যশোর-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
যশোর-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি যশোর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৮৮নং আসন।
যশোর-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | যশোর জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← যশোর-৩ যশোর-৫ → |
সীমানা
সম্পাদনাযশোর-৪ আসনটি যশোর জেলার বসুন্দিয়া ইউনিয়নসহ বাঘারপাড়া উপজেলা ও অভয়নগর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রণজিত কুমার রায় | ৭৭,৩৬২ | ৬৮.৩ | +১৭.৬ | |
স্বতন্ত্র | শেখ আব্দুল ওয়াহাব | ৩৫,৮৬০ | ৩১.৭ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৫০২ | ৩৬.৭ | +৩৪.০ | ||
ভোটার উপস্থিতি | ১,১৩,২২২ | ৩৩.৪ | −৫৭.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রণজিত কুমার রায় | ১,০২,৯৫৮ | ৫০.৭ | +৮.২ | ||
বিএনপি | টি এস আইয়ুব | ৯৭,৫২০ | ৪৮.০ | -৪.৭ | ||
স্বতন্ত্র | এম নাজিম উদ্দিন আল আজাদ | ২,৩০৪ | ১.১ | প্র/না | ||
প্রগদ | আড. মোঃ ইসহাক | ২৬৫ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | কাজী আলী হায়দার | ২২০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৪৩৮ | ২.৭ | −৭.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,০৩,২৬৭ | ৯১.২ | +৫.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এম এম আমীন উদ্দিন | ১,২৬,৫৪০ | ৫২.৭ | +২৯.৮ | ||
আওয়ামী লীগ | শাহ হাদিউজ্জামান | ১,০১,৯৯৪ | ৪২.৫ | +৬.২ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | অধ্যক্ষ নাজমুল হুদা | ১০,৩৮১ | ৪.৩ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | বৈকুণ্ঠ বিহারী রায় | ৮০০ | ০.৩ | -০.৩ | ||
স্বতন্ত্র | মোঃ আলমগীর হোসাইন | ১৭৯ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | এ কে এম ইসহাক | ১৪১ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৫৪৬ | ১০.২ | −২.৯ | |||
ভোটার উপস্থিতি | ২,৪০,০৩৫ | ৮৬.২ | +২.২ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শাহ হাদিউজ্জামান | ৬৯,১৯৪ | ৩৬.৩ | +২.০ | |
জাতীয় পার্টি | এম এম আমীন উদ্দিন | ৪৪,২৬৩ | ২৩.২ | +৬.৫ | |
বিএনপি | এম নাজিম উদ্দিন আল আজাদ | ৪৩,৬১১ | ২২.৯ | +০.১ | |
জামায়াতে ইসলামী | আব্দুল আজিজ | ২৫,১১২ | ১৩.২ | +৯.১ | |
ইসলামী ঐক্য জোট | অধ্যক্ষ নাজমুল হুদা | ৫,৫৬১ | ২.৯ | +০.৭ | |
জাকের পার্টি | মুন্সী আব্দুর রাজ্জাক | ১,৩৬৬ | ০.৭ | -১.৭ | |
ওয়ার্কার্স পার্টি | মোঃ জাকির হোসাইন হবি | ১,০৬৪ | ০.৬ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ এম এ সালাম | ৩৯৪ | ০.২ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৯৩১ | ১৩.১ | +১.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৯০,৫৬৫ | ৮৪.০ | +১৩.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শাহ হাদিউজ্জামান | ৫৫,০০৮ | ৩৪.৩ | |||
বিএনপি | নজরুল ইসলাম | ৩৬,৫৯০ | ২২.৮ | |||
জাতীয় পার্টি | এম এম আমীন উদ্দিন | ২৬,৮৩২ | ১৬.৭ | |||
জামায়াতে ইসলামী | আব্দুল আজিজ | ২৫,৬৯৮ | ১৬ | |||
স্বতন্ত্র | এম নাজিম উদ্দিন আল আজাদ | ৬,৫২৪ | ৪.১ | |||
জাকের পার্টি | নুর মোহাম্মদ | ৩,৭৯৭ | ২.৪ | |||
ইসলামী ঐক্য জোট | অধ্যক্ষ নাজমুল হুদা | ৩,৫৭৯ | ২.২ | |||
ইউসিএল | জাকির হোসাইন | ৭৫৪ | ০.৫ | |||
বাংলাদেশ হিন্দু লীগ | শঙ্কর চক্রবর্তী | ৫৭৩ | ০.৪ | |||
জাতীয় বিপ্লবী ফ্রন্ট | মিজানুর রহমান | ৪৭৭ | ০.৩ | |||
জাসদ (রব) | মোশাররফ হোসাইন | ৪৬২ | ০.৩ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | এম কাইয়ুম | ৩০১ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৪১৮ | ১১.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,৬০,৫৯৮ | ৭০.৩ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যশোর-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Jessore-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে যশোর-৪