যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)

বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বতন্ত্র মন্ত্রণালয়।[২] এ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বেকারত্ব নিরসনে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করা এবং দেশের দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়ার উন্নয়নে ক্রীড়া সংস্থাসমূহকে সহোযোগীতা করা।

Yuba ō krīṛā mantraṇālaẏa
বাংলাদেশ সরকারের সীল
সংস্থার রূপরেখা
গঠিত১৫ জুলাই ১৯৮৪
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরসচিবালয়, ঢাকা[১]
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
সংস্থা নির্বাহী
  • ড. মহিউদ্দিন আহমেদ,
    সচিব
ওয়েবসাইটmoysports.gov.bd

অধিদপ্তর সম্পাদনা

  1. যুব উন্নয়ন অধিদপ্তর
  2. জাতীয় ক্রীড়া পরিষদ
  3. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
  4. ক্রীড়া পরিদপ্তর
  5. বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন
  6. শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of Ministries and Divisions"cabinet.gov.bd 
  2. "Ministry of Youth and Sports"moysports.gov.bd 

বহিঃসংযোগ সম্পাদনা