গাজীপুর সিটি কর্পোরেশন
গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যাঞ্চলের গাজীপুর জেলায় অবস্থিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি পৌর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। [১]
গাজীপুর সিটি কর্পোরেশন | |
---|---|
ধরন | |
ধরন | |
মেয়াদসীমা | ৫ বছর |
ইতিহাস | |
শুরু | ১৩ জানুয়ারি ২০১৩ |
নতুন অধিবেশন শুরু | ১২ সেপ্টেম্বর ২০২৩ |
নেতৃত্ব | |
মো: সাবিরুল ইসলাম (ঢাকা বিভাগীয় কমিশনার) | |
এ এস এম সফিউল আজম | |
নির্বাচন | |
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান | |
সর্বশেষ নির্বাচন | ২০২৩ |
পরবর্তী নির্বাচন | ২০২৮ |
সভাস্থল | |
নগর ভবন, গাজীপুর | |
ওয়েবসাইট | |
www |
ইতিহাস ও আত্মপ্রকাশ
সম্পাদনাগাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।[২] ৭ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় টঙ্গী ও গাজীপুর পৌর এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন হয়। এর প্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হয়।[৩]
রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত গাজীপুর জেলাকে ২০১০ সালের ১৬ মার্চ বিশেষ শ্রেণীর জেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সালে ৩২ দশমিক ৩৬ বর্গ কিলোমিটার আয়তনের টঙ্গী পৌরসভা গঠন করা হয়। অপরদিকে গাজীপুর পৌরসভার আয়তন ৪৮ দশমিক ৫০ বর্গ কিলোমিটার। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই দুই পৌরসভা এবং গাজীপুর ক্যান্টনমেন্টের ১৮৮৮ দশমিক ৩৮ একর এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠন করা হল।[৪]
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি সমর্থিত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম. এ. মান্নান।
ভৌগোলিক সীমানা
সম্পাদনাগাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার।[৫]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগাজীপুর সিটি করপোরেশনের উত্তরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন, দক্ষিণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন, পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার প্রহল্বাদপুর ইউনিয়ন এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এবং সাভার উপজেলার শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়ন অবস্থিত।[৪]
জনসংখ্যা
সম্পাদনাগাজীপুর সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় ৬৫ লাখ।[৫]
পরিকাঠামো ও অন্যান্য উপাত্ত
সম্পাদনা৫৭ টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশের সিটি কর্পোরেশন"। bdchakri.com। ২০২০-১১-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩০।
- ↑ ক খ "Gazipur City Corporation: At a Glance"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন: গাজীপুর জেলা সাংগঠনিক কাঠামো"। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ "দৈনিক ইত্তেফাক- সিটি কর্পোরেশন হলো গাজীপুর: নিকারের বৈঠকে প্রস্তাব অনুমোদন"। ৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ দশ নতুন থানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে - দৈনিক যুগান্তর (১৭ মার্চ, ২০১৫)
পাদটীকা
সম্পাদনা