গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র বা গাজীপুর মেয়র বা গসিক মেয়র হলেন বাংলাদেশের গাজীপুর বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। গাজীপুর মহানগর পরিচালনের জন্য প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশনের কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র
দায়িত্ব
মো: সাবিরুল ইসলাম (ঢাকা বিভাগীয় কমিশনার)

১৯ আগস্ট ২০২৪ থেকে
গাজীপুর সিটি কর্পোরেশন
সম্বোধনরীতিমাননীয় মেয়র
আসননগর ভবন
নিয়োগকর্তাবাংলাদেশের প্রধানমন্ত্রী
মেয়াদকাল৫ বছর
সর্বপ্রথমএম. এ. মান্নান
গঠন১৬ জানুয়ারি ২০১৩; ১১ বছর আগে (2013-01-16)
ওয়েবসাইটwww.gcc.gov.bd

মেয়রদের তালিকা

সম্পাদনা
রাজনৈতিক দল
স্থিতি
  ভারপ্রাপ্ত মেয়র
প্রতিকৃতি নাম
(জন্ম-মৃত্যু)
নির্বাচন তারিখ মেয়াদ দল সূত্র
এম এ মান্নান (১৯৫০–২০২২) ২০১৩ ৬ জুলাই ২০১৩ ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১ বছর, ২২০ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আসাদুর রহমান কিরন (ভারপ্রাপ্ত) - ১ মার্চ ২০১৫ ১ জুন ২০১৭ ২ বছর, ৯২ দিন বাংলাদেশ আওয়ামী লীগ
এম এ মান্নান (১৯৫০–২০২২) - ১ জুন ২০১৭ ৬ জুলাই ২০১৭ ৩৫ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আসাদুর রহমান কিরণ (ভারপ্রাপ্ত ) - ৭ জুলাই ২০১৭ ১৭ জুলাই ২০১৮ ১ বছর, ১০ দিন বাংলাদেশ আওয়ামী লীগ
জাহাঙ্গীর আলম ২০১৮ ২৭ জুলাই ২০১৮ ২৫ নভেম্বর ২০২১ ৩ বছর, ১২১ দিন বাংলাদেশ আওয়ামী লীগ
আসাদুর রহমান কিরণ (ভারপ্রাপ্ত ) - ২৬ নভেম্বর ২০২১ ১০ সেপ্টেম্বর ২০২৩ ২ বছর, ২৬৯ দিন বাংলাদেশ আওয়ামী লীগ []
জায়েদা খাতুন ২০২৩ ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৯ আগস্ট ২০২৪ স্বতন্ত্র []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ"সমকাল। ২৫ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৩ 
  2. "গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫