আছলাম হোসেন সওদাগর
আছলাম হোসেন সওদাগর একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি কুড়িগ্রাম-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।[১]
আছলাম হোসেন সওদাগর | |
---|---|
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ জানুয়ারি ২০১৯ | |
পূর্বসূরী | এ কে এম মোস্তাফিজুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নাগেশ্বরী, কুড়িগ্রাম জেলা | ৪ মার্চ ১৯৬৬
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পেশা | রাজনীতিবিদ |
প্রারম্ভিক জীবনসম্পাদনা
আছলাম হোসেন সওদাগর ১৯৬৬ সালের ৪ মার্চ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম সওদাগর ও মাতার নাম হনুফা বেগম। শিক্ষাজীবনে তিনি বিএ পাশ করেন।
রাজনৈতিক জীবনসম্পাদনা
আছলাম হোসেন সওদাগর নাগেশ্বরী উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[২] আছলাম হোসেন সওদাগর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিএনপির সাইফুর রহমান রানাকে পরাজিত করে কুড়িগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩][৪][৫]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "পূর্বতন পরিষদ চেয়ারম্যানগণ"। উপজেলা তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "একাদশ সংসদ নির্বাচন"। সমকাল। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "আছলাম হোসেন সওদাগর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]