শরীয়তপুর-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
শরীয়তপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শরীয়তপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২২নং আসন।
শরীয়তপুর-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | শরীয়তপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাশরীয়তপুর-২ আসনটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও সখিপুর থানা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শওকত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: শরীয়তপুর-২[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শওকত আলী | ১,১৪,৮০৮ | ৫৮.৯ | +১০.৮ | |
বিএনপি | শফিকুর রহমান | ৮০,০৯৬ | ৪১.১ | +২২.৪ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৪,৭১২ | ১৭.৮ | +০.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৪,৯০৪ | ৮৬.৩ | +১৮.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: শরীয়তপুর-২[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শওকত আলী | ৪৮,৫৭৮ | ৪৮.১ | -১১.১ | |
স্বতন্ত্র | সুলতান মাহমুদ | ৩০,৭১২ | ৩০.৪ | প্র/না | |
বিএনপি | টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ | ১৮,৮৬১ | ১৮.৭ | -৬.৪ | |
স্বতন্ত্র | আবুল বাসার দেওয়ান | ২,১২৩ | ২.১ | প্র/না | |
স্বতন্ত্র | শেখ শাবুদ্দিন | ২৩০ | ০.২ | প্র/না | |
বিকেএ | আজম খান | ২২২ | ০.২ | -০.১ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মুন্সী জাকির হোসেন | ১৯১ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৮৬৬ | ১৭.৭ | -১৬.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,০০,৯১৭ | ৬৮.১ | -৪.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: শরীয়তপুর-২[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শওকত আলী | ৪৮,৭৫৩ | ৫৯.২ | -২.৯ | |
বিএনপি | টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ | ২০,৬২৬ | ২৫.১ | -৬.৩ | |
জাতীয় পার্টি | মুন্সী জাকির হোসেন | ৮,১৯১ | ৯.৯ | প্র/না | |
জামায়াতে ইসলামী | সৈয়দ হাবিবুর রহমান | ১,৭৪৪ | ২.১ | +১.৮ | |
ইসলামী ঐক্য জোট | হাফেজ শওকত আলী | ১,৭২২ | ২.১ | প্র/না | |
জাকের পার্টি | মোল্লা গিয়াস উদ্দিন আহমদ | ৮০৪ | ১.০ | +১.০ | |
গণফোরাম | বেগম জুলেখা হক | ২৭৩ | ০.৩ | প্র/না | |
বিকেএ | মোহাম্মদ আজম খান | ২২৬ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,১২৭ | ৩৪.২ | +৩.৫ | ||
ভোটার উপস্থিতি | ৮২,৩৩৯ | ৭৩.০ | +২৯.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: শরীয়তপুর-২[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শওকত আলী | ৪৪,৩২৭ | ৬২.১ | |||
বিএনপি | হারুন অর রশিদ | ২২,৪০৮ | ৩১.৪ | |||
স্বতন্ত্র | টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ | ১,৫৬৪ | ২.২ | |||
জাকের পার্টি | ওহেদ বিসি | ১,৪৪১ | ২.০ | |||
জাতীয় ঐক্যফ্রন্ট | দেওয়ান সুলতান মাহমুদ | ৮৩২ | ১.২ | |||
বাকশাল | হারুন রশিদ | ৫৯৩ | ০.৮ | |||
জামায়াতে ইসলামী | সৈয়দ হাবিবুর রহমান | ২৩৭ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৯১৯ | ৩০.৭ | ||||
ভোটার উপস্থিতি | ৭১,৪০২ | ৪৩.৩ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শরীয়তপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে শরীয়তপুর-২