ঢাকা-৫

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ঢাকা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৭৮নং আসন।

ঢাকা-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৪,৯০,৮০৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৫১,৫৩৯
  • নারী ভোটার: ২,৩৯,২৬৩
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা এটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮,৪৯,৫০,৬০,৬১,৬২,৬৩,৬৪,৬৫,৬৬,৬৭,৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ শাহ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ এম হামিদুল্লাহ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ এ.কে.এম. রহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ মোহাম্মদ সিরাজ উদ্দিন আহমেদ []
১৯৯১ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সেপ্টেম্বর ১৯৯১ উপ-নির্বাচন মোহাম্মদ কামরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬
জুন ১৯৯৬ এ.কে.এম. রহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ মোহাম্মদ কামরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সীমানা পরিবর্তন
২০০৮ হাবিবুর রহমান মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪
২০১৮
১৭ অক্টোবর ২০২০ উপ-নির্বাচন কাজী মনিরুল ইসলাম মনু বাংলাদেশ আওয়ামী লীগ
৭ জানুয়ারি ২০২৪ মশিউর রহমান মোল্লা সজল স্বতন্ত্র

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-৫[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ হাবিবুর রহমান মোল্লা ১,০৮,০৩৮ ৯৫.০ +৪১.১
তরিকত ফেডারেশন আরজু শাহ সায়েদাবাদী ২,৪৪২ ২.১ +২.০
জাতীয় পার্টি মনির হোসেন কমল ১,৭৪৮ ১.৫ -২.৬
ন্যাপ মোঃ আব্দুর রশিদ ১,৪৩৯ ১.৩ +০.৮
সংখ্যাগরিষ্ঠতা ১,০৫,৫৯৬ ৯২.৯ +৭৪.১
ভোটার উপস্থিতি ১,১৩,৬৬৯ ২৭.৭ −৫০.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-৫[][১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ হাবিবুর রহমান মোল্লা ১,৫৩,১৪৪ ৫৩.৯ +১১.৩
বিএনপি সালাহ উদ্দিন আহমেদ ৯৯,৮৯৫ ৩৫.২ -১৮.৮
জাতীয় পার্টি সৈয়দ আবু হোসেন ১৭,২৪৬ ৬.১ প্র/না
ইসলামী আন্দোলন এটিএম হেমায়েত উদ্দিন ৯,২৪৭ ৩.৩ প্র/না
ন্যাপ মোঃ আব্দুর রশিদ ১,৩৬৪ ০.৫ প্র/না
জাকের পার্টি আবু বক্কর সিদ্দিক খান ১,২২৭ ০.৪ প্র/না
প্রগদ খালেকুজ্জামান চৌধুরী ৪৪৪ ০.২ প্র/না
তরিকত ফেডারেশন মোঃ সানোয়ার হোসেন ৩১২ ০.১ প্র/না
বাসদ জুলফিকার আলী ২০১ ০.১ প্র/না
বিকেএ আবুল হোসেন ১৭৮ ০.১ ০.০
স্বতন্ত্র মাজেদুর রহমান খান ১৫৭ ০.১ প্র/না
জাসদ (রব) ওয়ালিউল্লাহ পাটোয়ারী ১১৩ ০.০ প্র/না
কেএসজেএল নাজমা আক্তার ১০৫ ০.০ প্র/না
গণতান্ত্রিক পার্টি মিনহাজ উদ্দিন আহমেদ ৯৩ ০.০ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি জমির আহমেদ ৭৫ ০.০ প্র/না
গণফোরাম মোঃ জাফর আলী ৬৮ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৩,২৪৯ ১৮.৮ +৭.৪
ভোটার উপস্থিতি ২,৮৩,৮৬৯ ৭৮.৫ +১৬.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-৫[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোঃ কামরুল ইসলাম ২,১১,৪৪০ ৫৪.০ +১৪.৮
আওয়ামী লীগ একেএম রহমত উল্লাহ ১,৬৬,৮৩২ ৪২.৬ -৪.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আলফাজ উদ্দিন ১১,৫৫৮ ৩.০ প্র/না
জাসদ আমির আলী মতুব্বর ৫৭৯ ০.১ ০.০
বিকেএ মিজানুর রহমান যুক্তিবাদী ৪২৪ ০.১ ০.০
স্বতন্ত্র এসএম আমজাদ আলী ২৫৩ ০.১ প্র/না
স্বতন্ত্র রিজওয়ানুল ইসলাম ৯২ ০.০ প্র/না
কেএসজেএল লস্কর কেরামত আলী ৮৯ ০.০ প্র/না
স্বতন্ত্র মোঃ শাহাদাত হোসেন ৫৭ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৪,৬০৮ ১১.৪ +৩.১
ভোটার উপস্থিতি ৩,৯১,৩২৪ ৬১.৮ −৬.৬
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-৫[১১]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ একেএম রহমত উল্লাহ ১,৩২,৪৪৩ ৪৭.৫
বিএনপি মোঃ কামরুল ইসলাম ১,০৯,৩৭০ ৩৯.২
জাতীয় পার্টি কাজী গোলাম দস্তগীর ২৪,৫৫৭ ৮.৮
জামায়াতে ইসলামী মোঃ আশরাফুল হক ৭,৩৬৬ ২.৬
জাকের পার্টি মোমিন উদ্দিন সরদার ১,৫৮৯ ০.৬
ইসলামী ঐক্য জোট মোজির উদ্দিন আহমেদ ১,৪৩১ ০.৫
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি আনিসুজ্জামান খোকন ৬৬৫ ০.২
গণফোরাম জামিল চৌধুরী ৫০৬ ০.২
জাসদ আবুল হোসেন ২৫৭ ০.১
বিকেএ মিজানুর রহমান যুক্তিবাদী ১৯৯ ০.১
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) আনিসুজ্জামান ভূইয়া ১২৮ ০.১
জাসদ (রব) লিয়াকত হোসেন ৯৯ ০.০
স্বতন্ত্র আজিজুর রহমান ৮১ ০.০
স্বতন্ত্র জহিরুল হক ৮১ ০.০
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) হান্নান হোসাইন চৌধুরী ৬৭ ০.০
ফ্রিডম পার্টি ফকরুল আহসান রানা ৫৬ ০.০
জনতা দল মিনা রহমান ৪৪ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২৩,০৭৩ ৮.৩
ভোটার উপস্থিতি ২,৭৮,৯৩৯ ৬৮.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৭,[১২] ঢাকা-৫, ঢাকা-৯,[১৩] ফেনী-১চট্টগ্রাম-৮[১৪] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এরফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১৫] ১৯৯১ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বিএনপির মোঃ কামরুল ইসলাম নির্বাচিত হন।[১৬]

সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-৫[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ৭১,২৬৬ ৫১.৫
আওয়ামী লীগ সাহারা খাতুন ৪৫,৮১১ ৩৩.১
স্বতন্ত্র মোহাম্মদ সিরাজ উদ্দিন আহমেদ ১০,৭২৫ ৭.৭
জাতীয় পার্টি গোলাম কাদির ৩,৯৪৭ ২.৯
জাকের পার্টি কাইসার হামিদ ২,৮২৭ ২.০
বাংলাদেশ জনতা পার্টি সাইদুল ইসলাম মন্টু ১,৯২০ ১.৪
বিকেএ মিজানুর রহমান যুক্তিবাদী ৮২১ ০.৬
স্বতন্ত্র মোজাম্মেল হক ৪৩৬ ০.৩
জাসদ (রব) আতাউল করিম ফারুক ২০২ ০.১
জনতা মুক্তি দল সামসুর রহমান ১৬৮ ০.১
স্বতন্ত্র জি এম এল কবির ১০৪ ০.১
বাংলাদেশ রিপাবলিকান পার্টি সিরাজুল হক ৮০ ০.১
বাংলাদেশ জাতীয় তাঁতি দল মোঃ ইয়াকুব ৪৯ ০.০
স্বতন্ত্র মোঃ আবুল হাসান ২৯ ০.০
জনশক্তি পার্টি আব্দুল্লাহ আল নাসের ২৬ ০.০
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) এ এইচ এম আমজাদ হোসেন ২০ ০.০
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল আফজালুদ্দিন চৌধুরী ১৪ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২৫,৪৫৫ ১৮.৪
ভোটার উপস্থিতি ১,৩৮,৪৪৫ ৪৭.৭
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঢাকা-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Dhaka-5"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Electoral Area Result Statistics: Dhaka-5"আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  13. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  14. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  15. "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"বাংলাদেশ সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  16. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2 

বহিঃসংযোগ

সম্পাদনা