বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা ২০০১

(২০০১ বাংলাদেশ আদমশুমারি থেকে পুনর্নির্দেশিত)

আদমশুমারি ও গৃহগণনা ২০০১ বাংলাদেশে অনুষ্ঠিত ৪র্থ জনশুমারি, যা ২০০১ সালের ২৩ থেকে ২৭ জানুয়ারি বাংলাদেশের সকল জেলা, উপজেলা, শহর ও গ্রামাঞ্চলে একযোগে পরিচালিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। এর পূর্বে ১৯৯১ সালে জনশুমারি পরিচালিত হয়েছিল। জনশুমারির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০০১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৩,০৫,২২,৫৯৮ জন,[] যার মধ্যে গগনাকৃত জনসংখ্যা হল ১২,৪৩,৫৫,২৬৩ জন, অর্থাৎ মোট জনসংখ্যার ৪.৯৮% গণনার আওতায় আনা যায়নি যার মধ্যে ৪.৫৪% গ্রামাঞ্চলে, ৫.৮১% পৌর সভা এলাকায়, ৩.৭৩% অন্যান্য শহর এলাকায় ও ৭.৬৭% এসএমএ সমূহে যেগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়।

আদমশুমারি ও গৃহগণনা ২০০১

← ১৯৯১ ২৩ — ২৭ মার্চ ২০০১ ২০১১ →

সাধারণ তথ্য
দেশবাংলাদেশ
ফলাফল
মোট জনসংখ্যা১৩,০৫,২২,৫৯৮ (বৃদ্ধি ১.৫%)
বাংলাদেশের আদমশুমারি ২০০১
পুরুষবয়সনারী
৫,৯৪,০৬৭ 
৮০+
৫,২০,২৭৯ 
৩,৬৯,৫১১ 
৭৫-৭৯
২,৭১,৭৩৭ 
৯,৪০,৩৪৫ 
৭০-৭৪
৭,২২,৭৬২ 
৮,১৭,৯০৪ 
৬৫-৬৯
৬,৪৩,৫০২ 
১৫,৪৬,০৪১ 
৬০-৬৪
১৩,০৩,০৬৬ 
১৩,২২,৫০২ 
৫৫-৫৯
১০,৬৫,৩২৩ 
২১,৮৯,৪৬৯ 
৫০-৫৪
১৮,১৫,৬০৩ 
২৬,১৭,৯০৮ 
৪৫-৪৯
২০,৫৭,৮৩৪ 
৩৪,৪৩,৩৮৫ 
৪০-৪৪
২৮,১৭,৬৪৩ 
৪২,৩৪,৬৫৩ 
৩৫-৩৯
৩৬,৫৫,৮৮৯ 
৪৩,৪১,৯৭৪ 
৩০-৩৪
৪২,৯৯,৭৪৫ 
৪৯,৫৮,৩২৫ 
২৫-২৯
৬০,২৩,৬৮৯ 
৪৯,১৭,৮৮০ 
২০-২৪
৬২,১৭,৪৭৫ 
৬৩,৩১,৯০৩ 
১৫-১৯
৫৭,৪৪,৫৭৭ 
৮৩,৮৯,৪৩৫ 
১০-১৪
৭৪,৮২,৯৪৪ 
৮৭,৪৯,৫১৫ 
৫-৯
৭৯,৪৬,৮৫০ 
৮৩,২৬,৬৯১ 
০-৪
৭৬,৭৪,৮৩৭ 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "আদমশুমারি"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮