চট্টগ্রাম-১৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চট্টগ্রাম-১৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯০নং আসন।
চট্টগ্রাম-১৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাচট্টগ্রাম-১৩ আসনটি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা এবং কর্ণফুলি উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: চট্টগ্রাম-১৩[৭][৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | সাইফুজ্জামান চৌধুরী | ১,৭৮,৯৮৫ | ৯৬.০ | +৬১.৬ | ||
জাতীয় পার্টি | তপন চক্রবর্তী | ৫,৪১৮ | ২.৯ | +২.৬ | ||
বিএনএফ | নারায়ণ রক্ষীত | ১,৯৫৪ | ১.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৭৩,৫৬৭ | ৯৩.১ | +৮১.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৬,৩৫৭ | ৬৮.৩ | -১৯.৮ | |||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১৩[৯][১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | অলি আহমেদ | ৮২,০৩৬ | ৪৫.৮ | প্র/না | ||
আওয়ামী লীগ | আফসার উদ্দিন আহমেদ | ৬১,৬৪৬ | ৩৪.৪ | -৯.৯ | ||
বিএনপি | মিজানুল হক চৌধুরী | ৩৩,৩৩৫ | ১৮.৬ | -৩৫.২ | ||
ইসলামী ফ্রন্ট | শাহ খোলিলুর রহমান | ১,২৮৪ | ০.৭ | -০.৫ | ||
জাতীয় পার্টি | মৃদুল গুহ | ৪৭৮ | ০.৩ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | মো. আক্তারুজ্জামান | ১৬৭ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মো গোলাম ইশক খান | ৮৩ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২০,৩৯০ | ১১.৪ | +১.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৯,০২৯ | ৮৮.১ | +১৩.৬ | |||
বিএনপি থেকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-১৩[১১] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | অলি আহমেদ | ৭০,০১৬ | ৫৩.৮ | ||
আওয়ামী লীগ | আব্বাস উদ্দিন আহমদ | ৫৭,৭০০ | ৪৪.৩ | ||
ইসলামী ফ্রন্ট | আহমদ হোসেন আল কাদেরী | ১,৬১৪ | ১.২ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মৃদুল গুহ | ৩৮০ | ০.৩ | ||
স্বতন্ত্র | আবুল কাশেম | ২৯৩ | ০.২ | ||
স্বতন্ত্র | আবদুল নবী | ১৫৫ | ০.১ | ||
জাসদ | সৈয়দ মঞ্জুর রহমান জুবায়ের | ৬৯ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৩১৬ | ৯.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৩০,২২৭ | ৭৪.৫ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনা১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে অলি আহমেদ দুইটি আসনে দাড়ান: চট্টগ্রাম-১৩ ও চট্টগ্রাম-১৪। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি চট্টগ্রাম-১৪ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে অন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১১][১২] ১৯৯৬ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বিএনপির মমতাজ বেগম নির্বাচিত হন।[১৩]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-১৩[১১] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | অলি আহমেদ | ৬২,৩২৩ | ৬১.৮ | +২.৩ | |
আওয়ামী লীগ | নজরুল ইসলাম চৌধুরী | ৩০,৭২৮ | ৩০.৫ | -০.৪ | |
জামায়াতে ইসলামী | শামসুল ইসলাম | ৬,৪৩৩ | ৬.৪ | -০.৬ | |
জাতীয় পার্টি | মৃদুল গুহ | ৬৫১ | ০.৬ | -০.১ | |
কমিউনিস্ট পার্টি | আবদুল নবী | ৪০১ | ০.৪ | প্র/না | |
জাকের পার্টি | মো সিদ্দিকুল ইসলাম | ১১২ | ০.১ | -০.১ | |
ফ্রিডম পার্টি | মো. আলী জোবায়ের | ৮৫ | ০.১ | -০.১ | |
ন্যাপ | সৈয়দ মোস্তফা কামাল | ৬১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,৫৯৫ | ৩১.৩ | +২.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,০০,৭৯৪ | ৭৭.৭ | +২১.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-১৩[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | অলি আহমেদ | ৫২,০৭২ | ৫৯.৫ | |||
আওয়ামী লীগ | জাফর আহমেদ চৌধুরী | ২৭,০৯২ | ৩০.৯ | |||
জামায়াতে ইসলামী | শামসুল ইসলাম | ৬,১০৮ | ৭.০ | |||
ইসলামী ফ্রন্ট | মো রেজাউল করিম | ১,১২৯ | ১.৩ | |||
জাতীয় পার্টি | নূরুল আবসার | ৬১২ | ০.৭ | |||
ফ্রিডম পার্টি | আবু সাইদ | ২০৬ | ০.২ | |||
জাসদ (রব) | এ কে এম শামসুদ্দিন | ১৮৬ | ০.২ | |||
জাকের পার্টি | নুরুল ইসলাম | ১৫৮ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৯৮০ | ২৮.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৮৭,৫৬৩ | ৫৬.৭ | ||||
ন্যাপ থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম-১৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Chittagong-13"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Chittagong-13"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ ঘ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চট্টগ্রাম-১৩