রংপুর-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
রংপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১নং আসন।
রংপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | রংপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← রংপুর-২ রংপুর-৪ → |
সীমানা
সম্পাদনাএটি রংপুর জেলার সাবেক সদর উপজেলা (সিটি কর্পোরেশন এলাকাসহ) নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৫৫,৪৫৩ | ৬৮.৪ | ||
জাসদ (রব) | সাব্বির আহমেদ | ২৫,৫৮৬ | ৩১.৬ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,৮৬৭ | ৩৮.৯ | |||
ভোটার উপস্থিতি | ৮১,০৩৯ | ১৭.৮ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনা২০০৮ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ তিনটি আসনে দাড়ান: রংপুর-৩, কুড়িগ্রাম-২ ও ঢাকা-১৭। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ঢাকা-১৭ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এপ্রিল ২০০৯ সালের উপ-নির্বাচনে তার স্ত্রী রওশন এরশাদ আলী নির্বাচিত হন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ২,৩৯,০৪৬ | ৮৯.৫ | প্র/না | ||
বিএনপি | আব্দুল কাইয়ুম মন্ডল | ১৯,৬৪০ | ৭.৩ | -৩.৬ | ||
ইসলামী আন্দোলন | এটিএম গোলাম মুস্তফা | ৫,৬৭৬ | ২.১ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মো: শাহাদাত হোসেন | ১,৬০২ | ০.৬ | প্র/না | ||
বাসদ | আব্দুল কুদ্দুস | ৬৯৩ | ০.৩ | প্র/না | ||
কেএসজেএল | সায়েদ আলী | ৩৪১ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | সেকেন্দার রহমান দুদু | ২২৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,১৯,৪০৬ | ৮২.১ | +৪৫.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,৬৭,২২১ | ৮০.১ | +৭.৮ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | গোলাম মোহাম্মদ কাদের | ১,৩০,৫৬২ | ৬২.৫ | প্র/না | ||
আওয়ামী লীগ | মুস্তাফিজুর রহমান | ৫৩,৭৪৮ | ২৫.৭ | +৭.০ | ||
বিএনপি | হাবিব-উন-নবী খান | ২২,৭৫৬ | ১০.৯ | +৬.৯ | ||
স্বতন্ত্র | মোঃ জাহাঙ্গীর হোসেন | ৮৮৯ | ০.৪ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | আব্দুল কুদ্দুস | ৪৩২ | ০.২ | প্র/না | ||
জাসদ | রাফিকুল ইসলাম গোলাপ | ২৩৫ | ০.১ | প্র/না | ||
সম-সমাজ গণতান্ত্রিক পার্টির | মোঃ আব্দুল মান্নান সরকার | ১৩১ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ নুর আলম | ৯৯ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭৬,৮১৪ | ৩৬.৮ | −১৪.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,০৮,৮৭২ | ৭২.৩ | +৩.০ | |||
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ১,০৫,৫৯০ | ৬৯.৭ | +২.৪ | |
আওয়ামী লীগ | মোঃ সিদ্দিক হোসেন | ২৮,৩০৫ | ১৮.৭ | প্র/না | |
জামায়াতে ইসলামী | মাহবুবুর রহমান বেলাল | ৭,৮৯০ | ৫.২ | +০.৬ | |
বিএনপি | কাজী মোঃ তারেক | ৬,০১০ | ৪.০ | -০.৭ | |
ইসলামী ঐক্য জোট | মোঃ আব্দুর রহমান | ১,৩৮৬ | ০.৯ | +০.৩ | |
জাসদ | মোঃ শামসুল আজম খান | ১,২৩২ | ০.৮ | প্র/না | |
স্বতন্ত্র | সুব্রত ঘটক | ৩০৫ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | একেএম খায়রুল আনম | ১৯৮ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মোয়াজ্জেম হোসেন | ৯৯ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | শাহ গওসুল আজম | ৯৪ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | গোলাম মোঃ কাদের | ৮৩ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | মোঃ আনোয়ার হোসেন বাবলু | ৭৪ | ০.০ | প্র/না | |
ফ্রিডম পার্টি | মোঃ ফায়জুর রহমান মিঠু | ৬৭ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | মোয়াজ্জেম হোসেন | ৫৭ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭৭,২৮৫ | ৫১.১ | +৫.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৫১,৩৯০ | ৬৯.৩ | +৮.৮ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৮৬,১১৪ | ৬৭.৩ | ||
গণতন্ত্রী পার্টি | মোহাম্মদ আফজাল | ২৭,৯৩৮ | ২১.৮ | ||
বিএনপি | মোঃ রেজাউল হক সরকার | ৬,০৪৯ | ৪.৭ | ||
জামায়াতে ইসলামী | মোঃ নজরুল ইসলাম | ৫,৯১১ | ৪.৬ | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ আব্দুস সালাম সরকার | ৭৯৪ | ০.৬ | ||
জাকের পার্টি | আবু আজগর আহমেদ | ৩৫৮ | ০.৩ | ||
ন্যাপ (মুজাফফর) | মোঃ খলিলুর রহমান | ২৩২ | ০.২ | ||
জাসদ (সিরাজ) | মোঃ হাবিবুর রহমান | ২২৬ | ০.২ | ||
স্বতন্ত্র | মোঃ সিদ্দিক হুসাইন | ১৬৪ | ০.১ | ||
স্বতন্ত্র | জোহরা আলম | ১১৫ | ০.১ | ||
স্বতন্ত্র | মোস্তফা জাফর হায়দার | ৯৬ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৮,১৭৬ | ৪৫.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,২৭,৯৯৭ | ৬০.৫ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রংপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "রংপুরে সাদ এরশাদ বিজয়ী"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯।
- ↑ "Rangpur-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে রংপুর-৩