শরীয়তপুর-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
শরীয়তপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শরীয়তপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২১নং আসন।
শরীয়তপুর-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | শরীয়তপুর জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাশরীয়তপুর-১ আসনটি শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বি. এম. মোজাম্মেল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৯]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | বি. এম. মোজাম্মেল হক | ১,১৭,৩৮৬ | ৬৪.১ | +১৯.১ | ||
স্বতন্ত্র | মোবারক আলী সিকদার | ৫৬,৮৫৩ | ৩১.০ | প্র/না | ||
বিএনপি | শহীদুল হক সিকদার | ৬,৫৫৮ | ৩.৬ | +৩.২ | ||
জাকের পার্টি | মোল্লা গিয়াস উদ্দিন আহমেদ | ২,৪৬৭ | ১.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬০,৫৩৩ | ৩৩.০ | +২৩.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৩,২৬৪ | ৮৪.৮ | +১৫.৬ | |||
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
স্বতন্ত্র | কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব | ৯৮,৪৮০ | ৫৪.১ | |||
আওয়ামী লীগ | মোবারক আলী সিকদার | ৮১,৯৩০ | ৪৫.০ | |||
বিএনপি | আলতাফ হোসেন সিকদার | ৭৭৯ | ০.৪ | |||
স্বতন্ত্র | ফজলুল হক আকন্দ | ২৫৮ | ০.১ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | জাফর খান | ২১৮ | ০.১ | |||
স্বতন্ত্র | এ সাত্তার | ১২৯ | ০.১ | |||
স্বতন্ত্র | তানাই মোল্লা | ৮১ | ০.০ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | আনোয়ার হোসেন আবু | ৬৭ | ০.০ | |||
জাসদ | আতাহার হাওলাদার | ৬১ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৫৫০ | ৯.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,৮২,০০৩ | ৬৯.২ | ||||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনা১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে আব্দুর রাজ্জাক দুটি আসনের নির্বাচনে দাড়ান: শরীয়তপুর-১ ও শরীয়তপুর-৩। দুটি আসনে জয়লাভের পর তিনি শরীয়তপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার বেছে নেন, ফলে অন্য আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মাস্টার মজিবুর রহমান নির্বাচিত হন।[১৩][১৪]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুর রাজ্জাক | ৬৮,৯৩৭ | ৫৩.০ | +৫.২ | |
বিএনপি | আমজাদ হোসেন | ৩২,২৬৬ | ২৪.৮ | -০.৩ | |
স্বতন্ত্র | তানাই মোল্লা | ১৭,৭৬৪ | ১৩.৬ | প্র/না | |
জামায়াতে ইসলামী | সাইফুল আলম খান | ৪,৯৫৩ | ৩.৮ | -৪.২ | |
ইসলামী ঐক্য জোট | সিরাজুল হক একন | ২,৯২৭ | ২.৩ | প্র/না | |
জাকের পার্টি | সিদ্দিকুর রহমান | ১,৬৬০ | ১.৩ | +০.৩ | |
জাতীয় পার্টি | গিয়াস উদ্দিন | ৯৩৮ | ০.৭ | প্র/না | |
স্বতন্ত্র | শাহ আলম সেলিম | ১৯৭ | ০.২ | প্র/না | |
সামাজিক গণতান্ত্রিক পার্টি | এ আজিজ বেপারী | ১৮১ | ০.১ | প্র/না | |
গণফোরাম | আবদুর রহমান মাদবার | ১৬৬ | ০.১ | প্র/না | |
জাসদ (রব) | শামসুল হক বেপারী | ১২০ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | আলতাব হোসেন সিকদার | ৮৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,৬৭১ | ২৮.২ | +৫.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৩০,১৯৪ | ৭৩.৭ | +২৫.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব | ৫৪,৯৫৩ | ৪৭.৮ | |||
বিএনপি | সরদার এ. কে. এম. নাসির উদ্দিন | ২৮,৮৯৫ | ২৫.১ | |||
বাকশাল | মজিবর রহমান | ১৮,৭৫৪ | ১৬.৩ | |||
জামায়াতে ইসলামী | খলিলুর রহমান | ৯,২২৫ | ৮.০ | |||
জাকের পার্টি | গিয়াস উদ্দিন মোল্লা | ১,১৩৩ | ১.০ | |||
বিকেএ | আলাউদ্দিন | ৯০৪ | ০.৮ | |||
স্বতন্ত্র | নূর মোহাম্মদ কোতাল | ৩৫২ | ০.৩ | |||
স্বতন্ত্র | সামসুল হক বেপারী | ৩৪৯ | ০.৩ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | এ আজিজ হাওলাদার | ২৫৮ | ০.২ | |||
স্বতন্ত্র | আমজাদ হোসেন মোরল | ২৩৫ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,০৫৮ | ২২.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৫,০৫৮ | ৪৭.৮ | ||||
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শরীয়তপুর-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ খন্দকার কামরুল হক শামীম (৩ আগস্ট ২০১৫)। "আমার বন্ধু আওরঙ্গ"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ খন্দকার কামরুল হক শামীম (৩ আগস্ট ২০১৫)। "আমার বন্ধু আওরঙ্গ"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "মনোনয়ন দৌড়ে নতুন মুখসহ এক ডজনের বেশি প্রার্থী"। দৈনিক নয়াদিগন্ত। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা 167। আইএসবিএন 0-7546-1628-2।
- ↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে শরীয়তপুর-১