জাহিদ আহসান রাসেল

বাংলাদেশী রাজনীতিবিদ

মো: জাহিদ আহসান রাসেল (জন্ম: ১ জানুয়ারী, ১৯৭৮) বাংলাদেশের গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

মো: জাহিদ আহসান রাসেল
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০১৯ – ১১ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীবীরেন শিকদার
উত্তরসূরীনাজমুল হাসান পাপন (মন্ত্রী)
গাজীপুর-২ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৪ - ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীআহসানউল্লাহ মাস্টার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1978-01-01) ১ জানুয়ারি ১৯৭৮ (বয়স ৪৬)
গাজীপুর জেলা, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতাআহসানউল্লাহ মাস্টার

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

তিনি গাজীপুর মহানগরের টঙ্গী থানার অর্ন্তগত নোয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন। জাহিদ আহসান রাসেলের পৈতৃক বাড়ি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে। তার বাবা জনাব শহীদ আলহাজ্ব আহসানউল্লাহ মাস্টার এবং মাতা ফরিদা আহসান। ১ ফেব্রুয়ারি, ২০০২ সালে তিনি খাদিজা রাসেল-কে বিয়ে করেন। তিনি বিএসএস ডিগ্রিধারী, বর্তমানে লন্ডনে ঊলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স কোর্সে অধ্যায়নরত।[]

কর্মজীবন

সম্পাদনা

পেশার ব্যবসায়ী জাহিদ আহসান রাসেল রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। ২৯ ডিসেম্বর,২০০৮ তারিখের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে দ্বিতীয় বারের মত বাংলাদেশের ২য় সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৫ জানুয়ারি,২০১৪ তারিখের দশম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এক মেয়াদে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. গাজীপুর-২, মো: জাহিদ আহসান রাসেল। "Constituency 195_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৪ 
  2. "দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত"যমুনা টিভি। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৭ 
  3. "মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়"যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। ২০১৯-১০-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা