খেলাফত মজলিস বাংলাদেশের একটি ইসলামী রাজনৈতিক দল। দলটির আমির শায়খুল হাদীস আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী, মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের[১] দলটির নির্বাচনী প্রতীক হল দেওয়াল ঘড়ি। দলটির স্লোগান - "খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন"

খেলাফত মজলিস
আমীরযুবায়ের আহমদ চৌধুরী
মহাসচিবআহমদ আবদুল কাদের
প্রতিষ্ঠা৮ ডিসেম্বর ১৯৮৯
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ছাত্র শাখাবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
যুব শাখাইসলামী যুব মজলিস
মহিলা শাখাইসলামী মহিলা মজলিস
ভাবাদর্শসর্ব-ইসলামবাদ
খিলাফত
আন্তর্জাতিক অধিভুক্তিনা
নির্বাচনী প্রতীক
দেওয়াল ঘড়ি
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

ইতিহাসসম্পাদনা

৮ ডিসেম্বর ১৯৮৯ সালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক জাতীয় সম্মেলনের মাধ্যমে তৎকালীন শায়খুল হাদিস মাওলানা আজিজুল হকের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন, ড: আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন ইসলামী যুব শিবির, তমদ্দুন মজলিসের সংগঠক ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের নেতৃত্বে মওলানা ভাসানীর ন্যাপের একাংশ একীভূত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আত্মপ্রকাশ করে।

দলটি ৯০’র স্বৈরাচার পতন আন্দোলন, ভারতের বাবরী মসজিদ ধ্বংসের প্রতিবাদ ও মসজিদটি পুনঃনির্মাণের দাবীতে অযোধ্যা অভিমুখে লংমার্চ, ৯৪ সালের নাস্তিক-মুরতাদ তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ১৯৯৯ সালে শান্তিচুক্তির নামে সন্ত্রাসীদের হাতে পার্বত্য চট্টগ্রামের কর্তৃত্ব তুলে দেওয়ার প্রতিবাদে লংমার্চ, শেখ হাসিনা সরকার বিরোধী ৪ দলীয় জোটের আন্দোলন, ১/১১ পরবরতী তত্ত্বাধায়ক সরকারের স্বৈরাচারি শাসন বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছে।

২০০৮ সালে খেলাফত মজলিস বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য নিবন্ধন লাভ করে। [২] নিবন্ধন নং ৩৮, প্রতিক হচ্ছে দেয়াল ঘড়ি।

খেলাফত মজলিস বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল ছিলো। দীর্ঘ্য ২২ বছর এই জোটে থাকার পর ২০২২ সালের নভেম্বর মাসে দলটি বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেয় ।[১] বর্তমানে এককভাবে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

খেলাফত মজলিস চায় বাংলদেশে ইসলামের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে। এজন্য ৭ দফা মৌল কর্মসূচি ও ২৫ দফা আর্থ-সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে দলটি তৎপরতা চালিয়ে যাচ্ছে। ছাত্র, যুব, মহিলা, শ্রমজীবি, ডাক্তার, সাংবাদিক সহ সকল পেশাজীবি অঙ্গনে এ দলটির শাখা রয়েছে।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. [আর্কাইভের-তারিখ=২৭ এপ্রিল ২০১৯ আর্কাইভের-তারিখ=২৭ এপ্রিল ২০১৯] |আর্কাইভের-ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)|আর্কাইভের-ইউআরএল= এর |আর্কাইভের-তারিখ= প্রয়োজন (সাহায্য) তারিখে শিরোনাম=মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আমীর ও ড. আহমদ আবদুল কাদের মহাসচিব নির্বাচিত তারিখ: ২৯/০১/২৩ মূল |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা।  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. "খেলাফত মজলিস"জাগরণীয়া। ১৯ আগস্ট ২০১৮। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯