বাংলাদেশ কংগ্রেস
বাংলাদেশী রাজনৈতিক দল।
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০১৯) |
বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশের একটি রাজনৈতিক দল, যেটি ৪ঠা মার্চ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে; ২০১৯ সালে ডাব প্রতীকে নিবন্ধন পায়।[১]
বাংলাদেশ কংগ্রেস | |
---|---|
প্রেসিডেন্ট | এ্যাড. কাজী রেজাউল হোসেন |
মহাসচিব | এ্যাড. ইয়ারুল ইসলাম |
প্রতিষ্ঠা | ৪ মার্চ ২০১৩ |
সদর দপ্তর | ১২ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা, বাংলাদেশ ১০০০। |
সংবাদপত্র | মাসিক বুলেটিন |
ছাত্র শাখা | বাংলাদেশ ছাত্র কংগ্রেস |
যুব শাখা | বাংলাদেশ যুব কংগ্রেস |
মহিলা শাখা | বাংলাদেশ মহিলা কংগ্রেস |
কৃষক শাখা | বাংলাদেশ কৃষক কংগ্রেস |
শ্রমিক শাখা | বাংলাদেশ শ্রমিক কংগ্রেস |
আইনজীবী শাখা | বাংলাদেশ আইনজীবী কংগ্রেস |
আইনজীবী শাখা | বাংলাদেশ আইনজীবী কংগ্রেস |
ভাবাদর্শ | মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা, মানবতা, পরমতসহিষ্ণুতা, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা |
আন্তর্জাতিক অধিভুক্তি | না |
স্লোগান | কংগ্রেসের মূলনীতি; সুস্থ ধারার রাজনীতি। |
জাতীয় সংসদ এর আসন | ০ / ৩০০
|
নির্বাচনী প্রতীক | |
![]() | |
ওয়েবসাইট | |
bangladeshcongress | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
ইতিহাসসম্পাদনা
বিগত ২০১৩ সালে জামায়াত ও বিএনপি সহিংসতার সময়ে বাংলাদেশ সুপ্রিমকোর্ট এক দল আইনজীবী নিয়ে বাংলাদেশ কংগ্রেস নামক দলটি প্রতিষ্ঠা করে। কংগ্রেস শব্দের অর্থ মহাসভা, সম্মেলন। দলের চেয়ারম্যান হলেন এ্যাড. কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম।
মূলনীতিসম্পাদনা
- মুক্তিযুদ্ধের চেতনা
- দেশপ্রেম
- সততা
- মানবতা
- পরমতসহিষ্ণুতা
- গণতন্ত্র এবং
- ধর্মীয় স্বাধীনতা।
লক্ষ্য ও উদ্দেশ্যসম্পাদনা
সাংগঠনিক কাঠামোসম্পাদনা
সহযোগী সংগঠনসম্পাদনা
নির্বাচনসম্পাদনা
সম্প্রতি বগুড়া-৬ উপনির্বাচনে অংশ গ্রহণ করে।
সমালোচনাসম্পাদনা
আরো দেখুনসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "'বাংলাদেশ কংগ্রেস' নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ"। কালের কন্ঠ। ৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৯।