ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি

বাংলাদেশের একটি রাজনৈতিক দল

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল।[][] কে এম আবু তাহের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) মহাসচিব।[]

জাতীয় গণতান্ত্রিক দল
চেয়ারম্যানকে এম আবু তাহের
মহাসচিবআবদুল্লাহ-আল-হারুন (সোহেল)
প্রতিষ্ঠাতাসালাউদ্দিন কাদের চৌধুরী
প্রতিষ্ঠা১০ সেপ্টেম্বর, ১৯৮৯
সদর দপ্তরঢাকা-১০০০
রাজনৈতিক অবস্থানকেন্দ্র-ডান হতে ডানপন্থী
(বিগ টেন্ট)
আন্তর্জাতিক অধিভুক্তিএশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন
আনুষ্ঠানিক রঙ  লাল
  সবুজ
  সাদা (প্রচলিত)
স্লোগান"বাংলাদেশ জিন্দাবাদ"
জাতীয় সংসদের আসন
০ / ৩৫০
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

ইতিহাস

সম্পাদনা

সালাউদ্দিন_কাদের_চৌধুরী নব্বইয়ের দশকের গোড়ার দিকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন ও এর নেতৃত্ব দেন।[] দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের বিরুদ্ধে ও বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী হিসেবেও কাজ করেছে।[] ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাঘ প্রতীক নিয়ে পাবনা-২ আসনে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা ও চট্টগ্রাম-৬ আসনে সেই সময়ে দলের মহাসচিব সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও শাহজাহান চৌধুরী[] সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় গণতান্ত্রিক পার্টি ১০টি জাতীয়তাবাদী দলের একটি জোট তৈরি করে যার নামকরণ করা হয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।[] দলটি ২০১৪ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন মহাজোট যুক্ত হয়।[]

২০১৮ সালে অক্টোবরে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ে।[][১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "8 parties host Iftar"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  2. "Govt runs country on dictates of foreign powers"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  3. "PM pledges free, fair election"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  4. চৌধুরী, মঈনুল হক (১০ অক্টোবর ২০১৩)। "নিবন্ধন পাচ্ছে সাকা প্রতিষ্ঠিত এনডিপি"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮ 
  5. Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur (২০১৬)। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-317-30876-8 
  6. "শাহজাহান চৌধুরী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮ 
  7. "10 political parties form NDF alliance"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  8. "BNP loses so-called allies"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  9. "Bangladesh NAP, NDP quit BNP-led alliance"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  10. "BNP alliance faces waxing, wafting"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০