চট্টগ্রাম-৮
চট্টগ্রাম-৮ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮৫নং আসন।
চট্টগ্রাম-৮ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাচট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং পাঁচলাইশ, ৪নং চান্দগাঁও, ৫নং মোহরা, ৬নং পূর্ব ষোলশহর ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন, শাকপুরা ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়ন, চরণদ্বীপ ইউনিয়ন, আমুচিয়া ইউনিয়ন ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মইন উদ্দীন খান বাদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-৮[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | নুরুল ইসলাম বি.এস.সি | ১,৪০,৪১১ | ৫৫.৬ | +১৫.২ | ||
বিএনপি | শামসুল আলম | ১,০৯,৪৮৪ | ৪৩.৪ | -১৩.৩ | ||
ইসলামী আন্দোলন | মোহাম্মদ রফিকুল আলম | ৬৮৫ | ০.৩ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মোহাম্মদ নুরুল ইসলাম জেহাদি | ৬৮০ | ০.৩ | -০.৩ | ||
বাসদ | মো. শফিউ উদ্দিন কবির | ৫৬৮ | ০.২ | প্র/না | ||
এনডিপি | তপন চক্রবর্তী | ৪৪৩ | ০.২ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | এনামুল হক | ১১৫ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,৯২৭ | ১২.৩ | -৪.১ | |||
ভোটার উপস্থিতি | ২,৫২,৩৮৬ | ৭৯.৮ | +১৩.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-৮[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | আমীর খসরু মাহমুদ চৌধুরী | ১,৮১,৫৮৪ | ৫৬.৭ | +৯.৬ | |
আওয়ামী লীগ | মো আফসারুল আমিন | ১,২৯,১৯৮ | ৪০.৪ | -২.৬ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো ওসমান খান | ৩,৯৮৩ | ১.২ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | এইচ. এম. মুজিবুল হক শুক্কুর | ২,০২৬ | ০.৬ | ০.০ | |
লিবারেল পার্টি | মো শহীদুল ইসলাম চৌধুরী | ৯৮৮ | ০.৩ | প্র/না | |
জাতীয় পার্টি | মো. আজাদ দোভাশ | ৯৩৯ | ০.৩ | প্র/না | |
গণফোরাম | জানে আলম | ৫১০ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | আবু তৈয়ব | ২৩১ | ০.১ | ০.০ | |
স্বতন্ত্র | বজল আহমাদ | ১৪৭ | ০.০ | -০.১ | |
বিকেএ | মুহাম্মদ আবদুর রাজ্জাক | ১৪৫ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | এ. বি. এম. শাহজাহান চৌধুরী | ১৩৬ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | মো. মাহবুবুল আলম | ৮৫ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | মোফাজ্জল হোসেন ভূঁইয়া | ৫৩ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | মো. কামাল উদ্দিন | ৫২ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫২,৩৮৬ | ১৬.৪ | +১২.৩ | ||
ভোটার উপস্থিতি | ৩,২০,০৭৭ | ৬৬.১ | -৪.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-৮[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | আমীর খসরু মাহমুদ চৌধুরী | ১,১৬,৫৪৭ | ৪৭.১ | ||
আওয়ামী লীগ | মো আফসারুল আমিন | ১,০৬,৩৪১ | ৪৩.০ | ||
জামায়াতে ইসলামী | মো আবু তাহের | ১৯,৮০৩ | ৮.০ | ||
ইসলামী ফ্রন্ট | এইচ. এম. মুজিবুল হক শুক্কুর | ১,৫৯৩ | ০.৬ | ||
ইসলামী ঐক্য জোট | জসিম উদ্দিন ফারুকী | ১,৪৫১ | ০.৬ | ||
বাংলাদেশ তফসির ফেডারেশন (সুধীর) | জানে আলম | ৬৮৮ | ০.৩ | ||
স্বতন্ত্র | আবু তৈয়ব | ৩৬৭ | ০.১ | ||
জাকের পার্টি | মুহাম্মদ আজিজুর রহমান | ২৪৪ | ০.১ | ||
স্বতন্ত্র | বজল আহমদ | ২৩৫ | ০.১ | ||
ন্যাপ (ভাসানী) | এ. কে. এম. গোলাম কবির | ১০৮ | ০.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,২০৬ | ৪.১ | |||
ভোটার উপস্থিতি | ২,৪৭,৩৭৭ | ৭০.৪ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৭,[১১] ঢাকা-৫[১২], ঢাকা-৯,[১৩] ফেনী-১ ও চট্টগ্রাম-৮। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১৪] ১৯৯১ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচিত হন।[১৫]
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-৮[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | খালেদা জিয়া | ৬৯,৪২২ | ৫২.১ | |||
আওয়ামী লীগ | ইসহাক মিয়া | ৪৪,১৫৪ | ৩৩.২ | |||
জামায়াতে ইসলামী | মো. আবু তাহের | ১৩,৪৬৬ | ১০.১ | |||
জাতীয় পার্টি | লিয়াকত | ৩,১৪১ | ২.৪ | |||
জাসদ | নুরউদ্দীন জহেদ | ১,৩৮৮ | ১.০ | |||
ইসলামী ঐক্য জোট | জসিম উদ্দিন ফারুকী | ৭৬৫ | ০.৬ | |||
জাকের পার্টি | সালিম উল্লাহ | ২৫১ | ০.২ | |||
স্বতন্ত্র | সিদ্দিকুল ইসলাম | ২১৫ | ০.২ | |||
জাসদ (রব) | মো. ইউসুফ আলী | ১৩৯ | ০.১ | |||
ন্যাপ (ভাসানী) | এ. কে. এম. গোলাম কবীর | ১৩৭ | ০.১ | |||
বাংলাদেশ ফ্রিডম পার্টি | নিজামুল আমিন | ৭০ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,২৬৮ | ১৯.০ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩৩,১৪৮ | ৫৬.০ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম-৮ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চট্টগ্রাম-৮
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |