মানিকগঞ্জ-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
মানিকগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬৮নং আসন। শিবালয়, ঘিওর ও দৌলতপুর নিয়েই মানিকগঞ্জ -১ আসন।
মানিকগঞ্জ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | মানিকগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
জনসংখ্যা | ৭,৪৬,০৭৮ জন (প্রায়) |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
আয়তন
সম্পাদনামানিকগঞ্জ - ১ আসনের আয়তন ৫৮৪.২৭ বর্গ কিলোমিটার। শিবালয় (১৯৯.১৮ বর্গ কিলোমিটার), ঘিওর (১৪৫.৯৫ বর্গ কিলোমিটার) ও দৌলতপুর (২৩৯.১৪ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
সম্পাদনামানিকগঞ্জ - ১ আসনের সর্বমোট জনসংখ্যা ৭,৪৬,০৭৮ জন (প্রায়)। শিবালয় - ১,৭১,৮৭৩ জন (প্রায়), পুরুষ - ৮৫,২১৬ জন (প্রায়), নারী - ৮৬,৬৫৭ জন (প্রায়) ঘিওর - ১,৪৬,২৯২ জন (প্রায়), পুরুষ - ৭১,২৯৪ জন (প্রায়), নারী - ৭৪,৯৯৮ জন (প্রায়)ও দৌলতপুর - ৪,২৭,৮৯৫ জন (প্রায়), পুরুষ - ২,০২,৩৮৬ জন (প্রায়), নারী - ২,২৫,৫২৭ জন (প্রায়)।
সীমানা
সম্পাদনামানিকগঞ্জ-১ আসনটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা শিবালয় উপজেলা ও ঘিওর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: মানিকগঞ্জ-১[৫] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | নাইমুর রহমান দুর্জয় | ৮১,১২৭ | ৮৫.০ | +৩০.৪ | |
জাসদ (রব) | আফজাল হোসেন খান জকি | ১৪,৩০০ | ১৫.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬৬,৮২৭ | ৭০.০ | +৫৩.৪ | ||
ভোটার উপস্থিতি | ৯৫,৪২৭ | ২৭.৮ | -৬১.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: মানিকগঞ্জ-১[৬][৭] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | এবিএম আনোয়ারুল হক | ১,৪৭,৩২২ | ৫৪.৬ | +১৫.২ | ||
বিএনপি | খন্দকার দেলোয়ার হোসেন | ১,০২,৪১২ | ৩৭.৯ | -১৮.৬ | ||
স্বতন্ত্র | তোজাম্মেল হক | ২০,২২৮ | ৭.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৪,৯১০ | ১৬.৬ | -০.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,৬৯,৯৬২ | ৮৯.৬ | +১৪.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: মানিকগঞ্জ-১[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | খন্দকার দেলোয়ার হোসেন | ৮৫,৪৪৭ | ৫৬.৫ | +১৮.০ | |
আওয়ামী লীগ | আবদুস সালাম | ৫৯,৫৪১ | ৩৯.৪ | +১০.৭ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো: আফজাল হোসেন | ৫,৩০৮ | ৩.৫ | প্র/না | |
কেএসজেএল | মেহেদী রফি | ৫৩০ | ০.৪ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | আফসার উদ্দিন আহমদ | ১৮৮ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | মো: খন্দকার আজিজ মিয়া | ৮৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৯০৬ | ১৭.১ | +৭.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৫১,১০০ | ৭৪.৭ | -৩.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মানিকগঞ্জ-১[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | খন্দকার দেলোয়ার হোসেন | ৪৪,৫০২ | ৩৮.৫ | -৮.৬ | |
আওয়ামী লীগ | এএম সাইদুর রহমান | ৩৩,১৬১ | ২৮.৭ | +৮.২ | |
জাতীয় পার্টি | আবদুল মালেক | ২৯,৯২৯ | ২৫.৯ | +১৫.৬ | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | আফজাল হোসেন খান জকি | ৩,৪৬৬ | ৩.০ | প্র/না | |
জামায়াতে ইসলামী | তাজুল ইসলাম | ১,৯৮১ | ১.৭ | -৪.১ | |
ইসলামী ঐক্য জোট | মো: বাকী বিল্লাহ | ১,৪৭৫ | ১.৩ | প্র/না | |
স্বতন্ত্র | দুলাল কুমার বিশ্বাস | ৫৩২ | ০.৫ | +০.৪ | |
গণফোরাম | মো: ফজলুর রহমান মোল্লা | ২৯০ | ০.৩ | প্র/না | |
জাকের পার্টি | মো: সাফীউদ্দিন বিশ্বাস | ২৫৩ | ০.২ | -১.৩ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৩৪১ | ৯.৮ | -১৬.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,১৫,৫৮৯ | ৭৮.০ | +২২.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: মানিকগঞ্জ-১[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | খন্দকার দেলোয়ার হোসেন | ৪৬,৮১৭ | ৪৭.১ | ||
আওয়ামী লীগ | সিদ্দিকুর রউফ খান | ২০,৪১৫ | ২০.৫ | ||
জাতীয় পার্টি | আফজাল হোসেন | ১০,২১৪ | ১০.৩ | ||
স্বতন্ত্র | নূরুল আমিন | ৬,৭০১ | ৬.৭ | ||
জামায়াতে ইসলামী | তাজুল ইসলাম | ৫,৭৩৬ | ৫.৮ | ||
স্বতন্ত্র | আজিজ উল্লাহ | ১,৭২০ | ১.৭ | ||
স্বতন্ত্র | বাবু মিয়া | ১,৬৬৯ | ১.৭ | ||
জাকের পার্টি | লুৎফর রহমান খান | ১,৫১৫ | ১.৫ | ||
জাসদ | আনিসুর রহমান | ১,৩৪০ | ১.৩ | ||
কমিউনিস্ট পার্টি | আব্দুর রহামন দরজি মিনু | ১,২৭৭ | ১.৩ | ||
বাংলাদেশ জনতা পার্টি | এটিএম জহির আলম খথান লোদি | ১,২৪৬ | ১.৩ | ||
স্বতন্ত্র | আসার উদ্দিন | ৩৮৩ | ০.৪ | ||
স্বতন্ত্র | বেগম তৌফিক করিম | ১৭৬ | ০.২ | ||
স্বতন্ত্র | দুলাল কুমার বিশ্বাস | ১৪৭ | ০.১ | ||
স্বতন্ত্র | মো:আবুল কাশেম | ৬৩ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৪০২ | ২৬.৬ | |||
ভোটার উপস্থিতি | ৯৯,৪১৯ | ৫৫.৮ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মানিকগঞ্জ-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Manikganj-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে মানিকগঞ্জ-১