মিজানুর রহমান খান দিপু
মিজানুর রহমান খান দিপু (৮ নভেম্বর, ১৯৬৪ - ২১ ডিসেম্বর ২০১৩) ছিলেন বাংলাদেশী একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
অ্যাডভোকেট মিজানুর রহমান খান দীপু | |
---|---|
জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ২১ ডিসেম্বর ২০১৩ | |
পূর্বসূরী | মির্জা আব্বাস |
উত্তরসূরী | কাজী ফিরোজ রশীদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | তনুগঞ্জ লেন, কুলুটোলা, ঢাকা | ৮ নভেম্বর ১৯৬৪
মৃত্যু | ২১ ডিসেম্বর ২০১৩ ঢাকা | (বয়স ৪৯)
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
সম্পাদনাদীপু ১৯৬৪ সালের ৮ নভেম্বর কুলুটোলার তনুগঞ্জ লেনে জন্মগ্রহণ করেন। তারা পিতা নজরুল ইসলাম খান ও মাতা হাসনা ইসলাম।[২]
কর্মজীবন
সম্পাদনাদিপু মূলত শিপিং ব্যবসায়ী ছিলেন, তবে ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। ফরাশগঞ্জ ও শেখ রাসেল ফুটবল স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[৩]
রাজনৈতিক জীবন
সম্পাদনামিজানুর রহমান খান দিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যু
সম্পাদনা২১ ডিসেম্বর ২০১৩ সালে রাতের দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Constituency 179_9th_Bn"। www.parliament.gov.bd। ২০২১-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৭।
- ↑ ক খ "ঢাকার সাংসদ দিপু আর নেই"। দৈনিক প্রথম আলো। ২১ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ঢাকার সাংসদ দিপুর মৃত্যু"। বিডিনিউজ২৪.কম। ২১ ডিসেম্বর ২০১৩। ১৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।