বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)[১] বাংলাদেশের একটি বিশেষায়িত সংস্থা। এটি একটি সরকারী সংস্থা যা বাংলাদেশের ভূ-পৃষ্ঠের পানি এবং ভূগর্ভস্থ পানি সুষ্ঠ পরিচালনার জন্য নিয়োজিত। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। [২][৩] জনাব মোঃ নুরুল ইসলাম সরকার বোর্ডের মহাপরিচালক।[৪]
![]() | |
সংক্ষেপে | বিডাব্লুডিবি |
---|---|
গঠিত | ১৯৭২ |
ধরন | সরকারি |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
প্রধান প্রতিষ্ঠান | পানি সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয় |
ওয়েবসাইট | বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড |
ইতিহাসসম্পাদনা
১৯৫৪ এবং ১৯৫৫ সালের উপর্যপরি ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে ১৯৫৭ সনে জাতিসংঘের অধীনে গঠিত। ক্রুগ মিশন এর সুপারিশক্রমে এতদঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষে ১৯৫৯ সনে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা এর পানি উইং হিসেবে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম আরম্ভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা এর পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। অত:পর সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি-১৯৯৯ ও জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা-২০০৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ রহমান, মিজানুর। "১৩৫ জনের মুক্তিযোদ্ধা সনদের তথ্যে গরমিল"। Prothomalo। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২২।
- ↑ "Bangladesh water crisis"। udel.edu। UDaily। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "Bangladesh Water Development Board"। Banglapedia। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
- ↑ "প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১৫।
বহিঃসংযোগসম্পাদনা
পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ আগস্ট ২০২০ তারিখে