চট্টগ্রাম-১৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চট্টগ্রাম-১৪ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯১নং আসন।
চট্টগ্রাম-১৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাচট্টগ্রাম-১৪ আসনটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন, কালিয়াইশ ইউনিয়ন, বাজালিয়া ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, পুরানগড় ইউনিয়ন ও খাগরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত।[২] বর্তমান সীমানাটি ২০১৩ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন পুন:নির্ধারণ করে।[৩]
ইতিহাস
সম্পাদনাচট্টগ্রাম ১৪ আসন ১৯৭৩ সালে গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত এই আসনের অন্তর্ভুক্ত এলাকা ছিল[৪]
নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | নজরুল ইসলাম চৌধুরী | ৭১,১২৫ | প্র/না | ||
স্বতন্ত্র | আবদুল জব্বার চৌধুরী | ৩৬,৮৮৪ | প্র/না |
২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নজরুল ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | শামসুল ইসলাম | ১,২০,৩৩৯ | ৫১.১ | +৩.২ | |
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | অলি আহমেদ | ৬৩,৪১২ | ২৬.৯ | প্র/না | |
আওয়ামী লীগ | একেএম সিরাজুল ইসলাম চৌধুরী | ৪৯,৪৭২ | ২১.০ | -১.২ | |
স্বতন্ত্র | জাফর আহমেদ চৌধুরী | ৯২৪ | ০.৪ | প্র/না | |
গণফোরাম | আব্দুল চৌধুরী | ৮৯৩ | ০.৪ | প্র/না | |
বাংলাদেশ কল্যাণ পার্টি | এনামুল হক চৌধুরী | ৩৯৩ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৬,৯২৭ | ২৪.২ | +৫.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,৩৫,৪৩৩ | ৮৬.৯ | +১২.৩ | ||
জামায়াতে ইসলামী নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | শাহজাহান চৌধুরী | ১,০৫,৭৭৩ | ৪৭.৯ | +২১.১ | ||
বিএনপি | অলি আহমেদ | ৬৪,১৮৪ | ২৯.১ | -১৯.১ | ||
আওয়ামী লীগ | জাফর আহমেদ চৌধুরী | ৪৮,৯৩২ | ২২.২ | -০.৩ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | ইব্রাহিম বিন খলিল | ১,২০৬ | ০.৬ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | অপুর্ব চরণ দাস | ৪৫৮ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | সৈয়দ মোস্তফা জামাল | ৩৩৮ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৫৮৯ | ১৮.৮ | −২.৮ | |||
ভোটার উপস্থিতি | ২,২০,৮৯১ | ৭৪.৬ | +৪.১ | |||
বিএনপি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | অলি আহমেদ | ৭৫,৮৫৫ | ৪৮.২ | +২৫.৩ | ||
জামায়াতে ইসলামী | শাহজাহান চৌধুরী | ৪১,৮৬০ | ২৬.৬ | -৩.৩ | ||
আওয়ামী লীগ | মইনুদ্দিন হাসান চৌধুরী | ৩৫,৪৩২ | ২২.৫ | -৭.৪ | ||
ইসলামী ঐক্য জোট | আব্দুল হালিম বোখারী | ২,০৫৬ | ১.৩ | প্র/না | ||
জাতীয় পার্টি | ইব্রাহিম বিন খলিল | ১,২০৮ | ০.৮ | প্র/না | ||
ন্যাপ (ভাসানী) | খন্দকার ফকরে আলম | ৭৬১ | ০.৫ | প্র/না | ||
জাকের পার্টি | মোহাম্মদ শাহেদুল আলম চৌধুরী | ১৮৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৯৯৫ | ২১.৬ | +৫.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৭,৩৫৫ | ৭০.৫ | ২১.০ | |||
জামায়াতে ইসলামী থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | শাহজাহান চৌধুরী | ৬২,৮৯৭ | ৪৬.২ | |||
আওয়ামী লীগ | আখতারুজ্জামান চৌধুরী বাবু | ৪০,৬৫৯ | ২৯.৯ | |||
বিএনপি | মোস্তাফিজুর রহমান চৌধুরী | ৩১,১৪৫ | ২২.৯ | |||
বাকশাল | মাহফুজুর রহমান চৌধুরী | ১,৪৪৯ | ১.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২২,২৩৮ | ১৬.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩৬,১৫০ | ৪৯.৫ | ||||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম-১৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "53 constituencies get new boundaries"। The Daily Star। ৪ জুলাই ২০১৩।
- ↑ "Constituency Maps of Bangladesh" (পিডিএফ)। Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "চট্টগ্রাম-১৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চট্টগ্রাম-১৪
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |