তৃণমূল বিএনপি
তৃণমূল বাংলাদেশ জাতীয় দল, যা সাধারণত তৃণমূল বিএনপি নামে সর্বাধিক পরিচিত, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। এটি ২০১৫ সালে সাবেক মন্ত্রী নাজমুল হুদা দ্বারা প্রতিষ্ঠিত হয়।[১] দলটি হুদা কর্তৃক প্রতিষ্ঠিত চতুর্থ এবং নির্বাচন কমিশন (ইসি) দ্বারা নিবন্ধিত তাঁর দ্বিতীয় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ছাড়ার পর হুদা প্রথমে বিএনএফ প্রতিষ্ঠা করেন; তবে পরবর্তীতে তাকেই বিএনএফ থেকে বহিষ্কার করা হয়। বিএনপি ও অপর কিছু পর্যবেক্ষক তৃণমূল বিএনপিকে ক্ষমতাসীন দল কর্তৃক কৌশলগতভাবে ব্যবহার করা হয় বলে মনে করেন; যদি বিএনপি নির্বাচন বর্জন করে তবে নাগরিকদেরকে এটিকে 'বিকল্প বিএনপি' হিসেবে দেখানোর জন্য। [২] তৃণমূল বিএনপি অতীতে প্রকাশ্যে ক্ষমতাসীন মহাজোটে যোগ দেওয়ার চেষ্টা করেছিল। [৩][৪]
তৃণমূল বিএনপি তৃণমূল বাংলাদেশ জাতীয় দল | |
---|---|
চেয়ারপার্সন | শমসের মবিন চৌধুরী |
মহাসচিব | তৈমুর আলম খন্দকার |
নির্বাহী চেয়ারপার্সন | অন্তরা সেলিমা হুদা |
প্রতিষ্ঠাতা | নাজমুল হুদা |
প্রতিষ্ঠা | ২০ নভেম্বর ২০১৫ |
নিবন্ধিত | ৪৫ (১৬ ফেব্রুয়ারী ২০২৩) |
বিভক্তি | বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বি.এন.এফ |
পূর্ববর্তী | বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) |
সদর দপ্তর | ১৫/সি (১৬তম তলা), ৩৩ তোপখানা রোড, পল্টন, ঢাকা |
সদস্যপদ | ![]() |
ভাবাদর্শ | |
রাজনৈতিক অবস্থান | কেন্দ্র থেকে কেন্দ্র-ডানপন্থী |
জাতীয় অধিভুক্তি |
|
আনুষ্ঠানিক রঙ | আলিজা ক্রিমসন শৈবালীয় সবুজ |
স্লোগান | সুস্থ রাজনীতি, সুশাসনের ভিত্তি |
নির্বাচনী প্রতীক | |
"সোনালি আঁশ" | |
দলীয় পতাকা | |
![]() | |
ওয়েবসাইট | |
trinomulbnp.org | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
প্রতিষ্ঠার পর দীর্ঘকাল দলটি ইসি থেকে নিবন্ধন পেতে হিমশিম খেয়েছিল, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও একাদশ সংসদ নির্বাচন দলটি ইসির নিবন্ধনহীন থাকা অবস্থাতেই অনুষ্ঠিত হয়ে যাওয়ার কারণে দলটি এতে অংশ নিতে পারেনি, ফলে বিষয়টি অনালোচিত হয়ে ওঠে। পরবর্তীতে, দলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বাদশ তম সাধারণ নির্বাচনের আগে ইসি দ্বারা নিবন্ধিত হয় এবং দলটি আবার রাজনৈতিক কার্যক্রম শুরু করে।[৫]
নিবন্ধন পরবর্তী রাজনীতি
সম্পাদনাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে ৩০০ আসন থেকে প্রার্থী নিয়োগ দিবে বলে তৃণমূল বিএনপি ঘোষণা করে।
মতাদর্শ
সম্পাদনা১. বাংলাদেশি জাতীয়তাবাদ ২. মুক্ত বাজার অর্থনীতি ৩. ধর্ম নিরপেক্ষতা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হুদা আনলেন 'তৃণমূল বিএনপি'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩।
- ↑ "তৃণমূল বিএনপির 'সময়োচিত' প্রত্যাবর্তন!"। দৈনিক সমকাল। ১৮ ডিসেম্বর ২০২২। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Nazmul Huda's Trinamool BNP, eight other parties 'joining' Awami League-led coalition"। Bdnews24 (ইংরেজি ভাষায়)। ১৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Chowdhury, Pavel Haider (২৭ জুলাই ২০১৮)। "AL looking forward to rope parties to counter BNP"। Bangla Tribune (ইংরেজি ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "হুদার 'তৃণমূল বিএনপি' নিবন্ধন পেল ইসির"। যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩।