মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান (লাতিন: alma mater; বহুবচনেঃ [খুব কম ব্যবহৃত হয়] almae matres) রূপক অর্থে ব্যবহৃত একটি লাতিন শব্দ যা কোন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ করে যেখানে কোন শিক্ষার্থী পড়াশুনা করেছেন।[১] যুক্তরাজ্যে, উচ্চ বিদ্যালয় থেকে কেউ উত্তীর্ণ হলেও এই শব্দটি ব্যবহৃত হয়।[২] এই লাতিন শব্দটির (alma mater) বাংলা অর্থ দাঁড়ায় "সেবাদানকারী মা"। বর্তমানে শব্দটি দ্বারা বোঝায় কোন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পড়াশুনা করা শিক্ষার্থীদের জ্ঞানের দিক থেকে সেবাদান করে এসেছে।[৩]
আজকের দিনে শব্দটি ব্যবহৃত হওয়ার আগে, এটি দ্বারা বিভিন্ন লাতিন মাতৃ দেবতাদের নির্দেশ করা হতো। পরে শব্দটি ক্যাথোলিজমেও ব্যবহৃত হয়েছে।[৪] পরে বোলগনা বিশ্ববিদ্যালয় প্রথম শিক্ষাক্ষেত্রে শব্দটির প্রচলন শুরু করে। যা বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ঐতিহ্যকেও নির্দেশ করে।[৫] মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থী (alumnus) শব্দটির সাথেও সম্পর্কিত।[৬]
স্তম্ভ
সম্পাদনামাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন স্তম্ভ আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যায়। নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে ড্যানিয়েল চেস্টার ফ্রেঞ্চের তৈরি মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত একটি মুর্তি রয়েছে। ইলিনয়েস বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়েও এ সম্পর্কিত মুর্তি রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "alma" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৯ তারিখে, oxforddictionaries.com. Retrieved October 11, 2018.
- ↑ "alma mater"। Merriam-Webster। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৯।
A school, college, or university which one has attended or from which one has graduated
- ↑ Ayto, John (২০০৫)। Word Origins (2nd সংস্করণ)। London: A&C Black। আইএসবিএন 9781408101605। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫।
- ↑ Shorter Oxford English Dictionary, 3rd edition
- ↑ "Our history – University of Bologna"। Unibo.it। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৭।
- ↑ Cresswell, Julia (২০১০)। Oxford Dictionary of Word Origins। Oxford University Press। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫।