দৈনিক সমকাল
দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হয়ে আসছে। বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। পত্রিকাটির প্রকাশক আবুল কালাম আজাদ, সম্পাদক মোজাম্মেল হোসেন।
![]() | |
ফরম্যাট | ব্রডশিট ও অনলাইন সংস্করণ |
---|---|
মালিক | টাইমস মিডিয়া লিমিটেড, হা-মীম গ্রুপ[১] |
প্রকাশক | আবুল কালাম আজাদ |
সম্পাদক | আলমগীর হোসেন |
প্রতিষ্ঠাকাল | ৩১ মে ২০০৫ |
ভাষা | বাংলা, ইংরেজি (শুধু অনলাইন) |
সদর দপ্তর | ১৩৬, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২০৮ |
ওয়েবসাইট | সমকাল |
আয়োজন সম্পাদনা
মূল পত্রিকার পাশাপাশি দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজনের মধ্যে রয়েছে- সাহিত্য বিষয়ক ম্যাগাজিন কালের খেয়া, চারমাত্রা, আলোর পথযাত্রী, প্যাঁচাল, ঘাসফড়িং, শৈলী, নন্দন, চাকরি নিয়ে, পাঠশালা ইত্যাদি।
হুমকি ও সাংবাদিক হত্যা সম্পাদনা
২০০৫ সালের ১৭ নভেম্বর পত্রিকাটির ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক ও ফরিদপুর ব্যুরো কার্যালয়ের প্রধান সাংবাদিক গৌতম দাসকে হত্যা করা হয়। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহাজাদপুরে সংবাদ সংগ্রহে দায়িত্বরত সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আবদুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। ৩ ফেব্রুয়ারি বগুড়া হাসপাতাল থেকে ঢাকা আনার পথে তিনি মৃত্যুবরণ করেন।
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ আলী রীয়াজ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান (জানুয়ারি ২০২১)। বাংলাদেশে মিডিয়ার মালিক কারা? (পিডিএফ)। ৪৫/১ নিউ ইস্কাটন, ২য় তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ: সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ। পৃষ্ঠা ৭। আইএসবিএন 978-984-95364-1-3।
বহিঃসংযোগ সম্পাদনা
সংবাদপত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |