শরীয়তপুর-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
শরীয়তপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শরীয়তপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৩নং আসন।
শরীয়তপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | শরীয়তপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাশরীয়তপুর-৩ আসনটি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা, গোসাইরহাট উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২৩ ডিসেম্বর ২০১১ সালে আব্দুর রাজ্জাক মারা যান। মার্চ ২০১২ সালে উপ-নির্বাচন হবার কথা থাকলে নির্বাচন কমিশন দুইজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী টি আই এম মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ও আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক ২৬ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: শরীয়তপুর-৩[৭][৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আব্দুর রাজ্জাক | ১,০২,৯২৫ | ৬৪.৯ | +৮.৬ | |
বিএনপি | কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব | ৫২,৬৭২ | ৩৩.২ | -৯.৮ | |
ইসলামী আন্দোলন | মানিক মিয়া | ২,৮৮৪ | ১.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫০,২৫৩ | ৩১.৭ | +১৮.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৮,৪৮১ | ৮৭.৪ | +১৪.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: শরীয়তপুর-৩[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আব্দুর রাজ্জাক | ১,২৫,৫৫০ | ৫৬.৩ | +৮.৪ | |
বিএনপি | মোঃ শফিকুর রহমান কিরণ | ৯৫,৯৬১ | ৪৩.০ | -১.৯ | |
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | এ সাত্তার | ১,১৭৫ | ০.৫ | প্র/না | |
স্বতন্ত্র | শহীদুল হক শিকদার লিটু | ২৪৪ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,৫৮৯ | ১৩.৩ | +১০.৩ | ||
ভোটার উপস্থিতি | ২,২২,৯৩০ | ৭২.৭ | -৫.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: শরীয়তপুর-৩[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আব্দুর রাজ্জাক | ৮২,৫৪৩ | ৪৭.৯ | +১.৯ | |
বিএনপি | মোঃ শফিকুর রহমান কিরণ | ৭৭,৩৩৯ | ৪৪.৯ | +২.৬ | |
জামায়াতে ইসলামী | মোস্তফা সরওয়ার | ৬,০০৫ | ৩.৫ | -৫.৭ | |
ইসলামী ঐক্য জোট | আবদুস সালাম | ৩,০৫২ | ১.৮ | প্র/না | |
জাতীয় পার্টি | এ মাতিন মিয়া | ১,৬৫০ | ১.০ | +০.২ | |
জাকের পার্টি | আবদুল লতিফ | ৭৯৩ | ০.৫ | -০.৬ | |
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | কাঞ্চন কুমার দে | ৫৫০ | ০.৩ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | মোঃ মোসলেম খান | ৫০০ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,২০৪ | ৩.০ | -০.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৭২,৪৩২ | ৭৭.৮ | +২৪.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: শরীয়তপুর-৩[৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আব্দুর রাজ্জাক | ৬৫,৪৫৫ | ৪৬.০ | |||
বিএনপি | এস এম লুৎফর রহমান সরকার | ৬০,১২৮ | ৪২.৩ | |||
জামায়াতে ইসলামী | আলী হুসেন মাদবার | ১৩,০৪৯ | ৯.২ | |||
জাকের পার্টি | গিয়াস উদ্দিন মোল্লা | ১,৫৬৪ | ১.১ | |||
জাতীয় পার্টি | ওবায়দুল হক | ১,০৭২ | ০.৮ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | ইয়াসিন সরকার | ৬৪৯ | ০.৫ | |||
স্বতন্ত্র | আবিদুর রেজা খান | ৩৮০ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৩২৭ | ৩.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪২,২৯৭ | ৫৩.০ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শরীয়তপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "২৬ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই এমপি হচ্ছেন নাহিম"। www.banglanews24.com। ২৩ ফেব্রুয়ারি ২০১২। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে শরীয়তপুর-৩