মোহাম্মদ ইউনুস (রাজনীতিবিদ)
অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস (৪ জুলাই ১৯৪৪ - ২৭ মার্চ ২০২১)[১] ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও তৎকালীন কুমিল্লা-১৪ ও কুমিল্লা-৫ আসনের সাংসদ ছিলেন।[২][৩][৪][৫]
অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস | |
---|---|
কুমিল্লা-১৪ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
পূর্বসূরী | পদ সৃষ্ট |
উত্তরসূরী | আকবর হোসেন |
কুমিল্লা-৫ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৯১ | |
পূর্বসূরী | হাবিব উল্লাহ খান |
উত্তরসূরী | আব্দুল মতিন খসরু |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | আব্দুল মতিন খসরু |
উত্তরসূরী | আব্দুল মতিন খসরু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বুড়িচং, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) | ৪ জুলাই ১৯৪৪
মৃত্যু | ২৭ মার্চ ২০২১[১] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা | (বয়স ৭৬)
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | ৫ ছেলে ২ মেয়ে |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামোহাম্মদ ইউনুস ৪ জুলাই ১৯৪৪ সালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিনাথ গ্রামে জন্মগ্রহণ করেন।[৬]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-১৪ আসন থেকে জয়ী হন।[২] জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কুমিল্লা-৫ আসন থেকে ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন।[৪][৩] ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।[৭]
মৃত্যু
সম্পাদনাঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতালে) দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ২৭ মার্চ, ২০২১ সালে তিনি মৃত্যুবরণ করেন।[১] কুমিল্লার বুড়িচং উপজেলার গোপীনাথপুরে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "সাবেক এমপি অধ্যাপক ইউনুস আর নেই"। কুমিল্লার কাগজ। ২০২১-০৩-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "আয়কর প্রত্যয়নপত্র" (পিডিএফ)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মো. ইউনুস"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।