ঢাকা-১৮
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে ১৯১ তম আসন। এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ০১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা-১৮ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
← ঢাকা-১৭ ঢাকা-১৯ → |
সীমানা
সম্পাদনাঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১,১৭,৪৩, ৪৪,৪৫,৪৬,৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৩ ও ৫৪ নিয়ে গঠিত।[২]
ইতিহাস
সম্পাদনা২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। ২০০৮ সালে পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় ৭টি নতুন আসন যোগ করা হয়, যার ফলে রাজধানীতে আসন সংখ্যা ১৩টি থেকে বৃদ্ধি পেয়ে ২০টি-তে দাঁড়ায়।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | মোহাম্মদ আনোয়ার জঙ্গ তালুকদার | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৯৭৯ | চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সীমানা পরিবর্তন | |||
২০০৮ | সাহারা খাতুন | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
১২ নভেঃ ২০২০ উপ-নির্বাচন | মোহাম্মদ হাবিব হাসান | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০২৪ | খসরু চৌধুরী | স্বতন্ত্র |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৪
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সাহারা খাতুন | ১,৬০,৮২০ | ৯৬.২ | +৩২.৫ | |
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট | আতিকুর রহমান নাজিম | ৬,৪১৭ | ৩.৮ | – | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৫৪,৪০৩ | ৯২.৩ | +৬৩.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৭,২৩৭ | ৩৩.৪ | −৪২.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০৮
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সাহারা খাতুন | ২,১৩,৩৩২ | ৬৩.৭ | – | |
বিএনপি | আজিজুল বারী হেলাল | ১,১৬,৭৮৬ | ৩৪.৯ | – | |
ইসলামী আন্দোলন | মোঃ ফরিদ উদ্দিন দেওয়ান | ১,৮৮৩ | ০.৬ | – | |
জাসদ (রব) | মোঃ লিয়াকত হোসাইন মিয়াহ | ৮৩৭ | ০.৩ | – | |
স্বতন্ত্র | আবু আমাম্মদ জহিরুল আমীন খান | ৬৫৬ | ০.২ | – | |
বাংলাদেশ কল্যাণ পার্টি | এসকে. শহীদুজ্জামান | ৩৮৫ | ০.১ | – | |
গণফোরাম | আমীন আহমেদ আফসারী | ৩১৯ | ০.১ | – | |
তরিকত ফেডারেশন | এ. এইচ. মোস্তোফা ফামাল | ২৭২ | ০.১ | – | |
বিকেএ | মোঃ শহীদুল্লা কাজী | ২১৯ | ০.১ | – | |
গণফ্রন্ট | মোঃ আমান উল্লাহ সিকদার | ১০৫ | ০.০ | – | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৬,৫৪৬ | ২৮.৮ | – | ||
ভোটার উপস্থিতি | ৩,৩৪,৭৯৪ | ৭৫.৭ | – | ||
আওয়ামী লীগ জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-১৮ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "Dhaka-18"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ঢাকা-১৮