মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া

বাংলাদেশী রাজনীতিবিদ

মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (জন্ম: ২৮ জুলাই ১৯৪৫) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৪৯ নং (কুমিল্লা-১) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য।[১] তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন।[২] ১৯৭১ সালের ২৬শে মার্চ রাতেই অর্থাৎ যুদ্ধ শুরুর ২৪ ঘণ্টার মধ্যে, তার নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং অন্যান্য বাঙালি সামরিক বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাবাহিনীর ৫৩ ব্রিগেডকে অ্যামবুশ করে। চট্টগ্রামের কুমিরা নামক স্থানে হওয়া এই যুদ্ধে একজন কর্নেলসহ অন্তত ১৫২জন পাকিস্তানি সেনা নিহত হয়। [৩]

মাননীয় সংসদ সদস্য
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া
পূর্বসূরীস্বয়ং
১০ম জাতীয় সংসদে ২৪৯ নং (কুমিল্লা-১) আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৭ জানুয়ারি ২০২৪
সংখ্যাগরিষ্ঠবাংলাদেশ আওয়ামী লীগ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1945-07-28) ২৮ জুলাই ১৯৪৫ (বয়স ৭৮)
ব্রিটিশ ভারত কুমিল্লা
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতি
জীবিকাসামরিক কর্মকর্তা
ধর্মইসলাম

প্রাথমিক জীবন সম্পাদনা

মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ১৯৪৫ সালের ২৮ জুলাই তৎকালীন বৃটিশ ভারতের কুমিল্লায় জন্মগ্রহণ করেন।[৪] তার পিতার নাম আবদুল হালিম ভূঁইয়া এবং মাতা কারিমুন্নেছা।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২২৭। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. আলীম, সারতাজ (২০২১)। "১"। ১৯৭১ : ফ্রন্টলাইনের সেরা অপারেশন। বাংলাদেশ: তাম্রলিপি। পৃষ্ঠা ১৩–১৭। আইএসবিএন 978-984-8072-79-0|আর্কাইভের-ইউআরএল= এর |আর্কাইভের-তারিখ= প্রয়োজন (সাহায্য) তারিখে মূল|আর্কাইভের-ইউআরএল= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য) থেকে আর্কাইভ করা। 
  4. "Constituency 249_10th_Bn"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা