যমুনা নদী (বাংলাদেশ)
বাংলাদেশের নদী
যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি। এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)কর্তৃক যমুনা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৭৬।[১]
যমুনা নদী | |
যমুনা নদীতে অপরূপ নৌকার দৃশ্য
| |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চলসমূহ | রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ |
জেলাসমূহ | টাঙ্গাইল জেলা, সিরাজগঞ্জ জেলা পাবনা জেলা, গাইবান্ধা জেলা |
উৎস | ব্রহ্মপুত্র |
মোহনা | পদ্মা |
দৈর্ঘ্য | ৫০ কিলোমিটার (৩১ মাইল) |

প্রবাহ সম্পাদনা
যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। এর পূর্ব নাম জোনাই। ১৭৮৭ সালে ভূমিকম্পে যমুনা নদী সৃষ্টি হয় যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চল আলাদা হয় (সূত্র পাবনা জেলার ইতিহাস)। উৎপত্তিস্থল হতে এর দৈর্ঘ্য ২৪০ কিলোমিটার।
যমুনা নদীর সর্বাধিক প্রস্থ ১২০০০ মিটার(আরিচা) যমুনার প্রধান উপনদী গুলো হল তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। করতোয়া যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী।
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৩৫। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |