মঈন উদ্দিন ৭৫,৪১৯ ৮,৫৭৮
২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট উবায়দুল মোকতাদির চৌধুরী ৩,৯৩,৫২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খালেদ হোসেন মাহবুব শ্যামল ৮৬,০৭৭ ৩,০৭,৪৪৬
২৪৬ ব্রাহ্মণবাড়িয়া-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আনিসুল হক ২,৮২,০৬২ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোটিই নয় মোঃ জসিম ২,৯৪৯ ২,৭৯,১১৩
২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এবাদুল করিম বুলবুল ২,৫১,৫২২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কাজী নাজমুল হোসেন ১৭,০১১ ২,৩৪,৫১১
২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এ বি তাজুল ইসলাম ২,০০,০৭৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুল খালেক ১,৩২৯ ১,৯৮,৭৪৯
২৪৯ কুমিল্লা-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ১,৩৫,৮৭৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খন্দকার মোশাররফ হোসেন ৯৫,৫৪২ ৪০,৩৩১
২৫০ কুমিল্লা-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সেলিমা আহমাদ ২,০৬,০১৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট খন্দকার মোশাররফ হোসেন ২০,৯৩৩ ১,৮৫,০৮৩
২৫১ কুমিল্লা-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ইউসুফ আবদুল্লাহ হারুন ২,৭৩,১৮২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট কে এম মুজিবুল হক ১২,৩৫৮ ২,৬০,৮২৪
২৫২ কুমিল্লা-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রাজী মোহাম্মদ ফখরুল ২,৪০,৫৪৪ জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় ঐক্যফ্রন্ট আবদুল মালেক রতন ৭,৯৫৮ ২,৩২,৫৮৬
২৫৩ কুমিল্লা-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আব্দুল মতিন খসরু ২,৯০,৫৪৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ ইউনুস ১২,১১৩ ২,৭৮,৪৩৪
২৫৪ কুমিল্লা-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ২,৯৬,৩০০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ আমিনুর রশীদ ১৮,৫৩৭ ২,৭৭,৭৬৩
২৫৫ কুমিল্লা-৭ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আলী আশরাফ ১,৮৪,৯০১ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় ঐক্যফ্রন্ট রেদোয়ান আহমেদ ১৫,৭৪৭ ১,৬৯,১৫৪
২৫৬ কুমিল্লা-৮ জাতীয় পার্টি মহাজোট নাছিমুল আলম চৌধুরী ১,৮৮,৬৫৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট জাকারিয়া তাহের সুমন ৩৪,২১৯ ১,৫৪,৪৪০
২৫৭ কুমিল্লা-৯ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট তাজুল ইসলাম ২,৭০,৬০২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আনওয়ারুল আজিম ১১,৩০৯ ২,৫৯,২৯৩
২৫৮ কুমিল্লা-১০ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আ হ ম মোস্তফা কামাল ৪,০৫,২৯৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মনিরুল হক চৌধুরী ১২,৪৮৮ ৩,৯২,৮১১
২৫৯ কুমিল্লা-১১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মুজিবুল হক মুজিব ২,৮২,০০৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট মো. কামাল উদ্দিন ভূঁইয়া ২,২৬৪ ২,৭৯,৭৩৯
২৬০ চাঁদপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মহিউদ্দীন খান আলমগীর ১,৯৬,৮৪৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোশাররফ হোসেন ৭,৭৫৯ ১,৮৯,০৮৫
২৬১ চাঁদপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নূরুল আমিন রুহুল ৩,০১,০৫০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ জালাল উদ্দিন ১০,২৭৭ ২,৯০,৭৭৩
২৬২ চাঁদপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট দীপু মনি ৩,০৪,৮১২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শেখ ফরিদ আহমেদ মানিক ৩৫,৫০১ ২,৬৯,৩১১
২৬৩ চাঁদপুর-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মুহম্মদ শফিকুর রহমান ১,৭৩,৩৬৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট হারুনুর রশীদ ৩০,৭৯৯ ১,৪২,৫৭০
২৬৪ চাঁদপুর-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট রফিকুল ইসলাম ৩,০১,৬৪৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ মমিনুল হক ৩৭,১৯৫ ২,৬৪,৪৫৩
২৬৫ ফেনী-১ জাতীয় সমাজতান্ত্রিক দল মহাজোট শিরীন আখতার ২,০৪,২৫৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মুন্সী রফিকুল ইসলাম ২৫,৪৯৪ ১,৭৮,৭৬২
২৬৬ ফেনী-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নিজাম উদ্দিন হাজারী ২,৯০,৬৬৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট জয়নাল আবেদিন ৫,৭৪৮ ২,৮৪,৮৮৪
২৬৭ ফেনী-৩ জাতীয় পার্টি মহাজোট মাসুদ উদ্দিন চৌধুরী ২,৮৮,০৭৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আকবর হোসেন ১৪,৬৭৪ ২,৭৩,৪০৩
২৬৮ নোয়াখালী-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এইচ. এম. ইব্রাহিম ২,৩৮,৯৭০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাহবুব উদ্দিন খোকন ১৪,৮৬২ ২,২৪,১০৮
২৬৯ নোয়াখালী-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোরশেদ আলম ২,৩৮,৯৭০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট জয়নুল আবদিন ফারুক ১৪,৮৬২ ২,২৪,১০৮
২৭০ নোয়াখালী-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মামুনুর রশীদ কিরন ২,১৭,৮২৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট বরকত উল্লাহ বুলু ৫৩,৭৯০ ১,৬৪,০৩৯
২৭১ নোয়াখালী-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ২,৪০,৫৪৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মো. শাহজাহান ৭,৯৫৮ ২,৩২,৫৮৬
২৭২ নোয়াখালী-৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ওবায়দুল কাদের ২,৫২,৭৪৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মওদুদ আহমেদ ১০,৯৭০ ২,৪১,৭৭৪
২৭৩ নোয়াখালী-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আয়েশা ফেরদাউস ২,১০,০১৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ ফজলুল আজিম ৪,৭১৫ ২,০৫,৩০০
২৭৪ লক্ষ্মীপুর-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আনোয়ার হোসেন খান ১,৮৫,৪৩৮ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় ঐক্যফ্রন্ট শাহাদাত হোসেন সেলিম ৩,৮৯৩ ১,৮১,৫৪৫
২৭৫ লক্ষ্মীপুর-২ স্বতন্ত্র রাজনীতিবিদ মহাজোট মোহাম্মদ শহিদ ইসলাম ২,৫৬,৭৮৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবুল খায়ের ভূঁইয়া ২৮,০৬৫ ২,২৮,৭১৯
২৭৬ লক্ষ্মীপুর-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এ. কে. এম. শাহজাহান কামাল ২,৩৩,৭২৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৪,৪৯২ ২,১৯,২৩৬
২৭৭ লক্ষ্মীপুর-৪ বিকল্পধারা বাংলাদেশ মহাজোট আবদুল মান্নান ১,৮৩,৯০৬ জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় ঐক্যফ্রন্ট আ. স. ম. আবদুর রব ৪০,৯৯৩ ১,৪২,৯১৩
২৭৮ চট্টগ্রাম-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোশাররফ হোসেন ২,৬৬,৬৬৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট নুরুল আমীন ভূঞা ৩,৯৯১ ২,৬২,৬৭৫
২৭৯ চট্টগ্রাম-২ বাংলাদেশ তরিকত ফেডারেশন মহাজোট সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ২,৩৮,৪৩০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আজিমুল্লাহ বাহার ৪৯,৭৫৩ ১,৮৮,৬৭৭
২৮০ চট্টগ্রাম-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মাহফুজুর রহমান ১,৬২,৩৫৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোস্তফা কামাল পাশা ৩,১২২ ১,৫৯,২৩৪
২৮১ চট্টগ্রাম-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট দিদারুল আলম ২,৬৬,১১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ আসলাম চৌধুরী ৩০,০১৪ ২,৩৬,১০৪
২৮২ চট্টগ্রাম-৫ জাতীয় পার্টি মহাজোট আনিসুল ইসলাম মাহমুদ ২,৭৭,৯০৯ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জাতীয় ঐক্যফ্রন্ট সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ৪৪,৩৮১ ২,৩৩,৫২৮
২৮৩ চট্টগ্রাম-৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এ. বি. এম. ফজলে করিম চৌধুরী ২,৩০,৪৭১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট জশিম উদ্দিন শিকদার ২,২৪৪ ১,৫০,৭৪৪
২৮৪ চট্টগ্রাম-৭ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মইন উদ্দীন খান বাদল ২,৭২,৮৩৮ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় ঐক্যফ্রন্ট আবু সুফিয়ান ৫৯,১৩৫ ২,১৩,৭০৩
২৮৫ চট্টগ্রাম-৮ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মইন উদ্দীন খান বাদল ২,৭২,৮৩৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবু সুফিয়ান ৫৯,১৩৫ ২,১৩,৭০৩
২৮৬ চট্টগ্রাম-৯ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মহিবুল হাসান চৌধুরী নওফেল ২,২৩,৬১৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহাদাত হোসেন ১৭,৬৪২ ২,০৫,৯৭২
২৮৭ চট্টগ্রাম-১০ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আফছারুল আমীন ২,৮৭,০৪৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আবদুল্লাহ আল নোমান ৪১,৩৯০ ২,৪৫,৬৫৭
২৮৮ চট্টগ্রাম-১১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট এম. আবদুল লতিফ ২,৮৩,১৬৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী ৫২,৮৯৮ ২,৩০,২৭১
২৮৯ চট্টগ্রাম-১২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সামশুল হক চৌধুরী ১,৮৩,১৭৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট মো. এনামুল হক ৪৪,৫৯৮ ১,৩৮,৫৮১
২৯০ চট্টগ্রাম-১৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাইফুজ্জামান চৌধুরী ২,৪৩,৪১৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সরওয়ার জামাল নিজাম ৩,১৫৩ ২,৪০,২৬২
২৯১ চট্টগ্রাম-১৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট নজরুল ইসলাম চৌধুরী ১,৮৯,১৮৬ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় ঐক্যফ্রন্ট অলি আহমেদ ২২,২২৫ ১,৬৬,৯৬১
২৯২ চট্টগ্রাম-১৫ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ২,৫৯,৩৭৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শামসুল ইসলাম ৫৩,৯৮৬ ২,০৫,৩৮৯
২৯৩ চট্টগ্রাম-১৬ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট মোস্তাফিজুর রহমান চৌধুরী ১,৭৫,৩৪১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট জাফরুল ইসলাম চৌধুরী ২৬,৩৭০ ১,৪৮,৯৭১
২৯৪ কক্সবাজার-১ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট জাফর আলম ২,৭৩,৮৫৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট হাসিনা আহমেদ ৫৬,৬০১ ২,১৭,২৫৫
২৯৫ কক্সবাজার-২ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট আশেক উল্লাহ রফিক ২,১৩,০৯১ স্বতন্ত্র রাজনীতিবিদ কোনোটিই নয় হামিদুর রহমান আযাদ ১৮,৫৮৭ ১,৯৪,৫০৪
২৯৬ কক্সবাজার-৩ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট সাইমুম সরওয়ার কমল ২,৫৩,৮২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট লুতফর রহমান কাজল ৮৬,৭১৮ ১,৬৭,১০৭
২৯৭ কক্সবাজার-৪ বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট শাহীন আক্তার ১,৯৬,৯৭৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট শাহজাহান চৌধুরী ৩৭,০১৮ ১,৫৯,৯৫৬
২৯৮ পার্বত্য খাগড়াছড়ি বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট কুজেন্দ্র লাল ত্রিপুরা ২,৩৬,১৫৬ স্বতন্ত্র রাজনীতিবিদ কোনোটিই নয় নুতন কুমার চাকমা ৫৯,২৫৭ ১,৭৬,৮৯৯
২৯৯ পার্বত্য রাঙ্গামাটি বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট দীপংকর তালুকদার ১,৫৬,৮৪৪ স্বতন্ত্র রাজনীতিবিদ কোনোটিই নয় ঊষাতন তালুকদার ৯৪,৪৯৫ ৬২,৩৪৯
৩০০ পার্বত্য বান্দরবান বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট বীর বাহাদুর উশৈ সিং ১,৪৩,৯৬৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যফ্রন্ট সাচিং প্রু জেরী ৫৮,৭১৯ ৮৫,২৪৭

ফলাফল প্রত্যাখ্যান সম্পাদনা

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তিনি বলেন,

সারা বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে ভোট ডাকাতির খবর এসেছে। প্রায় একশো প্রার্থী নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে যত তাড়াতাড়ি সম্ভব পুনঃনির্বাচনের দাবি করছি।[৪০]

প্রতিক্রিয়া সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

টীকা সম্পাদনা

  1. আওয়ামী লীগের ভোটের পরিসংখ্যানে আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচন করা সহযোগী দলের ১৪ জন প্রার্থীর ভোট অন্তর্ভুক্ত নয়।
  2. বিএনপির ভোটের পরিসংখ্যানে বিএনপির 'ধানের শীষ' প্রতীকে নির্বাচন করা সহযোগী দলের পাওয়া সমস্ত ভোট অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সহযোগী দলগুলির প্রার্থীও রয়েছে।
  3. ওয়ার্কার্স পার্টির তিন জন 'হাতুড়ি' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ১,৭২৯ ভোট পায় এবং পাঁচজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৬,৪৪,৩৩৫ ভোট পায়।
  4. জাসদের ৩ জন 'টর্চ' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৩৯,১০৪ ভোট পায় এবং তিনজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৫,৭০,৯৪০ ভোট পায়।
  5. বিকল্পধারা বাংলাদেশের ২৩ জন 'কুলা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ১৮,১৮৩ ভোট পায় এবং তিনজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৫,৪৭,৭৫৭ ভোট পায়।
  6. বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১৬ জন 'ফুলের মালা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৬,০৮৭ ভোট পায় এবং দুইজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৪,২৩,৮৬৮ ভোট পায়।
  7. বাংলাদেশ জাসদের একজন প্রার্থী আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  2. "নির্বাচনের তারিখ পেছালো কমিশন"বিবিসি বাংলা। ১২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  3. "তফসিল ঘোষণা, ভোট ২৩ ডিসেম্বর"বিডিনিউজ২৪.কম। ১৬ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  4. "একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  5. "গাইবান্ধা-৩ আসনে নির্বাচন ২৭ জানুয়ারি"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  6. রিপোর্টার, স্টাফ। "ভোটকেন্দ্র ৪০১৯৯"। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৮ 
  7. "বাংলদেশে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩ 
  8. "যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট অগ্রহণযোগ্য: তথ্যমন্ত্রী"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩ 
  9. "নির্বাচন নিয়ে ইসির যত আয়োজন"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  10. ডটকম, মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর। "এক নজরে একাদশ সংসদ নির্বাচন"বিডিনিউজ টোয়েন্টিফোর। ১৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  11. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুঁটিনাটি"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  12. "এক নজরে একাদশ সংসদ নির্বাচন"রাইজিংবিডি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  13. ভেলে, ডয়েচে। "উদ্বেগ, উত্‍কণ্ঠায় বাংলাদেশে বিরোধী দলবিহীন নির্বাচন"ডিডব্লিউ বাংলা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  14. "৫ জানুয়ারি ছিল 'ব্যর্থ নির্বাচন'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  15. "সেই বিতর্কিত নির্বাচনের তিন বছর"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  16. "খালেদা জিয়ার পাঁচ বছরের জেল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  17. "'বিএনপি নির্বাচনে যাবে, তবে বর্তমান সরকারের অধীনে নয়'"ইউএনবি। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  18. ভেলে, ডয়েচে। "এত বেশি খেলা ভালো নয়, এরশাদকে বললেন কাদের সিদ্দিকী"ডিডব্লিউ। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  19. "যে ১১টি লক্ষ্য নিয়ে গঠিত হল জাতীয় ঐক্যফ্রন্ট"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  20. "ভোটের আগে মহাজোটে যুক্তফ্রন্ট"বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  21. "বিবৃতি দিয়ে জামায়াতের ভোট বর্জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  22. প্রতিবেদক, নিজস্ব। "ধানের শীষের প্রার্থী জামায়াত নেতাদের ভোট বর্জন"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  23. "'শুধু শুধু আমার কর্মীদের মার খাওয়াব?'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  24. "১৭ প্রার্থীর ভোট বর্জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  25. হক, তাবারুল; থেকে, দোহার-নবাবগঞ্জ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "অশ্রুনয়নে 'সরে দাঁড়ালেন' সালমা"বিডিনিউজ টোয়েন্টিফোর। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  26. "ভোটের লড়াইয়ে থাকছেন জামায়াত নেতারা"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  27. "জামায়াত থাকবে জানলে ঐক্যফ্রন্টে আসতাম না: ড. কামাল জাতীয়"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  28. "Election violence: UN human rights experts express concerns"Dhaka Tribune। ২০১৮-১২-২১। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২১ 
  29. "No end in sight to violence"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-২৭। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৮ 
  30. "Violence subsides as campaign ends"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-২৯। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৯ 
  31. "বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত নিহত ১৫ জন"BBC বাংলা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  32. "আগের রাতে ব্যালট বাক্স ভর্তি যা অন্য কোনো দেশে শোনেননি জাপানি রাষ্ট্রদূত"। thedailystar। নভেম্বর ১৪, ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  33. "অন্য কোনো দেশে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা শুনিনি: জাপানি রাষ্ট্রদূত"। সমকাল। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  34. "আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা আমিও শুনেছি : জাপানি রাষ্ট্রদূত"। এনটিভি। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  35. "'আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা অন্য কোনো দেশে শুনিনি'"। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  36. "আবারও বন্ধ থ্রিজি, ফোরজি সেবা"এনটিভি। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  37. "থ্রিজি-ফোরজি সেবা বন্ধ, ইন্টারনেটে ধীরগতি"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  38. "মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  39. https://www.anandabazar.com/bangladesh-news/bangladesh-election-2018-awami-league-wins-the-election-by-a-big-margin-dgtl-1.924076
  40. "ফলাফল প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  41. "শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালো ভারত-চীন"দেশ টিভি। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা