আনোয়ারুল আবেদীন খান

বাংলাদেশী রাজনীতিবিদ

আনোয়ারুল আবেদীন খান তুহিন হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

আনোয়ারুল আবেদীন খান তুহিন
ময়মনসিংহ-৯ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ জানুয়ারি ২০১৪ – ৬ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীআবদুস সালাম
উত্তরসূরীআবদুস সালাম
ব্যক্তিগত বিবরণ
জন্মময়মনসিংহ জেলা, পূর্ব পাকিস্তান
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
মাতাজাহানারা খান
পিতাজয়নাল আবেদীন খান

প্রাথমিক জীবন

সম্পাদনা

আনোয়ারুল আবেদীন খান তুহিন ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জয়নাল আবেদীন খান এবং মাতার নাম জাহানারা খান।

কর্মজীবন

সম্পাদনা

আনোয়ারুল আবেদীন ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[]

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন পেয়ে [] ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

সমালোচনা

সম্পাদনা

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবার পর অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন আনোয়ারুল আবেদীন খান তুহিন। ২০১৭ সালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক), ভুয়া প্রকল্প সৃষ্টি করে তিন কোটি টাকার অধিক জিআর চাল আত্মস্বাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে।[]

২০২২ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দেন। সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, ‘আমারে ভোট দিয়া কোনো দিন পাস করাইতে পারেন নাই। প্রথমবার আল্লাহ দিছে, দ্বিতীয়বার খালি গেছুইন আর আইছুইন। খুব কষ্ট হইছে না। খালি গেছুইন আর আইছুইন, যতবার পারছুইন দিছুইন। এইগুলারে ভোট মনে করি না আমি।’[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Constituency 154_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ 
  2. "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  3. "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ১৫ ডিসেম্বর ২০১৩। ২৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ 
  4. "সেই 'এমপি তুহিন তুলানাহীন' ফের মনোনয়ন পেলেন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ 
  5. "ময়মনসিংহ ৯: নৌকার আনোয়ারুল আবেদীন খান বেসরকারি ফলে নির্বাচিত"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১ 
  6. খান, মো: শামসুল আলম। "এমপি তুহিনের তিন কোটি টাকার দুর্নীতি : অনুসন্ধানে দুদকের তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ শুরু"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯ 
  7. প্রতিবেদক, নিজস্ব (২০২২-০৯-০৬)। "'প্রথমবার আল্লাহ দিছে, দ্বিতীয়বার খালি গেছুইন আর আইছুইন, যতবার পারছুইন দিছুইন'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯