যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)
বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বতন্ত্র মন্ত্রণালয়।[২] এ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বেকারত্ব নিরসনে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করা এবং দেশের দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়ার উন্নয়নে ক্রীড়া সংস্থাসমূহকে সহোযোগীতা করা।
Yuba ō krīṛā mantraṇālaẏa | |
![]() বাংলাদেশ সরকারের সীল | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৫ জুলাই ১৯৮৪ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | সচিবালয়, ঢাকা[১] |
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী | |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | moysports.gov.bd |
অধিদপ্তর সম্পাদনা
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "List of Ministries and Divisions"। cabinet.gov.bd।
- ↑ "Ministry of Youth and Sports"। moysports.gov.bd।