চট্টগ্রাম-১৪

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

চট্টগ্রাম-১৪ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯১নং আসন।

চট্টগ্রাম-১৪
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাচট্টগ্রাম জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ২,৮৮,৩০৩ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৫২,৫৬৩
  • নারী ভোটার: ১,৩৫,৭৩৯
  • হিজড়া ভোটার: ১
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

চট্টগ্রাম-১৪ আসনটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন, কালিয়াইশ ইউনিয়ন, বাজালিয়া ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, পুরানগড় ইউনিয়নখাগরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত।[] বর্তমান সীমানাটি ২০১৩ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন পুন:নির্ধারণ করে।[]

ইতিহাস

সম্পাদনা

চট্টগ্রাম ১৪ আসন ১৯৭৩ সালে গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত এই আসনের অন্তর্ভুক্ত এলাকা ছিল[]

নির্বাচন সদস্য দল
১৯৭৩ এম. সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ মোস্তাক আহমদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ ইব্রাহিম বিন খলিল জাতীয় পার্টি (এ)[][]
১৯৯১ শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী
ফেব্রুয়ারি ১৯৯৬ অলি আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ অলি আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০০৮ শামসুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০১৪ নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০২৪: চট্টগ্রাম-১৪[]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ নজরুল ইসলাম চৌধুরী ৭১,১২৫ প্র/না
স্বতন্ত্র আবদুল জব্বার চৌধুরী ৩৬,৮৮৪ প্র/না

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নজরুল ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১৪[১০][১১]
দল প্রার্থী ভোট % ±%
জামাত শামসুল ইসলাম ১,২০,৩৩৯ ৫১.১ +৩.২
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) অলি আহমেদ ৬৩,৪১২ ২৬.৯ প্র/না
আ.লীগ একেএম সিরাজুল ইসলাম চৌধুরী ৪৯,৪৭২ ২১.০ -১.২
স্বতন্ত্র জাফর আহমেদ চৌধুরী ৯২৪ ০.৪ প্র/না
গণফোরাম আব্দুল চৌধুরী ৮৯৩ ০.৪ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি এনামুল হক চৌধুরী ৩৯৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৬,৯২৭ ২৪.২ +৫.৪
ভোটার উপস্থিতি ২,৩৫,৪৩৩ ৮৬.৯ +১২.৩
জামাত নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-১৪[১২]
দল প্রার্থী ভোট % ±%
জামাত শাহজাহান চৌধুরী ১,০৫,৭৭৩ ৪৭.৯ +২১.১
বিএনপি অলি আহমেদ ৬৪,১৮৪ ২৯.১ -১৯.১
আ.লীগ জাফর আহমেদ চৌধুরী ৪৮,৯৩২ ২২.২ -০.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট ইব্রাহিম বিন খলিল ১,২০৬ ০.৬ প্র/না
কমিউনিস্ট পার্টি অপুর্ব চরণ দাস ৪৫৮ ০.২ প্র/না
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি সৈয়দ মোস্তফা জামাল ৩৩৮ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪১,৫৮৯ ১৮.৮ −২.৮
ভোটার উপস্থিতি ২,২০,৮৯১ ৭৪.৬ +৪.১
বিএনপি থেকে জামাত অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-১৪[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি অলি আহমেদ ৭৫,৮৫৫ ৪৮.২ +২৫.৩
জামাত শাহজাহান চৌধুরী ৪১,৮৬০ ২৬.৬ -৩.৩
আ.লীগ মইনুদ্দিন হাসান চৌধুরী ৩৫,৪৩২ ২২.৫ -৭.৪
ইসলামী ঐক্য জোট আব্দুল হালিম বোখারী ২,০৫৬ ১.৩ প্র/না
জাপা ইব্রাহিম বিন খলিল ১,২০৮ ০.৮ প্র/না
ন্যাপ (ভাসানী) খন্দকার ফকরে আলম ৭৬১ ০.৫ প্র/না
জাকের পার্টি মোহাম্মদ শাহেদুল আলম চৌধুরী ১৮৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,৯৯৫ ২১.৬ +৫.৩
ভোটার উপস্থিতি ১,৫৭,৩৫৫ ৭০.৫ ২১.০
জামাত থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-১৪[১২]
দল প্রার্থী ভোট % ±%
জামাত শাহজাহান চৌধুরী ৬২,৮৯৭ ৪৬.২
আ.লীগ আখতারুজ্জামান চৌধুরী বাবু ৪০,৬৫৯ ২৯.৯
বিএনপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ৩১,১৪৫ ২২.৯
বাকশাল মাহফুজুর রহমান চৌধুরী ১,৪৪৯ ১.১
সংখ্যাগরিষ্ঠতা ২২,২৩৮ ১৬.৩
ভোটার উপস্থিতি ১,৩৬,১৫০ ৪৯.৫
আ.লীগ থেকে জামাত অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চট্টগ্রাম-১৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "53 constituencies get new boundaries"দ্য ডেইলি স্টার। ৪ জুলাই ২০১৩। 
  4. "Constituency Maps of Bangladesh" (পিডিএফ)Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  9. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  10. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  11. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা