ধামসোনা ইউনিয়ন

ঢাকা জেলার সাভার উপজেলার একটি ইউনিয়ন

ধামসোনা ইউনিয়ন ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার অধীন আশুলিয়া থানার একটি ইউনিয়ন। ইউনিয়নটির আয়তন ৩২.৭৭ বর্গ কিলোমিটার। বলিভদ্র বাজার এলাকায় (ধামসোনা ইউনিয়নের একটি এলাকা) ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।[১]

ধামসোনা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলাসাভার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমুহাম্মদ সাইফুল ইসলাম
আয়তন
 • মোট৩২.৭৭ বর্গকিমি (১২.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,৮২৪
 • জনঘনত্ব৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তনসম্পাদনা

অত্র ইউনিয়নের মোট আয়তন ৮০৯৮ একর বা ৩২.৭৭ বর্গ কি.মি.[২]

লোকসংখ্যাসম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৩,০৮,০২৪ জন।[২]

ভোটার সংখ্যাসম্পাদনা

২০১৫ সালের ভোটার তালিকা অনুযায়ী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১,৮৬,৯৮৩ জন।[২] তন্মধ্যে,

  • পুরুষ ভোটার  ৯৪,৪৯০ জন
  • মহিলা ভোটার- ৯২,৪৯৩ জন।

যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা

ইউনিয়নের মোট রাস্তার দৈর্ঘ্য ১১২ কি.মি.[২]

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

  • প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানঃ- ১০৪ টি (কেজি সহ)  
  • মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানঃ  ২৫ টি                
  • উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানঃ ৮টি        
  • বিশ্ববিদ্যালয়- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

ধর্মীয় উপাসনালয়সম্পাদনা

  • মসজিদ ও মাদ্রাসা - ১৫৫টি,
  • মন্দির -১৪ টি,
  • বৌদ্ধ মন্দির-১টি,

বিবিধ প্রতিষ্ঠানসম্পাদনা

  • ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (DEPZ)।
  • ইউনিয়ন পরিষদের মেম্বারওয়ার্ড নং :০৭ (2016-2021)
  • পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান একটি।
  • জাতীয় ক্যাডেট কোর প্রশিক্ষণ একাডেমী একটি।
  • বাংলাদেশ বিমান পোল্টি ফার্ম।
  • ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১

প্রশাসনিক কাঠামোসম্পাদনা

অত্র ইউনিয়ন ১৪টি মৌজা ও গ্রামের সমন্বয়ে গঠিত।[২] গ্রামসমূহ হলো:

শ্রীপুর, ভাদাইল, গাজীরচট, পবনারটেক, ডেন্ডাবর, নলাম, এনায়েতপুর, নলাম বাগবাড়ী, পলাশবাড়ী, বাঁশবাড়ী, কাইচাবাড়ী, মধুপুর, বড়টেক, ছনটেকি, কন্ডা, উনাইল, গোপালবাড়ী, মাইঝাইল, পাইছাইল, ধামসোনা, দেবদশা, সুবন্দী, তালটেকি, মোল্লারটেক, নতুন নগর, মোজারমিল।

গ্রাম সমূহসম্পাদনা

ওয়ার্ড নং - ০১সম্পাদনা

১.মাইঝাইল,

২.পাইছাইল

ওয়ার্ড নং - ০২সম্পাদনা

১. উনাইল

২. গোপালবাড়ী

ওয়ার্ড নং - ০৩সম্পাদনা

১. ধামসোনা

ওয়ার্ড নং - ০৪সম্পাদনা

১. সুবন্দী

২. বায়নবাড়ী

৩. কালারটেক,

৪. তালটেকি

৫. নতুন নগর

ওয়ার্ড নং - ০৫সম্পাদনা

১. কন্ডা,

২. ছনটেকি

৩. নয়াটেক

৪. মধুপুর,

৫. বিজয় নগর

৬. ফারুক নগর

৭. পেয়দারটেক

৮. বড়টেক

৯. নতুন নগর

ওয়ার্ড নং - ০৬সম্পাদনা

৩৯. উত্তর নাল্লাপোল্লা

৪০. দক্ষিণ নাল্লাপোল্লা

৪১. কলেশ্বরী

৪২. ব্রাক্ষন কলেশ্বরী

ওয়ার্ড নং - ০৭সম্পাদনা

  • বাইপাইল গাজিরচট-১৩৪৯
  • আশুলিয়া থানা, বাইপাইল ডিইপিজেড-১৩৪৯
  • দক্ষিণ গাজীরচট লালপাহাড় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ।
  • উত্তর গাজীরচট, আমবাগান।
  • উত্তর গাজীরচট, ভূঁইয়া পাড়া।
  • হক মার্কেট, দক্ষিণ গাজীরচট। মৌসুমি মার্কেট, দক্ষিণ গাজীরচট।

৪৩.*ইউনিয়ন পরিষদের মেম্বারওয়ার্ড নং :০৭ (2016-2021)উদ্ধৃতি ত্রুটি: শুরুর <ref> ট্যাগটি সঠিক নয় বা ভুল নামে রয়েছে

ওয়ার্ড নং - ০৮সম্পাদনা

৪৯.পলাশবাড়ী

৫০. উত্তর ডেন্ডাবর

৫১. কাইচাবাড়ী

৫২. ডেন্ডাবর

৫৩. পল্লীবিদ্যুৎ

৫৪.পলাশবাড়ী হিন্দু পাড়া (নতুনপাড়া)

৫৫. বাতানটেক

৫৬. বটতলা

৫৭. বিলাসপুর

ওয়ার্ড নং - ০৯সম্পাদনা

৫৫. ডগরতলী

৫৬. নলাম

৫৭. গোরাপির মাজার

৫৮. বাশঁবাড়ী

৫৯. সুকুন্দি

হাটবাজারসম্পাদনা

ইউনিয়নে

ছোট বাজার আছে ৮৭ টি ১টি বড়ো আরদ  হাটবাজার রয়েছে। 

বাইপাইল

বিশিষ্ট ব্যক্তিত্বসম্পাদনা

অত্র ইউনিয়নে মোট ১৩৫জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে।

বিশিষ্ট বেক্তিবর্গের মধ্যে নলাম গ্রামের হাজী জান মুহাম্মদ উল্লেখযোগ্য। ইতিহাস ও ঐতিহ্যর নলাম গ্রামের পূর্বপুরুষ হাজী জান মুহাম্মদ ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছেন।


তথ্যসূত্র

  1. Help for Disability and Distress (HDD) কর্তৃক প্রকাশিত বই: সাভার ডিরেক্টরি (সাভার উপজেলার তথ্য সংবলিত বই); প্রকাশকাল: ডিসেম্বর, ২০১২ ইং
  2. "ধামসোনা ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা