একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১১তম সাধারণ নির্বাচন, যা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরষ্কুষ বিজয় অর্জন করে।[১] ৮ নভেম্বর ২০১৮ সালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণায় ২৩শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করা হলেও ১২ নভেম্বর পুনঃতফসিলে তা পিছিয়ে ৩০শে ডিসেম্বর নির্ধারিত হয়।[২][৩]

একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮

← ২০১৪ ৩০ ডিসেম্বর ২০১৮ (2018-12-30) ২০২৩ →

জাতীয় সংসদের ৩০০টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৫১টি আসন
  প্রথম দল দ্বিতীয় দল
 
Sheikh Hasina in New York - 2018 (44057292035) (cropped).jpg
Dr. Kamal Hossain.jpg
নেতা/নেত্রী শেখ হাসিনা কামাল হোসেন
দল আওয়ামী লীগ গণফোরাম
জোট মহাজোট জাতীয় ঐক্যফ্রন্ট
নেতা হয়েছেন ১৯৮১ ২০১৮
নেতার আসন গোপালগঞ্জ-৩ প্রতিযোগিতা করেননি
গত নির্বাচন ৭৯.১৪% বর্জন
পূর্ববর্তী আসন ২৩৪
আসনে জিতেছে ২৫৭
আসন পরিবর্তন বৃদ্ধি২৩ বৃদ্ধি
শতকরা ৭৬.৮৮% ১২.৩৩%
সুয়িঙ হ্রাস২.২৬% বৃদ্ধি১২.৩৩%

বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী আসন.svg
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
আওয়ামী লীগ

নির্বাচিত প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
আওয়ামী লীগ

নির্বাচনে বাংলাদেশের বড় দুটি দল, বাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত মহাজোটজাতীয় ঐক্যফ্রন্ট জোটসহ বাংলাদেশের নিবন্ধিত সর্বমোট ৩৯টি দল অংশগ্রহণ করে। ১,৮৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে ১২৮ জন স্বতন্ত্র।[৪] এছাড়া গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফজলে রাব্বি চৌধুরী ১৯ ডিসেম্বর ২০১৮ সালে নির্বাচনের প্রাক্কালে মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে, ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে উক্ত আসনে ভোটগ্রহণের পুনঃতফসিল ঘোষণা করে।[৫]

নির্বাচনে সারাদেশে মোট ভোটার সংখ্যা ১০,৪১,৯০,৪৮০ জন; যার মধ্যে ৫,২৫,৪৭,৩২৯ জন পুরুষ ও ৫,১৬,৪৩,১৫১ জন নারী ভোটার।[৪] ভোটারগণ ৪০,১৯৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশে প্রথমবারের মত ৬টি নির্বাচনী আসনে সম্পূর্ণভাবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ করা হয়।[৬] ইভিএম ব্যবহার করা আসনগুলো হলো, ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২সাতক্ষীরা-২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ২০২০ সালের ১১ মার্চ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তৈরি প্রতিবেদনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করা হয়।[৭] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রতিবেদনকে একপেশে ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।[৮]

নির্বাচন ব্যবস্থাসম্পাদনা

জাতীয় সংসদের ৩৫০টি আসনের বিপরীতে ৩০০ জন সাংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। জোটগতভাবেও ১৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠিত হতে পারে। নির্বাচিত প্রতিনিধিগণ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

নির্বাচনপূর্ব পরিসংখ্যান ও তথ্যসম্পাদনা

৩০শে ডিসেম্বর ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক হলেও ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।[৯] গাইবান্ধা-৩ আসনে ২৭শে জানুয়ারি ২০১৯ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনি তফসিল ঘোষণার সময় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৮ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২ ডিসেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ চলে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সারাদেশে নিরাপত্তা বাহিনীর ৬ লাখ ৮ হাজার সদস্য দায়িত্ব পালন করেন।[১০]

অন্যান্য তথ্য:

  • রিটার্নিং অফিসার ৬৬ জন ও সহকারী রিটার্নিং অফিসার ৫৮২ জন (তাদের অধীনে ২ লাখ ৭ হাজার ৩১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৪ লাখ ৬২৪ জন পোলিং অফিসার)।[১১]
  • ভোটকেন্দ্র ৪০,১৮৩টি ও ভোটকক্ষ ২,০৭,৩১২টি।[১১][১২]

পটভূমিসম্পাদনা

এরপূর্বে ২০১৪ সালে বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপির খালেদা জিয়া নেতৃত্বাধীন প্রধান বিরোধীজোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের দাবিতে নির্বাচন বর্জন করে।[১৩] যার ফলে ৩০০টি আসনের মধ্যে ২৩৪টি আসন আওয়ামী লীগ লাভ করে এবং এর মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হন এবং বিভিন্ন মাধ্যমে নির্বাচনটিকে ‘প্রশ্নবিদ্ধ’ হিসেবে বলা হয়েছে।[১৪] এসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করে। যদিও এসময়কালে বেশ কয়েকবার বিরোধীদলের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময় আন্দোলন, সহিংসতা ও বিরোধীদের গ্রেফতারের ঘটনা ঘটে।[১৫]

২০১৭ সালের জুলাইতে বিএনপি ঘোষণা করে যে, তারা একাদশ নির্বাচনে অংশ নেবে তবে তা নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিশ্চিত করেন বিএনপি নির্বাচনে অংশ নেবে তবে দূর্নীতির মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা হওয়ার পর সেটি পুনরায় অনিশ্চিত হয়ে পরে।[১৬] তবে পরবর্তীতে তারা পুনরায় নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।[১৭] ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ বেশ কয়েকবার মহাজোট ছাড়ার ঘোষণা দেন কিন্তু ২০১৮ সালের নভেম্বরে তারা নিশ্চিত করে তারা মহাজোটের সঙ্গেই থাকবেন।[১৮]

গণফোরামের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ২০১৮ সালের ১৩ অক্টোবর বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্যজাতীয় সমাজতান্ত্রিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি রাজনৈতিক ঐক্য গঠিত হয়।[১৯] দল চারটি ছাড়াও এতে যোগ দেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। ঐক্যফ্রন্ট গঠনের প্রাক্কালে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ এতে যোগ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তাদের যুক্তফ্রন্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগদান করে।[২০]

দল ও জোটসমূহসম্পাদনা

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট ১ হাজার ৭৩৩ ও সতন্ত্র প্রার্থী রয়েছে ১২৮ জন। সব মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ১৮৬১ জন। এরমধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ১৬টি দলের প্রার্থীদের কয়েকজন নৌকা প্রতীকে ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অধিকাংশ দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। তবে মহাজোটে থাকলেও এরশাদের জাতীয় পার্টি নিজেদের লাঙল প্রতীকে নির্বাচন করে। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া নৌকা প্রতীকে নির্বাচন করে বিকল্পধারার, তরিকত ফেডারেশন ১টি করে আসনে, জাসদ ৩টি আসনে ও ওয়ার্কার্স পার্টি ৫টি আসনে। অন্যদিকে বিএনপি ছাড়া ধানের শীষ প্রতীকে, গণফোরাম ৭টি আসনে, জেএসডি ৪টি আসনে, খেলাফত মজলিস ২টি আসনে, কৃষক শ্রমিক জনতা লীগ ও এলডিপি ৪টি করে আসনে, জমিয়াতে উলামায়ে ইসলাম ৩টি আসনে এবং বিজেপি ও কল্যাণ পার্টি ১টি করে আসনে নির্বাচন করে।[১১]

জোট নেতা সদস্য প্রার্থী ২০১৪ সালে জয়ী আসন
rowspan=8 bgcolor=টেমপ্লেট:Bangladesh Awami League/meta/color | মহাজোট শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৮ ২৩৪
জাতীয় পার্টি (এরশাদ) ২৭ ৩৪
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
জাতীয় সমাজতান্ত্রিক দল
বিকল্পধারা বাংলাদেশ
জাতীয় পার্টি (মঞ্জু)
বাংলাদেশ তরিকত ফেডারেশন
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্ট কামাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৪০ ২০১৪ সালে নির্বাচন
বর্জন করে অংশ নেয়নি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২
গণফোরাম
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)
নাগরিক ঐক্য
কৃষক শ্রমিক জনতা লীগ
বাংলাদেশ জাতীয় পার্টি ১৯
বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ইসলামি ঐক‍্যজোট

জমিয়ত উলামায়ে ইসলাম

বাংলাদেশ মুসলিম লীগ
জাতীয় গণতান্ত্রিক পার্টি
জাতীয় ঐক্য প্রক্রিয়া
বাংলাদেশ কল্যাণ পার্টি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৮৩ ২০১৪ সালে নির্বাচন
বর্জন করে অংশ নেয়নি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
গণসংহতি আন্দোলন
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
গণতান্ত্রিক বিপ্লবী আন্দোলন
বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন

নির্বাচন বর্জনসম্পাদনা

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তবে নির্বাচনের দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।[২১][২২] এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, বিজেপি আন্দালিব রহমান ভোট বর্জন করেন।[২৩][২৪][২৫]

সমালোচনা ও সহিংসতাসম্পাদনা

২০১৩ সালে বাংলাদেশের হাইকোর্ট ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে যার ফলে দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দিতে পারেনি। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে থাকার কারণে তাদের ২২ জন প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান এবং ৩ জন প্রার্থী সতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। এর প্রেক্ষিতে বিভিন্ন মহলে এটি নিয়ে সমালোচনা হয় এবং এক তদন্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জামায়াত প্রার্থীদের অন্য প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।[২৬] পূর্বে ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন বিভিন্ন সময় যদিও জামায়াতকে সাথে নির্বাচন না করার কথা বলেছিলেন। ২৬ ডিসেম্বর তিনি দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। তারা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না।”[২৭]

২০১৮ সালের ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ৪৭টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় যার মধ্যে ৮ জন ব্যক্তি নিহত হয়েছেন ও ৫৬০ জন আহত হয়েছেন।[২৮] বিএনপি অফিসের দেওয়া তথ্যানুসারে, ২৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বিরোধী দলসমূহের (যাদের অধিকাংশ বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টবিশ দলীয় জোটের নেতাকর্মী) উপর করা ২৮৩৩ হামলায় ১২,৯২৩ জন আহত হয়েছেন। ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৫৭৪টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১৫৫৬৮ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।[২৯] ডেইলি স্টারের তথ্যানুসারে, ১০ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা ৫৬ জন প্রার্থী (যাদের অধিকাংশ বিএনপির) হামলার শিকার হয়েছেন, ১১৯০ জন আহত হয়েছেন ও ৮০০ বিএনপি-জামায়াত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।[৩০] ৩০ ডিসেম্বরের নির্বাচনে সহিংসতায় বিভিন্ন জেলায় ১৫ জন নিহত হয়েছে।[৩১] নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন যে, আগের রাতে ব্যালট বাক্স ভর্তি যা অন্য কোনো দেশে শোনেননি।[৩২][৩৩][৩৪][৩৫]

ইন্টারনেট সেবা বন্ধসম্পাদনা

২৯শে ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল ইন্টারনেটে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় যা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা যায়।[৩৬][৩৭] পরবর্তীতে ২৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় আরেকটি নির্দেশনায় মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।[৩৮]

ফলাফলসম্পাদনা

দল অনুসারে ভোট শতাংশ

  স্বতন্ত্র (৫.৭২%)

দল অনুসারে আসন সংখ্যা

  স্বতন্ত্র (৭%)
 
দলভোট%আসন+/–
বাংলাদেশ আওয়ামী লীগ[ক]৬,৩৫,২৩,০৬৬৭৪.৬৩৩০২+২৯
জাতীয় পার্টি৪৪,৪৩,৩৫১৫.২২২৬–৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল[খ]১,১১,১৩,২৫৩১৩.০৬+৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ১২,৫৫,৩৭৩১.৪৭
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি[গ]৬,৪৬,০৬৪০.৭৬–২
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)[ঘ]৬,১০,০৪৪০.৭২–৩
বিকল্পধারা বাংলাদেশ[ঙ]৫,৬৫,৯৪০০.৬৬+২
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন৪,৯৬,৪২৭০.৫৮
বাংলাদেশ তরিকত ফেডারেশন[চ]৪,২৯,৯৫৫০.৫১–১
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল[ছ]২,৮২,৩১৩০.৩৩+১
বাংলাদেশ কংগ্রেস১,৮৪,৮২৩০.২২
জাতীয় পার্টি (মঞ্জু)১,৮২,৬১১০.২১–১
জাকের পার্টি১,০৯,৪৪০০.১৩
গণফোরাম১,০৩,৫৩৫০.১২+২
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট৬০,৩৭২০.০৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি৫৫,৪২১০.০৭
ন্যাশনাল পিপলস পার্টি৩৬,৬১১০.০৪
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ৩১,৪৬৮০.০৪
লিবারেল ডেমোক্রেটিক পার্টি২৫,১৫২০.০৩
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি১৮,০৪৩০.০২
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল১৭,৫৯১০.০২
বাংলাদেশ মুসলিম লীগ১৫,১১৬০.০২
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট১৩,২৮৯০.০২–১
ইসলামী ঐক্যজোট১১,৩২৮০.০১
খেলাফত মজলিস১১,২০৩০.০১
বাংলাদেশ খেলাফত আন্দোলন৯,৭৯৬০.০১
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি৮,৩৬৭০.০১
প্রগতিশীল গণতান্ত্রিক দল৬,১১৩০.০১
জাতীয় গণ ফ্রন্ট৫,২৭৭০.০১
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি৫,১৭৬০.০১
বাংলাদেশ জাতীয় পার্টি৪,৬০৬০.০১
জাতীয় গণতান্ত্রিক পার্টি৩,৭৯৮
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)৩,১১৯
বাংলাদেশ খেলাফত মজলিস২,৮৯৯
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ২,৩৫১
গণতন্ত্রী পার্টি১,৬৪১
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট১,২১৯
কৃষক শ্রমিক জনতা লীগ৫৯৭
বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (বড়ুয়া)৩৮৭
বাংলাদেশ মুসলিম লীগ২২৮
বাংলাদেশ জাতীয় পার্টি১১১
বাংলাদেশ কল্যাণ পার্টি৫৫
স্বতন্ত্র৮,১৬,৯০২০.৯৬–১২
মোট৮,৫১,১৪,৪৩১১০০৩৫০+৫০
নিবন্ধিত ভোটার/ভোটদান১০,৪১,৪২,৩৮১৮০.২
উৎস: নিক, নিক, নিক,
parliament.gov.bd, আইএফইএস, প্রথম আলো, একুশে টিভি

ফলাফল প্রত্যাখ্যানসম্পাদনা

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তিনি বলেন,

সারা বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে ভোট ডাকাতির খবর এসেছে। প্রায় একশো প্রার্থী নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে যত তাড়াতাড়ি সম্ভব পুনঃনির্বাচনের দাবি করছি।[৪০]

প্রতিক্রিয়াসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

টীকাসম্পাদনা

  1. আওয়ামী লীগের ভোটের পরিসংখ্যানে আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচন করা সহযোগী দলের ১৪ জন প্রার্থীর ভোট অন্তর্ভুক্ত নয়।
  2. বিএনপির ভোটের পরিসংখ্যানে বিএনপির 'ধানের শীষ' প্রতীকে নির্বাচন করা সহযোগী দলের পাওয়া সমস্ত ভোট অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সহযোগী দলগুলির প্রার্থীও রয়েছে।
  3. ওয়ার্কার্স পার্টির তিন জন 'হাতুড়ি' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ১,৭২৯ ভোট পায় এবং পাঁচজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৬,৪৪,৩৩৫ ভোট পায়।
  4. জাসদের ৩ জন 'টর্চ' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৩৯,১০৪ ভোট পায় এবং তিনজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৫,৭০,৯৪০ ভোট পায়।
  5. বিকল্পধারা বাংলাদেশের ২৩ জন 'কুলা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ১৮,১৮৩ ভোট পায় এবং তিনজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৫,৪৭,৭৫৭ ভোট পায়।
  6. বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১৬ জন 'ফুলের মালা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৬,০৮৭ ভোট পায় এবং দুইজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৪,২৩,৮৬৮ ভোট পায়।
  7. বাংলাদেশ জাসদের একজন প্রার্থী আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  2. "নির্বাচনের তারিখ পেছালো কমিশন"বিবিসি বাংলা। ১২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  3. "তফসিল ঘোষণা, ভোট ২৩ ডিসেম্বর"বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  4. "একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  5. "গাইবান্ধা-৩ আসনে নির্বাচন ২৭ জানুয়ারি"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  6. রিপোর্টার, স্টাফ। "ভোটকেন্দ্র ৪০১৯৯"। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৮ 
  7. "বাংলদেশে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩ 
  8. "যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট অগ্রহণযোগ্য: তথ্যমন্ত্রী"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩ 
  9. "নির্বাচন নিয়ে ইসির যত আয়োজন"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  10. ডটকম, মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর। "এক নজরে একাদশ সংসদ নির্বাচন"বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  11. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুঁটিনাটি"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  12. "এক নজরে একাদশ সংসদ নির্বাচন"রাইজিংবিডি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  13. ভেলে, ডয়েচে। "উদ্বেগ, উত্‍কণ্ঠায় বাংলাদেশে বিরোধী দলবিহীন নির্বাচন"ডিডব্লিউ বাংলা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  14. "৫ জানুয়ারি ছিল 'ব্যর্থ নির্বাচন'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  15. "সেই বিতর্কিত নির্বাচনের তিন বছর"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  16. "খালেদা জিয়ার পাঁচ বছরের জেল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  17. "'বিএনপি নির্বাচনে যাবে, তবে বর্তমান সরকারের অধীনে নয়'"ইউএনবি। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  18. ভেলে, ডয়েচে। "এত বেশি খেলা ভালো নয়, এরশাদকে বললেন কাদের সিদ্দিকী"ডিডব্লিউ। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  19. "যে ১১টি লক্ষ্য নিয়ে গঠিত হল জাতীয় ঐক্যফ্রন্ট"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  20. "ভোটের আগে মহাজোটে যুক্তফ্রন্ট"বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  21. "বিবৃতি দিয়ে জামায়াতের ভোট বর্জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  22. প্রতিবেদক, নিজস্ব। "ধানের শীষের প্রার্থী জামায়াত নেতাদের ভোট বর্জন"বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  23. "'শুধু শুধু আমার কর্মীদের মার খাওয়াব?'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  24. "১৭ প্রার্থীর ভোট বর্জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  25. হক, তাবারুল; থেকে, দোহার-নবাবগঞ্জ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "অশ্রুনয়নে 'সরে দাঁড়ালেন' সালমা"বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  26. "ভোটের লড়াইয়ে থাকছেন জামায়াত নেতারা"বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  27. "জামায়াত থাকবে জানলে ঐক্যফ্রন্টে আসতাম না: ড. কামাল জাতীয়"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  28. "Election violence: UN human rights experts express concerns"Dhaka Tribune। ২০১৮-১২-২১। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২১ 
  29. "No end in sight to violence"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-২৭। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৮ 
  30. "Violence subsides as campaign ends"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-২৯। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৯ 
  31. "বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত নিহত ১৫ জন"BBC বাংলা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  32. "আগের রাতে ব্যালট বাক্স ভর্তি যা অন্য কোনো দেশে শোনেননি জাপানি রাষ্ট্রদূত"। thedailystar। নভেম্বর ১৪, ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  33. "অন্য কোনো দেশে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা শুনিনি: জাপানি রাষ্ট্রদূত"। সমকাল। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  34. "আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা আমিও শুনেছি : জাপানি রাষ্ট্রদূত"। এনটিভি। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  35. "'আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা অন্য কোনো দেশে শুনিনি'"। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 
  36. "আবারও বন্ধ থ্রিজি, ফোরজি সেবা"এনটিভি। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  37. "থ্রিজি-ফোরজি সেবা বন্ধ, ইন্টারনেটে ধীরগতি"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  38. "মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  39. https://www.anandabazar.com/bangladesh-news/bangladesh-election-2018-awami-league-wins-the-election-by-a-big-margin-dgtl-1.924076
  40. "ফলাফল প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  41. "শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালো ভারত-চীন"দেশ টিভি। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা