ঢাকা-১৯

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ঢাকা-১৯ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯২নং আসন।

ঢাকা-১৯
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার৭,৪৭,৩০১ (২০১৮)[১]
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদএনামুর রহমান

সীমানা সম্পাদনা

ঢাকা-১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, বনগাঁও ইউনিয়ন এবং সাভার ইউনিয়ন নিয়ে গঠিত।[২]

ইতিহাস সম্পাদনা

২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। ২০০৮ সালে পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় ৭টি নতুন আসন যোগ করা হয়েছিল, যার ফলে রাজধানীতে আসন সংখ্যা ১৩ থেকে বৃদ্ধি পেয়ে ২০টি-তে দাড়িয়েছিল। পূর্বে বিদ্যমান ঢাকা-১২ থেকে এই নতুন নির্বাচনী এলাকা গড়ে উঠে।

২০১৪ বাংলাদেশের সাধারণ নির্বাচনের পূর্বে, নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা হ্রাস করে। পূর্বে সাভার উপজেলার আরেকটি ইউনিয়ন পরিষদ, কন্দিয়া এই সীমানার অন্তর্ভুক্ত ছিল।[৩][৪]

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৭৩ আতাউর রহমান খান বাংলাদেশ জাতীয় লীগ
১৯৭৯ মোহাম্মদ হাবিবউল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সীমানা পরিবর্তন
২০০৮ তালুকদার মোহাম্মদ তৌহীদ জং মুরাদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ এনামুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০১৪ সম্পাদনা

২০১৪ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিরোধীদলীয় নেতারা নির্বাচনের বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার ফলে এনামুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।[৫]

২০০৮ সম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০০৮: ঢাকা-১৯[৬]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তালুকদার মোহাম্মদ তৌহীদ জং মুরাদ ২,৮২,৪৯২ ৬১.৯
বিএনপি দেওয়ান মোঃ সালাউদ্দিন ১,৭০,৭১৯ ৩৭.৪
ইসলামী আন্দোলন হাজী ইব্রাহীম ২,১৬০ ০.৫
কমিউনিস্ট পার্টি লিনা চক্রবর্তী ৬৫১ ০.১
কেএসজেএল মোঃ আবু ইউসুফ খান ৫৬৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১,১১,৭৭৩ ২৪.৫
ভোটার উপস্থিতি ৪,৫৬,৫৯১ ৭৫.৮
আওয়ামী লীগ জয়ী (নতুন আসন)

তথ্যসূত্র সম্পাদনা

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "সংসদের ৫০ আসনে সীমানা পরিবর্তন"বাংলাদেশ প্রতিদিন। ৪ জুলাই ২০১৩। ৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮ 
  4. "৫৩ আসন পুনর্নির্ধারণ"প্রথম আলো। ৪ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা