ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট

বাংলাদেশী রাজনৈতিক জোট
(ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে পুনর্নির্দেশিত)

ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট বাংলাদেশের একটি স্বল্পস্থায়ী রাজনৈতিক জোট। ২০০১ সালে[] গঠিত এই জোটটি ঐ বছরের সংসদ নির্বাচনে তিনটি প্রধান প্রতিদ্বন্দ্বী জোটের একটি ছিল। এর নেতৃত্বে ছিল জাতীয় পার্টি (এরশাদ)ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও তিনটি ছোট দল এই জোটের অন্তর্ভুক্ত ছিল।[]

আইএসএ-এর প্রতিষ্ঠাতা ফজলুল করিম ঘোষণা করেন যে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্টের উদ্দেশ্য ছিল একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করা। এই ঐক্যের অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে ছিল বাংলাদেশকে আটটি স্বায়ত্তশাসিত প্রদেশের ফেডারেশনে রূপান্তর করা এবং নারীদের প্রধানমন্ত্রী হওয়া থেকে নিষিদ্ধ করা।[]

জাতীয় পার্টি (এরশাদ) দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮১টি আসনে প্রার্থী দিয়েছিল, যার ফলে অবশিষ্ট ১৯টি আসনে জুনিয়র সহযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করে। ফ্রন্ট ১৪টি আসনে জয়লাভ করে।[] এটি ৭.২৫% ভোট পেয়েছিল, এবং সেই অনুযায়ী তারা মহিলাদের জন্য সংরক্ষিত ৪৫ আসনের মধ্যে ৩ বরাদ্দ পায়।

২০০১ সালের নির্বাচনের পর ফ্রন্ট ভেঙ্গে যায়, কারণ রাজনৈতিক বিজ্ঞানী আলী রিয়াজের মতে, “জোটের বিজয়ী ১৪টি আসনের সবকটিই ছিল জেপি প্রার্থীদের যারা সংসদে তাদের দলীয় সম্পৃক্ততা কে অগ্রাধিকার দিয়েছিল”

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Riaz, Ali; Ali Ar Raji, Khandakar (২০১১)। "Who are the Islamists?"Riaz, Ali; Fair, C. ChristinePolitical Islam and Governance in Bangladesh। Routledge। পৃষ্ঠা 56–57। আইএসবিএন 978-0-415-57673-4 
  2. Datta, Sreeradha (২০০৪)। Bangladesh, a fragile democracy। Delhi: Shipra। পৃষ্ঠা 47আইএসবিএন 978-81-7541-165-4In 2001 the key contest was between three principal players, namely, the four-party alliance led by the BNP ... , [the] Awami League, and the five party Islamic Jatiya Oikya Front, IJOF (led by Ershad faction of the Jatiya Party, it consisted of the Islamic Constitution Movement (ICM), JAGPA, PNP and the Muslim League) ... the IJOF came out with a common platform ... 
  3. Ahmed, N.; Ahmad, Sheikh Z. (সেপ্টেম্বর ২০০৩)। "The parliamentary elections in Bangladesh, October 2001"Electoral Studies22 (3): 504–505। ডিওআই:10.1016/S0261-3794(03)00007-6The JP (Ershad) nominated candidates in 281 constituencies, with the other constituencies allotted to its Islamic latiya Oikkya Front (IJOF) partners ... the Islamic Jatiya Oikkya Front (IJOF), led by Hossain Mohammad Ershad, a former President and chairman of JP (Ershad), pledged, among other things, to transform Bangladesh into a federal country of eight provinces, with each province enjoying autonomous status; and, secondly, to bar women from leading any future government 
  4. Habib, Haroon (১৩ অক্টোবর ২০০১)। "The return of Khaleda Zia"Frontline। খণ্ড 18 নং 21। ২১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০০৯