সাভার পৌরসভা
সাভার পৌরসভা ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল যা রাজধানী ঢাকার সবচেয়ে কাছের পৌরসভা হিসেবে বিবেচিত। ১৯৯২ সালে সাভার পৌরসভা গঠিত হয়। এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা।[২]
সাভার পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা |
জেলা | ঢাকা |
উপজেলা | সাভার |
প্রতিষ্ঠাকাল | ১৯৯২ |
আসন | ঢাকা-১৯ |
সরকার | |
• পৌর মেয়র | হাজী মো: আব্দুল গণি [১] (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৪.০৮ বর্গকিমি (৫.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৫০,০০০[১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৩৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
প্রশাসনিক এলাকাসম্পাদনা
পৌরসভা কার্যালয়ের অবস্থান | ১ নং আনন্দপুর, সাভার, ঢাকা |
আয়তন | ১৪.০৮ বর্গ কি.মি. |
ওয়ার্ড | ৯ টি |
মহল্লা | ৫৫ টি |
মৌজা | ৪৪ টি |
পৌরসভার সীমানাসম্পাদনা
উত্তরে - ঘোড়াদিয়া, মল্লিরটেক, টেউটি, বনপুকুর
দক্ষিণে - কর্ণপাড়া, ব্যাংক টাউন
পূর্বে - ধরেন্ডা মৌজা, বনগাঁও ইউনিয়ন
পশ্চিমে - বংশী ও ধলেশ্বরী নদী[২]