বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ হচ্ছে বাংলাদেশের একটি কমিউনিস্ট পার্টি।
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ | |
---|---|
সংক্ষেপে | ইউসিএলবি |
নেতা | মোশাররফ হোসেন নাননু |
বিভক্তি | বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠন) |
ছাত্র শাখা | বিপ্লবী ছাত্র মৈত্রী |
মতাদর্শ | সাম্যবাদ মার্কসবাদ–লেনিনবাদ |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
গঠনের ইতিহাসসম্পাদনা
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠন)-এর সমন্বয়ে ঢাকায় গঠিত হয়। মোশাররফ হোসেন নাননু হচ্ছেন দলের সাধারণ সম্পাদক; এছাড়াও আব্দুস সাত্তার, আজিজুর রহমান, রণজিৎ চট্টোপাধ্যায় ও আফসার আলী দলের সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। উদ্বোধনী সম্মেলনে ১৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়। এই দলটি বাম গণতান্ত্রিক ফ্রন্টের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে।[১]
গণসংগঠনসম্পাদনা
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের একটি গণসংগঠন হলো বিপ্লবী ছাত্র মৈত্রী।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ New Age. 2 left parties merged আর্কাইভইজে আর্কাইভকৃত ২০১৩-০৭-১৩ তারিখে