দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার একটি উপজেলা
দৌলতপুর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
দৌলতপুর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′২৩″ উত্তর ৮৯°৫০′২১″ পূর্ব / ২৩.৯৫৬৩৯° উত্তর ৮৯.৮৩৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২৩৯.১৪ বর্গকিমি (৯২.৩৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৪,২৭,৯১৩ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৬ ১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থানসম্পাদনা
এই উপজেলার উত্তরে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা, পূর্বে সাটুরিয়া উপজেলা, দক্ষিণে ঘিওর উপজেলা এবং পশ্চিমে পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানা ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
দৌলতপুর উপজেলার ইউনিয়নসমূহঃ
ইতিহাসসম্পাদনা
দৌলতপুরের নাম ছিল গোবর্ধনপুর। এখানকার মন্দিরে হিন্দু দেবমূর্তি গিরিগোবর্ধনের নাম অনুসারে এর নামকরণ করা হয়।কালক্রমে নদীভাঙনের ফলে দেবমূর্তিসহ মন্দিরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। মুঘল শাসনামলে দৌলত শাহ নামে এক সুফি সাধক গোবর্ধনপুরে এসে তার খানকাহ প্রতিষ্ঠা করেন এবং বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে।পরবর্তীতে তারই নাম অনুসারে গোবর্ধনপুরের নামকরণ করা হয় "দৌলতপুর"।
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দৌলতপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |