বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
বাংলাদেশে প্রধানত দ্বিদলীয় শাসনব্যবস্থা বিরাজমান। অর্থাৎ দুই দলের বাইরে অন্য কোনো দলের নামে নির্বাচনে জয়লাভ কারো পক্ষে অত্যন্ত কঠিন। এখানে প্রধান দুই দল পালাক্রমে দেশ শাসন করে থাকে।
নিবন্ধিত রাজনৈতিক দল
নির্বাচন কমিশন অনুসারে একটি দল নিবন্ধিত হিসেবে স্বীকৃত হয় যদি এটি নিচে তালিকাভুক্ত দুটি শর্ত পূরণ করে:[১]
- একটি দলকে আগের দুটি সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক সহ অন্তত একটি আসন নিশ্চিত করতে হবে।
- যে সব আসনে তাদের প্রার্থীরা পূর্বোক্ত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ নিশ্চিত করা।
- একটি কার্যকরী কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে হবে, যে কোনো নামে এটিকে একটি কেন্দ্রীয় কমিটির নামে ডাকা যেতে পারে, কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় অফিস এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে এবং প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকতে হবে।
দল ও জোটসমূহ
রাজনৈতিক জোটসমূহ
অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহ
- গণসংহতি আন্দোলন
- বাংলাদেশ ফ্রিডম পার্টি
- শ্রমিক কৃষক সমাজবাদী দল
- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর)
- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
- বাংলাদেশের সাম্যবাদী দল (সাঈদ)
- জাতীয় পার্টি (কাজী জাফর)
- ন্যাপ ভাসানী
- ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি
- বাংলাদেশ লেবার পার্টি
- নেজামে ইসলাম পার্টি
- বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ
- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ
- বাংলাদেশ সনাতন পার্টি
- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি
আঞ্চলিক দলসমূহ
- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এন এম লারমা)
- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)
টীকা
- ↑ এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি। ২০২০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
- ↑ এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ২০১৮ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
- ↑ এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। ২০২১ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
- ↑ এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল বাংলাদেশ ফ্রিডম পার্টি। ২০১০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
দল ও প্রতিক
তথ্যসূত্র
- ↑ "রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ "Bangladesh Election Commission"। www.ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৪।
- ↑ ক খ "রাজনৈতিক দলের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ইসির নিবন্ধন পেল হুদার 'তৃণমূল বিএনপি'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৮।
- ↑ ক খ ঢাকা, সামছুর রহমান। "নতুন নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লবের নেতৃত্বে কারা"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৬।
- ↑ "নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ"। bdnews24.com। ২১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩।
- ↑ ক খ "চূড়ান্ত নিবন্ধন পেল রাজনৈতিক দল বিএনএম ও বিএসপি"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১।
- ↑ "কোন রাজনৈতিক দলের নিবন্ধন নম্বর কত?"। Bangla Tribune। ২০২৩-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৮।