নাইমুর রহমান দুর্জয়
নাইমুর রহমান দুর্জয় (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭৪) একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক স্পিনার। বর্তমানে তিনি জাতীয় সংসদের দুইবারের সাবেক সদস্য।[২]
নাইমুর রহমান দুর্জয় | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | মানিকগঞ্জ জেলা, বাংলাদেশ | ১৯ সেপ্টেম্বর ১৯৭৪|||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয়তা | বাংলাদেশী | |||||||||||||||||||||||||||||||||||||||
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ | |||||||||||||||||||||||||||||||||||||||
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
দায়িত্বাধীন | ||||||||||||||||||||||||||||||||||||||||
অধিকৃত কার্যালয় ২০১৪, ২০১৮ | ||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রিকেট তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম
সম্পাদনানাইমুর রহমান দুর্জয় ১৯৭৪ সালের ১৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার। সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম অধ্যক্ষ সায়েদুর রহমান এবং মাতা নীনা রহমান।
কর্মজীবন
সম্পাদনাবাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ডাক নাম দুর্জয়। তিনি ৮ টি টেস্ট ও ২৯ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়। ২০১৪ ও ২০১৮ সালে তিনি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়া তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েসন এর প্রেসিডেন্ট এবং তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক ও পরিচালক। তার বাবা অধ্যক্ষ সায়েদুর রহমান মানিকগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ সদস্য। তার মা মানিকগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের ২৩ বছর সভাপতিত্ব করেন। তিনি খুব জনপ্রিয় একজন সফল নেতা । বিশেষ করে তিনি সাধারণ ছাত্র ও ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় !
ব্যক্তিগত জীবন
সম্পাদনানাইমুর রহমান দুর্জয় ঘিওর উপজেলার হ্যাপী রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নাইমুর রহমান"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৭।
- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। parliament.gov.bd। ২০১৮-০৬-২৬। Archived from the original on ২০১৮-০৬-২৬। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে নাইমুর রহমান দুর্জয় (ইংরেজি)
পূর্বসূরী আমিনুল ইসলাম |
বাংলাদেশী জাতীয় ক্রিকেট অধিনায়ক ২০০০/১–২০০২ |
উত্তরসূরী হাবিবুল বাশার |