জি এম কাদের
গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি সপ্তম, অষ্টম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কাদের লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
গোলাম মোহাম্মদ কাদের | |
---|---|
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা | |
কাজের মেয়াদ ২৮ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | রওশন এরশাদ |
সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১০ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | সাদ এরশাদ |
সংসদীয় এলাকা | রংপুর-৩ |
কাজের মেয়াদ ৭ জানুয়ারি ২০১৯ – ১০ জানুয়ারি ২০২৪ | |
পূর্বসূরী | আবু সালেহ মোহাম্মদ সাঈদ |
উত্তরসূরী | মোঃ মতিয়ার রহমান |
সংসদীয় এলাকা | লালমনিরহাট-৩ |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০০৯ – ৯ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | আসাদুল হাবিব দুলু |
উত্তরসূরী | আবু সালেহ মোহাম্মদ সাঈদ |
সংসদীয় এলাকা | লালমনিরহাট-৩ |
কাজের মেয়াদ ১ অক্টোবর ২০০১ – ২৮ অক্টোবর ২০০৬ | |
পূর্বসূরী | হুসেইন মুহাম্মদ এরশাদ |
উত্তরসূরী | হুসেইন মুহাম্মদ এরশাদ |
সংসদীয় এলাকা | রংপুর-৩ |
কাজের মেয়াদ ২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১ | |
পূর্বসূরী | রিয়াজ উদ্দিন আহমেদ |
উত্তরসূরী | আসাদুল হাবিব দুলু |
সংসদীয় এলাকা | লালমনিরহাট-৩ |
জাতীয় পার্টির দ্বিতীয় চেয়ারম্যান | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৪ জুলাই ২০১৯ | |
পূর্বসূরী | হুসেইন মুহাম্মদ এরশাদ |
বাণিজ্য মন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ ডিসেম্বর ২০১১ – ১১ জানুয়ারি ২০১৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | ফারুক খান |
উত্তরসূরী | তোফায়েল আহমেদ |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারি ২০০৯ – ৭ ডিসেম্বর ২০১১ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | মাহবুব জামিল |
উত্তরসূরী | ফারুক খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | গোলাম মোহাম্মদ কাদের ২৪ ফেব্রুয়ারি ১৯৪৮ |
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) |
দাম্পত্য সঙ্গী | শেরীফা কাদের |
সম্পর্ক | হুসেইন মুহাম্মদ এরশাদ (ভাই) মোজাম্মেল হোসেন লালু (ভাই) মেরিনা রহমান (বোন) মাহফুজ আহমেদ (জামাতা) |
শিক্ষা | বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
প্রাক্তন শিক্ষার্থী | কারমাইকেল কলেজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতিবিদ |
ওয়েবসাইট | www |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাজিএম কাদের ২৪ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম মজিদা খাতুন। তিনি রংপুর জিলা স্কুল এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৬৯ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন।[২] শিক্ষাজীবন শেষে তিনি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ টোবাকো কোম্পানি, ইরাকের কৃষি মন্ত্রণালয় ও যমুনা তেল কোম্পানিতে চাকরি করেন। সবশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে পরিকল্পনা ও অপারেশন্স পরিচালক থাকাকালীন চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হন।
রাজনৈতিক জীবন
সম্পাদনারাজনৈতিক জীবনে জিএম কাদের জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হন। পরবর্তীতে লালমনিরহাট-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে জুন ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন।[৪][৫] ২০০৮ সালে নবম[৬] ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচন করে জয়ী হন।[৭][৮] তবে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।[৮]
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে কাদের ৭ জানুয়ারি ২০০৯ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।[৯] ৭ ডিসেম্বর ২০১১ সালে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং ১১ জানুয়ারি ২০১৪ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।[১০]
হুসেইন মুহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১১] শারীরিক অসুস্থতার দরুন ২০১৯ সালের ৫ মে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসেইন মুহাম্মদ এরশাদ।[১২] হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।[১৩][১৪][১৫]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১৬][১৭]
ব্যক্তিগত ও পারিবারিক জীবন
সম্পাদনাজিএম কাদেরে স্ত্রী শেরীফা কাদের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৫ থেকে নিযুক্ত সংসদ সদস্য। তার মেয়ে ইশরাত জাহান কাদেরের স্বামী অভিনেতা মাহফুজ আহমেদ। তার বড় ভাই ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদের স্ত্রী রওশন এরশাদ ছিলেন দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বর্তমানে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। এরশাদ ও কাদেরের বোন মেরিনা রহমান সাবেক সংসদ সদস্য, মেরিনার ছেলে আহসান আদেলুর রহমান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য। মেরিনার মেয়ে জেবুন্নেসা রহমান জিয়া উদ্দীন আহমেদ বাবলুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নির্বাচনী এলাকার নাম ও নম্বর ১৮ লালমনিরহাট-৩"। www.parliament.gov.bd। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "'বুয়েটে রাজনীতি করিনি, পাস করে বেরিয়ে রাজনীতিবিদ হয়েছি'"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১।
- ↑ "একাদশ সংসদ নির্বাচন"। সমকাল (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ "জি এম কাদের"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণ"। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "মন্ত্রীদের নামের তালিকা"। বাণিজ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "প্রেসিডিয়াম সদস্য"। জাতীয় পার্টি। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জি এম কাদের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান"। প্রথম আলো। ৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের"। আমাদের সময়। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "জি এম কাদের জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান"। প্রথম আলো। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "'জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান'"। কালের কণ্ঠ। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।