আনোয়ার হোসেন মঞ্জু
আনোয়ার হোসেন মঞ্জু (জন্ম ৯ ফেব্রুয়ারি ১৯৪৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক, যিনি পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী। এর পূর্বে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। তিনি পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন[১] থেকে ৬ বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য।
আনোয়ার হোসেন মঞ্জু | |
---|---|
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০১৪ – ২০২৪ | |
পূর্বসূরী | শাহ আলম |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | তাসমিমা হোসেন |
উত্তরসূরী | শাহ আলম |
কাজের মেয়াদ ১৯৮৮ – ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | মনিরুল ইসলাম মনির |
উত্তরসূরী | নূরুল ইসলাম মঞ্জুর |
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০১৮ – ২০১৯ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আনিসুল ইসলাম মাহমুদ |
বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী | |
কাজের মেয়াদ ১২ জানুয়ারি ২০১৪ – ৩ জানুয়ারি ২০১৮ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
উত্তরসূরী | আনিসুল ইসলাম মাহমুদ |
যোগাযোগমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আবদুল মতিন চৌধুরী |
উত্তরসূরী | নাজমুল হুদা |
কাজের মেয়াদ ২৭ মার্চ ১৯৮৮ – ৬ অক্টোবর ১৯৯০ | |
রাষ্ট্রপতি | হুসেইন মুহাম্মদ এরশাদ |
পূর্বসূরী | এম মতিউর রহমান |
উত্তরসূরী | অলি আহমেদ |
বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৮৫ – ১৯৮৮ | |
রাষ্ট্রপতি | হুসেইন মুহাম্মদ এরশাদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পিরোজপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) | ৯ ফেব্রুয়ারি ১৯৪৪
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (মঞ্জু) জাতীয় পার্টি (এরশাদ)(১৯৯৬ সালের সালের পূর্বে) |
প্রাক্তন শিক্ষার্থী | জর্জটাউন ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় |
আনোয়ার হোসেন মঞ্জু এ ছাড়া ও ১৯৮৫ সাল থেকে শুরু করে ১৭ বছর ধরে মন্ত্রী এবং একবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ১/১১-এর সময় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মামলা থাকায় ২০০৮ সালে তিনি নির্বাচন করতে পারেননি।
তিনি জাতীয় পার্টি র একটি অংশের নেতা। যা বাংলাদেশে জেপি নামে পরিচিত। তার পিতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাক এর সম্পাদক ছিলেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এ গঠিত ৭৬ সদস্য বিশিষ্ট বি এন পি এর আহবায়ক কমিটির সদস্যদের একজন ছিলেন।[২] তিনি ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগ এর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন প্রদান করেন এবং সেসময় বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।
সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "EC BD" (পিডিএফ)। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ আহমদ, মহিউদ্দিন (২০১৬)। বিএনপি সময়-অসময়। প্রথমা প্রকাশন। পৃষ্ঠা ১২৩। আইএসবিএন 9789849176251।
- ↑ "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |