হাবিবুর রহমান মোল্লা
হাবিবুর রহমান মোল্লা (২৭ জানুয়ারি ১৯৪২-৬ মে ২০২০) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সংসদ সদস্য। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।[১]
হাবিবুর রহমান মোল্লা | |
---|---|
![]() | |
জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ৬ মে ২০২০ | |
পূর্বসূরী | মোহাম্মদ কামরুল ইসলাম |
উত্তরসূরী | কাজী মনিরুল ইসলাম মনু |
নির্বাচনী এলাকা | ঢাকা-৫ |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | সালাহ উদ্দিন আহমেদ |
উত্তরসূরী | সালাহ উদ্দিন আহমেদ |
নির্বাচনী এলাকা | ঢাকা-৪ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৭ জানুয়ারি ১৯৪২ |
মৃত্যু | ৬ মে ২০২০ স্কয়ার হাসপাতাল, ঢাকা | (বয়স ৭৮)
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
সম্পাদনাহাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত সামসুদ্দিন মোল্লা ও মাতা রোকেয়া বেগম। তিনি মেট্রিকুলেশন (বর্তমান মাধ্যমিক) পর্যন্ত লেখাপড়া করেছেন।
কর্মজীবন
সম্পাদনামোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২] ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন।[৩] ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫]
মৃত্যু
সম্পাদনাহাবিবুর রহমান মোল্লা ৬ মে ২০২০ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হাবিবুর রহমান মোল্লা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০১।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই"। জাগোনিউজ২৪.কম। ৬ মে ২০২০। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০।