সমকাল (সাহিত্য পত্রিকা)

সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্‌দার আবু জাফর

সমকাল
সমকাল সাহিত্য পত্রিকার প্রচ্ছদ।
সম্পাদককবি সিকান্‌দার আবু জাফর
প্রকাশনা সময়-দূরত্বত্রৈমাসিক
প্রকাশকসমকাল প্রেস
প্রথম প্রকাশ১৩৬৩ বাংলা,
১৯৫৭ ইংরেজি
দেশপূর্ব পাকিস্তান
ভাষাবাংলা

প্রকাশকাল, সম্পাদক, লেখক

সম্পাদনা

সমকালের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) ভাদ্র মাসে। এ সংখ্যার লেখকবৃন্দ ছিলেন - শামসুর রাহমান, আবুল হোসেন,  শওকত ওসমান, আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এ.কে নাজমুল করিম, কাজী দীন মুহম্মদ, আনিসুজ্জামান,  কামরুল হাসান,  আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন,  কাজী মোতাহার হোসেন,  আবদুল গনি হাজারী ও চাকলাদার মাহবুব আলম। দ্বিতীয় বর্ষ পর্যন্ত পত্রিকাটির সহযোগী সম্পাদক ছিলেন, হাসান হাফিজুর রহমান। তৃতীয় বর্ষ প্রথম সংখ্যা থেকে সিকান্দার আবু জাফরের সম্পাদনায় এটি প্রকাশিত হয়। সপ্তম বর্ষ থেকে এটি অনিয়মিত ভাবে প্রকাশিত হয়। ১৯৬১ সালে ‘রবীন্দ্র জন্ম-শতবার্ষিকী সংখ্যা’ নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। অষ্টম বর্ষের নবম-দ্বাদশ সংখ্যাটি (পৌষ-চৈত্র, ১৩৭১) ছিল ‘কবিতা সংখ্যা’। এতে আটটি দীর্ঘ প্রবন্ধ এবং পূর্ববাংলার ৫৭জন কবির ১৯১টি কবিতা প্রকাশ পায়। দুটি সংখ্যা (বৈশাখ-শ্রাবণ ১৩৭২/১৯৬৫ এবং ভাদ্র-অগ্রহায়ণ ১৩৭২/১৯৬৫) আইযুব খানের সামরিক শাসনামলে বাজেয়াপ্ত করা হয়। ত্রয়োদশ বর্ষে মাত্র তিনটি সংখ্যা প্রকাশিত হয়। ১৯৭১ থেকে ১৯৭৪ পর্যন্ত এর প্রকাশনা বন্ধ ছিল। ১৯৭৫ সালে হাসান হাফিজুর রহমান-এর সম্পাদনায় ‘সিকান্দার আবু জাফর স্মৃতি সংখ্যা’ হিসেবে নতুন পর্যায়ে এর অষ্টাদশ বর্ষ প্রথম সংখ্যা, মাঘ ১৩৮২/১৯৭৫ প্রকাশিত হয়৷ এটির সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন, আবু জাফর শামসুদ্দীন। এ পর্যায়ে পত্রিকাটি অনিয়মিতভাবে সাড়ে তিন বছর টিকেছিল। এর প্রচ্ছদ-শিল্পীরা ছিলেন, জয়নুল আবেদিন, কামরুল হাসান, দেবব্রত মুখোপাধ্যায়, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, রশীদ চৌধুরী, আমিনুল ইসলাম, দেবদাস চক্রবর্তী, মুকতাদির ও নিতুন কুন্ডু।[]

জনপ্রিয় সংস্কৃতিতে

সম্পাদনা
  • সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকা নামে একটি বই লিখেছেন রবিউল হোসেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা