মহাজোট (বাংলাদেশ)
বাংলাদেশের একটি রাজনৈতিক জোট
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) এবং আরও ৮টি দল মিলে মোট ১৮টি রাজনৈতিক দলের জোটকে মহাজোট বলা হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি নির্বাচনের আগে মহাজোট থেকে বেরিয়ে আসে এবং স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করে।
মহাজোট ১৪ দলীয় জোট | |
---|---|
নেতা | শেখ হাসিনা |
সদর দপ্তর | ঢাকা, বাংলাদেশ |
মতাদর্শ | বাঙালি জাতীয়তাবাদ, সামাজিক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক উদারনীতি, গণতান্ত্রিক সমাজতন্ত্র |
আন্তর্জাতিক অধিভুক্তি | না |
নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮সম্পাদনা
মোট আসন: ৩০০
মহাজোট: ২৬৩
চারদলীয় জোট: ৩৩
নির্দদলীয় এবং অন্যান্য: ৪
দশম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪সম্পাদনা
মোট আসন: ৩০০
মহাজোট: ২৮০
নির্দদলীয় এবং অন্যান্য: ২০