ঢাকা-৬
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ঢাকা-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৯নং আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
ঢাকা-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← ঢাকা-৫ ঢাকা-৭ → |
সীমানা
সম্পাদনাঢাকা-৬ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতয়ালীর একাংশ ও বংশালের একাংশ। সীমানাঃ পূর্বে- গেন্ডারিয়া, পশ্চিমে- সিদ্দিক বাজার, উত্তরে- ফুলবাড়িয়া ও দক্ষিণে- নাজিরাবাজার।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | কোরবান আলী | বাংলাদেশ আওয়ামী লীগ[৩] | |
১৯৭৯ | একিউএম বদরুদ্দোজা চৌধুরী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪] | |
সীমানা পরিবর্তন | |||
১৯৮৬ | আবদুর রহিম | জাতীয় পার্টি[৫][৬] | |
১৯৮৮ | জাতীয় পার্টি | ||
১৯৯১ | মির্জা আব্বাস | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
জুন ১৯৯৬ | সাবের হোসেন চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০১ | মির্জা আব্বাস | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সীমানা পরিবর্তন | |||
২০০৮ | মিজানুর রহমান খান দীপু | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | কাজী ফিরোজ রশীদ | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | জাতীয় পার্টি (এরশাদ) | ||
২০২৪ | আলহাজ্ব সাঈদ খোকন | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-৬[৭] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | কাজী ফিরোজ রশীদ | ৪৫,৩৯১ | ৮৪.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | সাইদুর রহমান শহিদ | ৭,২৫৯ | ১৩.৫ | প্র/না | ||
আওয়ামী লীগ | মোঃ আখতার হোসেন | ১,১১১ | ২.১ | -৫৪.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮,১৩২ | ৭০.৯ | +৫৩.৯ | |||
ভোটার উপস্থিতি | ৫৩,৭৬১ | ২১.৭ | -৬০.৩ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-৬[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মিজানুর রহমান খান দিপু | ১,০৩,৭৩৭ | ৫৬.৩ | +১৪.৯ | ||
বিএনপি | সাদেক হোসেন খোকা | ৭২,৪৫৬ | ৩৯.৩ | -১৬.১ | ||
বিকল্পধারা | একিউএম বদরুদ্দোজা চৌধুরী | ৫,২১৫ | ২.৮ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | মনোয়ার খান | ২,১৮৫ | ১.২ | প্র/না | ||
কেএসজেএল | শমশের আলী তালুকদার | ৩৮১ | ০.২ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | এম. আহসান আতিক | ২৩৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,২৮১ | ১৭.০ | +৩.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৪,২১০ | ৮২.০ | +২১.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-৬[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | মির্জা আব্বাস | ১,৫৬,৩৫৮ | ৫৫.৪ | +১৪.১ | ||
আওয়ামী লীগ | সাবের হোসেন চৌধুরী | ১,১৬,৯৭৬ | ৪১.৪ | -৩.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো. খালেকুজ্জামান চৌধুরী | ৭,০৫২ | ২.৫ | প্র/না | ||
বিকেএ | মুহাম্মদ জাফরুল্লাহ খান | ৪৩৬ | ০.২ | +০.১ | ||
গণফোরাম | জুলেখা হক | ২১৯ | ০.১ | -০.১ | ||
স্বতন্ত্র | মোহাম্মদ ইকবাল | ১৯১ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আনিসুল হক | ১৬৩ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | খন্দকার সাইফুল ইসলাম | ১২৪ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | লুৎফুল হায়দার হাবিব খান | ১১৫ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. শহীদ | ৮৪ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. জিন্নাত আলী | ৭৯ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. মজিবুর রহমান | ৭৬ | ০.০ | প্র/না | ||
জাসদ | মো. শাহজাহান সাজু | ৭৫ | ০.০ | প্র/না | ||
জাতীয় পার্টি | খন্দকার মাহতাব উদ্দিন | ৫৭ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | সালে মোহাম্মাদ | ৪৬ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. রেফাতুল্লাহ বকুল | ৪০ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. জাহাঙ্গীর আলম বাবু | ৩৯ | ০.০ | প্র/না | ||
বাকশাল | মো. জয়নাল আবেদীন | ৩৭ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | আবদুল লতিফ মামুন | ৩৫ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | এম. ইকবাল কবির | ৩৫ | ০.০ | প্র/না | ||
লিবারেল পার্টি | আফজালুল হক সিকদার | ৩৪ | ০.০ | প্র/না | ||
বিকেএসএমএ (সাদেক) | কৃষক মো. সাদেক | ৩৪ | ০.০ | প্র/না | ||
বাংলাদেশ পিপলস কংগ্রেস | এম এ লতিফ মজুমদার মো | ২৮ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | এম এ জব্বার | ২১ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,৩৮২ | ১৩.৯ | +১০.০ | |||
ভোটার উপস্থিতি | ২,৮২,৩৫৪ | ৬০.১ | -৬.৯ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-৬[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | সাবের হোসেন চৌধুরী | ১,০৪,৬৯৪ | ৪৫.৩ | +১৪.০ | ||
বিএনপি | মির্জা আব্বাস | ৯৫,৬৭৩ | ৪১.৩ | -১৩.৬ | ||
জাতীয় পার্টি | আবদুস সালাম | ১৮,৭৯৭ | ৮.১ | +৬.২ | ||
জামায়াতে ইসলামী | আহমেদুল্লাহ ভুইয়ান | ৬,৯৭৭ | ৩.০ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | আব্দুল আজিজ | ১,৫৮৪ | ০.৭ | প্র/না | ||
জাকের পার্টি | মো. নূরুল হক পনীর | ১,৪৫৩ | ০.৬ | প্র/না | ||
গণফোরাম | সাইফুদ্দীন আহমেদ মানিক | ৩৮৮ | ০.২ | প্র/না | ||
জাসদ (রব) | মো. জহুরুল হক | ৩১৯ | ০.১ | ০.০ | ||
ফ্রিডম পার্টি | সিরাজুল হক গোড়া | ২৫০ | ০.১ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | আবুল বাশার | ২৪২ | ০.১ | প্র/না | ||
বিকেএ | মুহাম্মদ জাফরুল্লাহ খান | ২৩২ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | তানভীর হায়দার | ১৩৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | এ বি এম হাবিবুর রহমান | ১৩২ | ০.১ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | সা. ইউ. মো. আবদুস সাত্তার | ১১২ | ০.১ | +০.১ | ||
গণতান্ত্রিক সর্বহারা পার্টি | শেখ মহিউদ্দিন আহমেদ | ৭০ | ০.০ | প্র/না | ||
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌওলা) | নুরুল আমিন সরকার | ৫১ | ০.০ | প্র/না | ||
সমৃদ্ধ বাংলাদেশ ব্যবসায়ী সম্প্রদায় | মিজান উদ্দিন আহমেদ চৌধুরী | ৪৮ | ০.০ | প্র/না | ||
ন্যাপ ভাসানী (মুস্তাক) | মো. সাইফুল ইসলাম | ৪২ | ০.০ | প্র/না | ||
ন্যাপ | মো. নূরুল আলম | ৩১ | ০.০ | প্র/না | ||
ইউপিপি | মোঃ মোফাজ্জল হোসেন কবির | ২৬ | ০.০ | প্র/না | ||
ন্যাপ (ভাসানী) | নজরুল ইসলাম | ২২ | ০.০ | প্র/না | ||
বিকেএসএমএ | কৃষক মো সাদিক | ২০ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | এ কে এম শাজাহান | ১৬ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,০২১ | ৩.৯ | -১৯.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,৩১,৩১৭ | ৬৭.০ | +১৬.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-৬[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | মির্জা আব্বাস | ৫৯,৮৫১ | ৫৪.৯ | |||
আওয়ামী লীগ | মোজাফফর হোসেন পল্টু | ৩৪,১০১ | ৩১.৩ | |||
জামায়াতে ইসলামী | আব্বাস আলী খান | ১০,১০৪ | ৯.৩ | |||
জাতীয় পার্টি | দেলোয়ার হোসেন খান | ২,০৪৬ | ১.৯ | |||
জাতীয় পার্টি | মো. নূরুল হক | ১,৬৫০ | ১.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | শাহ মো. মহসিন | ৪৫২ | ০.৪ | |||
ফ্রিডম পার্টি | মো. ফারুক | ১৯৪ | ০.২ | |||
জাসদ (রব) | মোশাররফ হোসেন | ১৩৯ | ০.১ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | এএফএম মাহবুবুল হক | ৯৯ | ০.১ | |||
জনতা মুক্তি পার্টি | গোলাম মঈনউদ্দিন গাউস | ৬৬ | ০.১ | |||
স্বতন্ত্র | সাজ্জান মুহাম্মদ | ৫২ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) | মো. জনাব জিন্নাত আলী | ৪২ | ০.০ | |||
জাতীয় যুক্ত ফ্রন্ট | আসাদুল কবির | ৩৪ | ০.০ | |||
জাসদ (সিরাজ) | আহসান হায়দার | ২৮ | ০.০ | |||
বাংলাদেশ ইনকিলাব পার্টি | গাজী রবিউল ইসলাম সাগর | ২৬ | ০.০ | |||
বাকশাল | হাশিম উদ্দিন হায়দার পাহাড়ী | ২৫ | ০.০ | |||
দূমপান ও মাদকদ্রব্য নিবারণকারী মানবসেবা সংস্থা | খন্দকার সুলামান আহমেদ কামাল | ২৩ | ০.০ | |||
স্বতন্ত্র | এ. এফ. রুহুল্লাহ হাসান | ২১ | ০.০ | |||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | এ বি এম গিয়াসউদ্দীন রাফায়েল | ১৯ | ০.০ | |||
স্বতন্ত্র | মাহবুবুর রহমান | ১৯ | ০.০ | |||
জাতীয় মুক্তি দল | নূর মোহাম্মদ খান | ১৮ | ০.০ | |||
বাংলাদেশ মানবতাবাদী দল | মো. শাহাব উদ্দিন পাটোয়ারী | ১৭ | ০.০ | |||
বাংলাদেশ পিপলস লীগ (গরিব এ নওয়াজ) | মোঃ শাজাহান ভূঁইয়া | ১৬ | ০.০ | |||
ইসলামী ফ্রন্ট | দেলাওয়ার হোসেন ভূঁইয়া | ১৫ | ০.০ | |||
জাতীয় জনতা পার্টি (আসাদ) | মো. আফজালুল হক আফজাল | ৯ | ০.০ | |||
স্বতন্ত্র | সাঈদ শরফাত হোসেন | ৮ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৭৫০ | ২৩.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৯,০৭৪ | ৫১.০ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Dhaka-6"। ১৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Dhaka-6"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ঢাকা-৬