শাহজাহান চৌধুরী (কক্সবাজারের রাজনীতিবিদ)
শাহজাহান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, সাবেক হুইপ ও সাংসদ। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম-১৮ থেকে ও ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।[১][২][৩]
শাহজাহান চৌধুরী | |
---|---|
চট্টগ্রাম-১৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ২০০৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
নাগরিকত্ব | বাংলাদেশ |
রাজনৈতিক দল | ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (১৯৮৯-১৯৯৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাশাহজাহান চৌধুরী কক্সবাজার জেলায় উখিয়ার রাজাপালং ইউনিয়নে ১৯৫২ সালে ৩১ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন (তবে তাঁর প্রকৃত জন্মতারিখ ১৯৫০ সালের ১৭ জুলাই)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে সমাজতত্ত্ব নিয়ে বিএ (অনার্স) সম্পন্ন করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাশাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির দুই বারের সভাপতি। তিনি বিএনপির তৎকালীন কক্সবাজার মহকুমা বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ন আহবায়ক ছিলেন এবং দলকে শক্তিশালী করার জন্য বিশাল ভুমিকা পালন করেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম-১৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দ্বিতীয় জাতীয় সংসদের সরকারি দলীয় একজন হুইপ ছিলেন। ১৯৮৯ সালে সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়ে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ পুনরায় সাংসদ নির্বাচিত হন। এর পর আবার বিএনপিতে যোগ দিয়ে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৮ম জাতীয় সংসদে তিনি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। কক্সবাজার-৩ আসন থেকেও ১৯৯১ সালে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।[১][২][৩][৪][৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "শাহজাহান চৌধুরী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
- ↑ "Cox's Bazar 4 constituency: Surplus of AL candidates against lone BNP candidate"। ঢাকা ট্রিবিউন। ৩১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |