গাজীপুর-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
গাজীপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাজীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৫ নং আসন।
গাজীপুর-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | গাজীপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদশূন্য |
সীমানা
সম্পাদনাগাজীপুর-২ আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ থেকে ৩৯ নং ওয়ার্ড ও ৪৩ থেকে ৫৭ নং মোট ৩৬টি ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০২০-এর দশকে নির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে জাহিদ আহসান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জাহিদ আহসান রাসেল | ১,০৪,৪৭৭ | |||
স্বতন্ত্র(ট্রাক) | কাজী আলিম উদ্দিন | ৮৪,১২৯ | |||
স্বতন্ত্র(ঈগল) | মোঃ সাইফুল ইসলাম | ৩,২৬২ |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জাহিদ আহসান রাসেল | ২,৬৪,৭১০ | ৬৪.৩ | ||
বিএনপি | হাসান উদ্দিন সরকার | ১,৩৯,২৭৮ | ৩৩.৮ | ||
ইসলামী আন্দোলন | কাজী মোঃ শওকত উল্লাহ | ৩,৮৪৯ | ০.৯ | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | নাজিম উদ্দিন আহমেদ | ১,২৮১ | ০.৩ | ||
কমিউনিস্ট পার্টি | জিয়াউল কবির | ১,০১৬ | ০.২ | ||
তরিকত ফেডারেশন | সৈয়দ আবু দাউদ মসনবি হায়দার | ৮৯৯ | ০.২ | ||
কেএসজেএল | শেখ মোঃ মাসুদুল আলম | ২৪৬ | ০.১ | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | নাসির উদ্দিন খান | ২২৫ | ০.১ | ||
বাসদ | আব্দুল কাইয়ুম | ১৮৯ | ০.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,২৫,৪৩২ | ৩০.৫ | |||
ভোটার উপস্থিতি | ৪,১১,৬৯৩ | ৭৮.১ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন আহসানউল্লাহ মাস্টার। আগস্টের উপ-নির্বাচনে তার ছেলে জাহিদ হোসেন রাসেল নির্বাচিত হয়।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আহসানউল্লাহ মাস্টার | ১,৫৯,১২৫ | ৪২.৭ | +৫.৭ | |
স্বতন্ত্র | এম এ মান্নান | ৮৭,৬৯১ | ২৩.৫ | প্র/না | |
বিএনপি | হাসান উদ্দিন সরকার | ৮৫,৭৮১ | ২৩.০ | -৭.৯ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | কাজী মাহমুদ হাসান | ৩৮,২০০ | ১০.২ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | মো: ওসমান আলী | ১,৩৫৫ | ০.৪ | প্র/না | |
গণফোরাম | রফিকুল ইসলাম | ২৮০ | ০.১ | ০.০ | |
কেএসজেএল | মো: মাসুদুল আলম | ২৬৯ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | শেখ আব্দুল মজিদ | ২৫০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭১,৪৩৪ | ১৯.২ | +১৮.৬ | ||
ভোটার উপস্থিতি | ৩,৭২,৯৫১ | ৬৯.০ | −৬.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আহসানউল্লাহ মাস্টার | ৯৪,৭৩২ | ৩৭.০ | ০.০ | ||
বিএনপি | এম এ মান্নান | ৭৯,১৬৮ | ৩০.৯ | -২৩.৫ | ||
জাতীয় পার্টি | হাসান উদ্দিন সরকার | ৭১,৫২৮ | ২৭.৯ | +২৪.৩ | ||
জামায়াতে ইসলামী | মো: আবুল হাশেম | ৫,৫৪৩ | ২.২ | +০.৫ | ||
ইসলামী ঐক্য জোট | নুর হোসেন নুরানি | ১,৩৪৩ | ০.৫ | প্র/না | ||
জাকের পার্টি | হাফিজ উদ্দিন সরকার | ১,১৭৫ | ০.৫ | -০.৮ | ||
স্বতন্ত্র | শাহাজুদ্দিন সরকার | ৬৯২ | ০.৩ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | ওসমান আলী | ৫৩৮ | ০.২ | -০.৭ | ||
স্বতন্ত্র | আবু বক্কর সিদ্দিক | ৩৭৮ | ০.১ | প্র/না | ||
বিকেএ | রমজান আলী | ২৯১ | ০.১ | -০.২ | ||
গণফোরাম | ছামছুন্নাহার ভুইয়া | ২৬৩ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ জনতা পার্টি | আবুল কালাম আজাদ চৌধুরী | ২৩০ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | সারু মিয়া | ৯১ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | আতাউর রহমান | ৮২ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | নাসির উদ্দিন সরকার | ৭১ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | লাইজ উদ্দিন মোল্লা | ৬২ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৫৬৪ | ০.৬ | −১৬.৮ | |||
ভোটার উপস্থিতি | ২,৫৬,১৮৭ | ৭৫.৯ | +১৪.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এম এ মান্নান | ৯৭,৫৯৭ | ৫৪.৪ | |||
আওয়ামী লীগ | একেএম মোজাম্মেল হক | ৬৬,৪১৮ | ৩৭.০ | |||
জাতীয় পার্টি | ফিরোজ খান | ৬,৪৪৪ | ৩.৬ | |||
জামায়াতে ইসলামী | আবু সাদেক মোঃ নাজিবুল্লাহ | ৩,০৯৮ | ১.৭ | |||
জাকের পার্টি | হাফিজ উদ্দিন সরকার | ২,৪০৪ | ১.৩ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | ওসমান আলী | ১,৬৭৫ | ০.৯ | |||
ওয়ার্কার্স পার্টি | নুরুল আনোয়ার | ৭৬৯ | ০.৪ | |||
জাসদ | আজমত আলী | ৫৮৩ | ০.৩ | |||
বিকেএ | শিহাব উদ্দিন | ৫৬৩ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,১৭৯ | ১৭.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,৭৯,৫৫১ | ৬১.৮ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গাজীপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;২০২৪ফলাফল
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;২০২৪মনোনয়ন
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে গাজীপুর-২