আনোয়ার হোসেন মঞ্জু

বাংলাদেশী রাজনীতিবিদ

আনোয়ার হোসেন মঞ্জু (জন্ম ৯ ফেব্রুয়ারি ১৯৪৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক, যিনি পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী। এর পূর্বে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। তিনি পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন[] থেকে ৬ বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য।

আনোয়ার হোসেন মঞ্জু
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০১৪ – ২০২৪
পূর্বসূরীশাহ আলম
কাজের মেয়াদ
২০০১ – ২০০৬
পূর্বসূরীতাসমিমা হোসেন
উত্তরসূরীশাহ আলম
কাজের মেয়াদ
১৯৮৮ – ফেব্রুয়ারি ১৯৯৬
পূর্বসূরীমনিরুল ইসলাম মনির
উত্তরসূরীনূরুল ইসলাম মঞ্জুর
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী
কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০১৮ – ২০১৯
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীআনিসুল ইসলাম মাহমুদ
বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী
কাজের মেয়াদ
১২ জানুয়ারি ২০১৪ – ৩ জানুয়ারি ২০১৮
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
উত্তরসূরীআনিসুল ইসলাম মাহমুদ
যোগাযোগমন্ত্রী
কাজের মেয়াদ
২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীআবদুল মতিন চৌধুরী
উত্তরসূরীনাজমুল হুদা
কাজের মেয়াদ
২৭ মার্চ ১৯৮৮ – ৬ অক্টোবর ১৯৯০
রাষ্ট্রপতিহুসেইন মুহাম্মদ এরশাদ
পূর্বসূরীএম মতিউর রহমান
উত্তরসূরীঅলি আহমেদ
বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৮৫ – ১৯৮৮
রাষ্ট্রপতিহুসেইন মুহাম্মদ এরশাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1944-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৪৪ (বয়স ৮০)
পিরোজপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলজাতীয় পার্টি (মঞ্জু)
জাতীয় পার্টি (এরশাদ)(১৯৯৬ সালের সালের পূর্বে)
প্রাক্তন শিক্ষার্থীজর্জটাউন ইউনিভার্সিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়

আনোয়ার হোসেন মঞ্জু এ ছাড়া ও ১৯৮৫ সাল থেকে শুরু করে ১৭ বছর ধরে মন্ত্রী এবং একবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ১/১১-এর সময় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মামলা থাকায় ২০০৮ সালে তিনি নির্বাচন করতে পারেননি।

তিনি জাতীয় পার্টি র একটি অংশের নেতা। যা বাংলাদেশে জেপি নামে পরিচিত। তার পিতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাক এর সম্পাদক ছিলেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এ গঠিত ৭৬ সদস্য বিশিষ্ট বি এন পি এর আহবায়ক কমিটির সদস্যদের একজন ছিলেন।[] তিনি ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগ এর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন প্রদান করেন এবং সেসময় বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।

সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "EC BD" (পিডিএফ)। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. আহমদ, মহিউদ্দিন (২০১৬)। বিএনপি সময়-অসময়। প্রথমা প্রকাশন। পৃষ্ঠা ১২৩। আইএসবিএন 9789849176251 
  3. "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯