রংপুর-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

রংপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১নং আসন।

রংপুর-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলারংপুর জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৪,৯৪,৭৭৪ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৪৭,৩৯৫
  • নারী ভোটার: ২,৪৭,৩৭৭
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

এটি রংপুর জেলার সাবেক সদর উপজেলা (সিটি কর্পোরেশন এলাকাসহ) নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ জনাব আলী উকিল বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ কাজী আব্দুল কাদের বাংলাদেশ মুসলিম লীগ[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ শফিকুল গনি স্বপন জাতীয় পার্টি[]
১৯৮৮ মোফাজ্জল হোসেন []জাতীয় পার্টি
১৯৯১ হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ গোলাম মোহাম্মদ কাদের
২০০৮ হুসেইন মুহাম্মদ এরশাদ
২০০৯ উপ-নির্বাচন রওশন এরশাদ
২০১৪ হুসেইন মুহাম্মদ এরশাদ
২০১৮
২০১৯ উপ-নির্বাচন সাদ এরশাদ[]
২০২৪ জি এম কাদের

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: রংপুর-৩[]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদ ৫৫,৪৫৩ ৬৮.৪
জাসদ (রব) সাব্বির আহমেদ ২৫,৫৮৬ ৩১.৬
সংখ্যাগরিষ্ঠতা ২৯,৮৬৭ ৩৮.৯
ভোটার উপস্থিতি ৮১,০৩৯ ১৭.৮
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

২০০৮ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ তিনটি আসনে দাড়ান: রংপুর-৩, কুড়িগ্রাম-২ঢাকা-১৭। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ঢাকা-১৭ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এপ্রিল ২০০৯ সালের উপ-নির্বাচনে তার স্ত্রী রওশন এরশাদ আলী নির্বাচিত হন।

সাধারণ নির্বাচন ২০০৮: রংপুর-৩[][১০]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদ ২,৩৯,০৪৬ ৮৯.৫ প্র/না
বিএনপি আব্দুল কাইয়ুম মন্ডল ১৯,৬৪০ ৭.৩ -৩.৬
ইসলামী আন্দোলন এটিএম গোলাম মুস্তফা ৫,৬৭৬ ২.১ প্র/না
কমিউনিস্ট পার্টি মো: শাহাদাত হোসেন ১,৬০২ ০.৬ প্র/না
বাসদ আব্দুল কুদ্দুস ৬৯৩ ০.৩ প্র/না
কেএসজেএল সায়েদ আলী ৩৪১ ০.১ প্র/না
জাসদ (রব) সেকেন্দার রহমান দুদু ২২৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,১৯,৪০৬ ৮২.১ +৪৫.৩
ভোটার উপস্থিতি ২,৬৭,২২১ ৮০.১ +৭.৮
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: রংপুর-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট গোলাম মোহাম্মদ কাদের ১,৩০,৫৬২ ৬২.৫ প্র/না
আওয়ামী লীগ মুস্তাফিজুর রহমান ৫৩,৭৪৮ ২৫.৭ +৭.০
বিএনপি হাবিব-উন-নবী খান ২২,৭৫৬ ১০.৯ +৬.৯
স্বতন্ত্র মোঃ জাহাঙ্গীর হোসেন ৮৮৯ ০.৪ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) আব্দুল কুদ্দুস ৪৩২ ০.২ প্র/না
জাসদ রাফিকুল ইসলাম গোলাপ ২৩৫ ০.১ প্র/না
সম-সমাজ গণতান্ত্রিক পার্টির মোঃ আব্দুল মান্নান সরকার ১৩১ ০.১ প্র/না
স্বতন্ত্র মোঃ নুর আলম ৯৯ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৬,৮১৪ ৩৬.৮ −১৪.৩
ভোটার উপস্থিতি ২,০৮,৮৭২ ৭২.৩ +৩.০
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রংপুর-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদ ১,০৫,৫৯০ ৬৯.৭ +২.৪
আওয়ামী লীগ মোঃ সিদ্দিক হোসেন ২৮,৩০৫ ১৮.৭ প্র/না
জামায়াতে ইসলামী মাহবুবুর রহমান বেলাল ৭,৮৯০ ৫.২ +০.৬
বিএনপি কাজী মোঃ তারেক ৬,০১০ ৪.০ -০.৭
ইসলামী ঐক্য জোট মোঃ আব্দুর রহমান ১,৩৮৬ ০.৯ +০.৩
জাসদ মোঃ শামসুল আজম খান ১,২৩২ ০.৮ প্র/না
স্বতন্ত্র সুব্রত ঘটক ৩০৫ ০.২ প্র/না
স্বতন্ত্র একেএম খায়রুল আনম ১৯৮ ০.১ প্র/না
স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন ৯৯ ০.১ প্র/না
স্বতন্ত্র শাহ গওসুল আজম ৯৪ ০.১ প্র/না
স্বতন্ত্র গোলাম মোঃ কাদের ৮৩ ০.১ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) মোঃ আনোয়ার হোসেন বাবলু ৭৪ ০.০ প্র/না
ফ্রিডম পার্টি মোঃ ফায়জুর রহমান মিঠু ৬৭ ০.০ প্র/না
স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন ৫৭ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৭,২৮৫ ৫১.১ +৫.৬
ভোটার উপস্থিতি ১,৫১,৩৯০ ৬৯.৩ +৮.৮
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: রংপুর-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদ ৮৬,১১৪ ৬৭.৩
গণতন্ত্রী পার্টি মোহাম্মদ আফজাল ২৭,৯৩৮ ২১.৮
বিএনপি মোঃ রেজাউল হক সরকার ৬,০৪৯ ৪.৭
জামায়াতে ইসলামী মোঃ নজরুল ইসলাম ৫,৯১১ ৪.৬
ইসলামী ঐক্য জোট মোঃ আব্দুস সালাম সরকার ৭৯৪ ০.৬
জাকের পার্টি আবু আজগর আহমেদ ৩৫৮ ০.৩
ন্যাপ (মুজাফফর) মোঃ খলিলুর রহমান ২৩২ ০.২
জাসদ (সিরাজ) মোঃ হাবিবুর রহমান ২২৬ ০.২
স্বতন্ত্র মোঃ সিদ্দিক হুসাইন ১৬৪ ০.১
স্বতন্ত্র জোহরা আলম ১১৫ ০.১
স্বতন্ত্র মোস্তফা জাফর হায়দার ৯৬ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৫৮,১৭৬ ৪৫.৫
ভোটার উপস্থিতি ১,২৭,৯৯৭ ৬০.৫
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রংপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "রংপুরে সাদ এরশাদ বিজয়ী"চ্যানেল আই। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯ 
  8. "Rangpur-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা