ঢাকা-৬

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ঢাকা-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৯নং আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

ঢাকা-৬
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ২,৮১,৫১৫ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৪৭,৮০৭
  • নারী ভোটার: ১,৩৩,৭০৬
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলআওয়ামী লীগ
বর্তমান সাংসদসাঈদ খোকন

সীমানা সম্পাদনা

ঢাকা-৬ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতয়ালীর একাংশ ও বংশালের একাংশ। সীমানাঃ পূর্বে- গেন্ডারিয়া, পশ্চিমে- সিদ্দিক বাজার, উত্তরে- ফুলবাড়িয়া ও দক্ষিণে- নাজিরাবাজার।[২]

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৭৩ কোরবান আলী বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৭৯ একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪]
সীমানা পরিবর্তন
১৯৮৬ আবদুর রহিম জাতীয় পার্টি[৫][৬]
১৯৮৮ জাতীয় পার্টি
১৯৯১ মির্জা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ মির্জা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সীমানা পরিবর্তন
২০০৮ মিজানুর রহমান খান দীপু বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ জাতীয় পার্টি (এরশাদ)
২০২৪ আলহাজ্ব সাঈদ খোকন বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-৬[৭]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি কাজী ফিরোজ রশীদ ৪৫,৩৯১ ৮৪.৪ প্র/না
স্বতন্ত্র সাইদুর রহমান শহিদ ৭,২৫৯ ১৩.৫ প্র/না
আওয়ামী লীগ মোঃ আখতার হোসেন ১,১১১ ২.১ -৫৪.২
সংখ্যাগরিষ্ঠতা ৩৮,১৩২ ৭০.৯ +৫৩.৯
ভোটার উপস্থিতি ৫৩,৭৬১ ২১.৭ -৬০.৩
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-৬[৮][৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মিজানুর রহমান খান দিপু ১,০৩,৭৩৭ ৫৬.৩ +১৪.৯
বিএনপি সাদেক হোসেন খোকা ৭২,৪৫৬ ৩৯.৩ -১৬.১
বিকল্পধারা একিউএম বদরুদ্দোজা চৌধুরী ৫,২১৫ ২.৮ প্র/না
ইসলামী আন্দোলন মনোয়ার খান ২,১৮৫ ১.২ প্র/না
কেএসজেএল শমশের আলী তালুকদার ৩৮১ ০.২ প্র/না
তরিকত ফেডারেশন এম. আহসান আতিক ২৩৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩১,২৮১ ১৭.০ +৩.১
ভোটার উপস্থিতি ১,৮৪,২১০ ৮২.০ +২১.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-৬[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মির্জা আব্বাস ১,৫৬,৩৫৮ ৫৫.৪ +১৪.১
আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী ১,১৬,৯৭৬ ৪১.৪ -৩.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো. খালেকুজ্জামান চৌধুরী ৭,০৫২ ২.৫ প্র/না
বিকেএ মুহাম্মদ জাফরুল্লাহ খান ৪৩৬ ০.২ +০.১
গণফোরাম জুলেখা হক ২১৯ ০.১ -০.১
স্বতন্ত্র মোহাম্মদ ইকবাল ১৯১ ০.১ প্র/না
স্বতন্ত্র আনিসুল হক ১৬৩ ০.১ প্র/না
স্বতন্ত্র খন্দকার সাইফুল ইসলাম ১২৪ ০.০ প্র/না
স্বতন্ত্র লুৎফুল হায়দার হাবিব খান ১১৫ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. শহীদ ৮৪ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. জিন্নাত আলী ৭৯ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. মজিবুর রহমান ৭৬ ০.০ প্র/না
জাসদ মো. শাহজাহান সাজু ৭৫ ০.০ প্র/না
জাতীয় পার্টি খন্দকার মাহতাব উদ্দিন ৫৭ ০.০ প্র/না
স্বতন্ত্র সালে মোহাম্মাদ ৪৬ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. রেফাতুল্লাহ বকুল ৪০ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. জাহাঙ্গীর আলম বাবু ৩৯ ০.০ প্র/না
বাকশাল মো. জয়নাল আবেদীন ৩৭ ০.০ প্র/না
স্বতন্ত্র আবদুল লতিফ মামুন ৩৫ ০.০ প্র/না
স্বতন্ত্র এম. ইকবাল কবির ৩৫ ০.০ প্র/না
লিবারেল পার্টি আফজালুল হক সিকদার ৩৪ ০.০ প্র/না
বিকেএসএমএ (সাদেক) কৃষক মো. সাদেক ৩৪ ০.০ প্র/না
বাংলাদেশ পিপলস কংগ্রেস এম এ লতিফ মজুমদার মো ২৮ ০.০ প্র/না
স্বতন্ত্র এম এ জব্বার ২১ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৯,৩৮২ ১৩.৯ +১০.০
ভোটার উপস্থিতি ২,৮২,৩৫৪ ৬০.১ -৬.৯
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-৬[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী ১,০৪,৬৯৪ ৪৫.৩ +১৪.০
বিএনপি মির্জা আব্বাস ৯৫,৬৭৩ ৪১.৩ -১৩.৬
জাতীয় পার্টি আবদুস সালাম ১৮,৭৯৭ ৮.১ +৬.২
জামায়াতে ইসলামী আহমেদুল্লাহ ভুইয়ান ৬,৯৭৭ ৩.০ প্র/না
ইসলামী ঐক্য জোট আব্দুল আজিজ ১,৫৮৪ ০.৭ প্র/না
জাকের পার্টি মো. নূরুল হক পনীর ১,৪৫৩ ০.৬ প্র/না
গণফোরাম সাইফুদ্দীন আহমেদ মানিক ৩৮৮ ০.২ প্র/না
জাসদ (রব) মো. জহুরুল হক ৩১৯ ০.১ ০.০
ফ্রিডম পার্টি সিরাজুল হক গোড়া ২৫০ ০.১ প্র/না
ওয়ার্কার্স পার্টি আবুল বাশার ২৪২ ০.১ প্র/না
বিকেএ মুহাম্মদ জাফরুল্লাহ খান ২৩২ ০.১ প্র/না
স্বতন্ত্র তানভীর হায়দার ১৩৮ ০.১ প্র/না
স্বতন্ত্র এ বি এম হাবিবুর রহমান ১৩২ ০.১ প্র/না
ইসলামী ফ্রন্ট সা. ইউ. মো. আবদুস সাত্তার ১১২ ০.১ +০.১
গণতান্ত্রিক সর্বহারা পার্টি শেখ মহিউদ্দিন আহমেদ ৭০ ০.০ প্র/না
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌওলা) নুরুল আমিন সরকার ৫১ ০.০ প্র/না
সমৃদ্ধ বাংলাদেশ ব্যবসায়ী সম্প্রদায় মিজান উদ্দিন আহমেদ চৌধুরী ৪৮ ০.০ প্র/না
ন্যাপ ভাসানী (মুস্তাক) মো. সাইফুল ইসলাম ৪২ ০.০ প্র/না
ন্যাপ মো. নূরুল আলম ৩১ ০.০ প্র/না
ইউপিপি মোঃ মোফাজ্জল হোসেন কবির ২৬ ০.০ প্র/না
ন্যাপ (ভাসানী) নজরুল ইসলাম ২২ ০.০ প্র/না
বিকেএসএমএ কৃষক মো সাদিক ২০ ০.০ প্র/না
স্বতন্ত্র এ কে এম শাজাহান ১৬ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯,০২১ ৩.৯ -১৯.৭
ভোটার উপস্থিতি ২,৩১,৩১৭ ৬৭.০ +১৬.০
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-৬[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মির্জা আব্বাস ৫৯,৮৫১ ৫৪.৯
আওয়ামী লীগ মোজাফফর হোসেন পল্টু ৩৪,১০১ ৩১.৩
জামায়াতে ইসলামী আব্বাস আলী খান ১০,১০৪ ৯.৩
জাতীয় পার্টি দেলোয়ার হোসেন খান ২,০৪৬ ১.৯
জাতীয় পার্টি মো. নূরুল হক ১,৬৫০ ১.৫
বাংলাদেশ জনতা পার্টি শাহ মো. মহসিন ৪৫২ ০.৪
ফ্রিডম পার্টি মো. ফারুক ১৯৪ ০.২
জাসদ (রব) মোশাররফ হোসেন ১৩৯ ০.১
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) এএফএম মাহবুবুল হক ৯৯ ০.১
জনতা মুক্তি পার্টি গোলাম মঈনউদ্দিন গাউস ৬৬ ০.১
স্বতন্ত্র সাজ্জান মুহাম্মদ ৫২ ০.১
বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) মো. জনাব জিন্নাত আলী ৪২ ০.০
জাতীয় যুক্ত ফ্রন্ট আসাদুল কবির ৩৪ ০.০
জাসদ (সিরাজ) আহসান হায়দার ২৮ ০.০
বাংলাদেশ ইনকিলাব পার্টি গাজী রবিউল ইসলাম সাগর ২৬ ০.০
বাকশাল হাশিম উদ্দিন হায়দার পাহাড়ী ২৫ ০.০
দূমপান ও মাদকদ্রব্য নিবারণকারী মানবসেবা সংস্থা খন্দকার সুলামান আহমেদ কামাল ২৩ ০.০
স্বতন্ত্র এ. এফ. রুহুল্লাহ হাসান ২১ ০.০
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল এ বি এম গিয়াসউদ্দীন রাফায়েল ১৯ ০.০
স্বতন্ত্র মাহবুবুর রহমান ১৯ ০.০
জাতীয় মুক্তি দল নূর মোহাম্মদ খান ১৮ ০.০
বাংলাদেশ মানবতাবাদী দল মো. শাহাব উদ্দিন পাটোয়ারী ১৭ ০.০
বাংলাদেশ পিপলস লীগ (গরিব এ নওয়াজ) মোঃ শাজাহান ভূঁইয়া ১৬ ০.০
ইসলামী ফ্রন্ট দেলাওয়ার হোসেন ভূঁইয়া ১৫ ০.০
জাতীয় জনতা পার্টি (আসাদ) মো. আফজালুল হক আফজাল ০.০
স্বতন্ত্র সাঈদ শরফাত ​​হোসেন ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২৫,৭৫০ ২৩.৬
ভোটার উপস্থিতি ১,০৯,০৭৪ ৫১.০
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঢাকা-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Dhaka-6"। ১৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Dhaka-6"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা