বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (বড়ুয়া)

বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল। এই দলটি বাম গণতান্ত্রিক ফ্রন্ট, এগারো দল এবং মহাজোটের অংশ। এই দলের নির্বাচনী প্রতীক চাকা[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৯৫ সালে সাম্যবাদী দলের ষষ্ঠ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের সপ্তম কংগ্রেস ঢাকার মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয় ২৯ মার্চ- ১ এপ্রিল ২০০৫ তারিখে। সেই কংগ্রেসেও দিলীপ বড়ুয়া পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।২০০৯ সালের আওয়ামী লীগের মন্ত্রী সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া মন্ত্রী হন মন্ত্রী হওয়ার পর দল থেকে বহিস্কার করা হয় দিলীপ বড়ুয়া কে। বিএনপির ২০ দলীয় জোটে অংশগ্রহণ করে দলটি। বতর্মানে বাংলাদেশের সাম‍্যবাদী দলের সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম ।

বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী)
নেতাদিলীপ বড়ুয়া
প্রতিষ্ঠাতাসুখেন্দু দস্তিদার
প্রতিষ্ঠা১৯৬৭
বিভক্তিবাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী)
সদর দপ্তর২৭/১১/১, তোপখানা রোড, ঢাকা[]
ভাবাদর্শমার্কসবাদ-লেনিনবাদ
নির্বাচনী প্রতীক
নির্বাচনী প্রতীক
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

কমিউনিস্ট পার্টিতে ভাঙন দেখা দেয়। ১৯৬৭ সালে ১-৩ অক্টোবর ১ম কংগ্রেসে মার্কসবাদ, লেনিনবাদ, মাও সেতুং এর চিন্তাধারাকে আদর্শিক ভিত্তি হিসাবে গ্রহণ করে কমরেড সুখেন্দু দস্তিদার, কমরেড মোহাম্মদ তোয়াহার নেতৃত্বে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এম-এল) প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ সনে সুখেন্দু দস্তিদার কর্তৃক পার্টির নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) থেকে বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) রাখা হয়।

১৯৭৬ সালে আলাউদ্দিন আহম্মদের নেতৃত্বাধীন অংশ সাম্যবাদী দলে যোগ দেয়। ১৯৭৭ সনে সাম্যবাদী দল দুই ভাগে বিভক্ত হয়। সুখেন্দু দস্তিদারমোহাম্মদ তোয়াহার নেতৃত্বে একটি অংশ সংগঠিত হয়। অন্য অংশের নেতৃত্ব দিতে থাকেন আবদুল হক, শরদিন্দু দস্তিদার, অজয় ভট্টাচার্য এবং হেমন্ত সরকার। ১৯৭৮ সালে আবদুল হকের দল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) নামটি গ্রহণ করে।

১৯৮৫ সালে তোয়াহা গ্রুপ এবং আলী আব্বাস ও দিলীপ বড়ুয়া গ্রুপ ঐক্যবদ্ধ হয়। দিলীপ বড়ুয়া ২০০৮ সালে আওয়ামী লীগের সাথে জোটে শামিল হয়ে মন্ত্রী পরিষদে ঠাঁই নেন। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার দিলীপ বড়ুয়া কে বহিস্কার করা হয়। পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে দেওেয়া হয় সাইদ আহমেদ কে তার নেতৃত্বে বিএনপির ২০ দলীয় জোটে যোগদান করে দলটি। কংগ্রেসের মধ্যে দিয়ে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম।

ইতিহাস

সম্পাদনা
 
বাংলাদেশের সাম্যবাদী দলের পোস্টার

পুরোনো সাম্যবাদী পিকিংপন্থী দলের অনেক নেতাই ১৯৯৫ সালের আগেই পরলোক গমন করেন; তাঁদের মধ্যে নগেন সরকার, সুখেন্দু দস্তিদার, দেবেন শিকদার, মোহাম্মদ তোয়াহা, আলী আব্বাস, আবদুল হক প্রমুখ।

১৯৮৫ সালে তোয়াহা গ্রুপ এবং আলী আব্বাস ও দিলীপ বড়ুয়া গ্রুপ ঐক্যবদ্ধ হয়। দিলীপ বড়ুয়া ২০০৮ সালে আওয়ামী লীগের সাথে জোটে শামিল হয়ে মন্ত্রী পরিষদে ঠাই নেন।[] পুঁজিবাদী সামন্তবাদী সমাজব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা নির্মাণের লক্ষ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী হিসেবে ২০০৯-১৩ সালে দায়িত্ব পালন করেন। দিলীপ বড়ুয়া দলের সিদ্ধান্ত অমান্য করে শেখ হাসিনার মন্ত্রী সভায় অংশগ্রহণ করায় দল থেকে তাকে বহিস্কার করা হয়। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদ আহমেদ এর নেতৃত্বে বিএনপির ২০ দলীয় জোটে যোগদান করে বাংলাদেশের সাম‍্যবাদী দল। কংগ্রেসের মধ্যে দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম। বিএনপি ২০ দলীয় জোট ভেঙ্গে যাওয়ার পর ডাক্তার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে বতর্মানে বিএনপির জাতীয়তাবাদী সমমনা জোটের অংশীদার। শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে ব‍্যাপক ভূমিকা রাখে দলটি

বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর রয়েছে বিভিন্ন সহযোগী সংগঠন। “বাংলাদেশ ছাত্র আন্দোলন” হচ্ছে তাদের ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনটি ডাকসু নির্বাচনসহ ছাত্রদের অধিকার আদায়ে রাজপথে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ ছাত্র আন্দোলন এর সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়কারী ইউনুস সিকদার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৪ 
  2. হক, মনজুরুল (ফেব্রুয়ারি ২০১৮)। "প্রথম অধ্যায়"। পূর্ব বাংলার সাত দশকের কমিউনিস্ট রাজনীতি (১ সংস্করণ)। ঢাকা: ঐতিহ্য। পৃষ্ঠা ১১৬। আইএসবিএন 978-9847764187 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: checksum (সাহায্য)