খলশী ইউনিয়ন
খলসী বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার একটি ইউনিয়ন।
খলসী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
উপজেলা | দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মো: জিয়াউর রহমান |
আয়তন | |
• মোট | ৮.৭৬ বর্গকিমি (৩.৩৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী) | |
• মোট | ২০,০১০ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৫,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার(২০০১ সালের আদমশুমারি অনুযায়ী) | |
• মোট | ৫২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তনসম্পাদনা
প্রশাসনিক কাঠামোসম্পাদনা
খলসী ইউনিয়ন দৌলতপুর উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। জাতীয় সংসদের ১৬৮নং নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-১ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দৌলতপুর উপজেলার আওতাধীন[১]
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খলসী ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৪৮০ জন। [২]
শিক্ষাসম্পাদনা
খলসী ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলোঃ ১. বিষ্ণুপুর জি এম উচ্চ বিদ্যালয়। ২. ১৫ নং বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৩. খলসী আদর্শ উচ্চ বিদ্যালয় ৪. ১২ নং বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা
খলসী ইউনিয়ন এর পূর্বে ঘিওর বাজার উত্তর এ দৌলতপুর বাজার, দক্ষিণ এ শিবালয় এবং পশ্চিম দিকে যমুনা নদী। এই ইউনিয়ন এ প্রবেশ করার তিন টা রাস্তা আছে। দৌলতপুর থেকে একটি। ঘিওর থেকে একটি ও যাফরগঞ্জ থেকে একটি। এছারাও ছোট ছোট অনেক গুলো রাস্তা রয়েছে। নদী পথেও প্রবেশ করা যায়। তবে অধিক বর্ষার সময় অনেক স্থানে ব্রিজ এ বাধা প্রাপ্ত হতে হয়। প্রাকৃতিক ভাবে এলাকা টি অনেক সুন্দর। এই এলাকায় ছোট বড় অনেক গুলো বাজার রয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিনোদপুর বাজার , খলসী বাজার , ভররা বাজার । তবে সবচেয়ে মনোমুগ্ধকর বাজার বিনোদপুর বাজার। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন তাদের প্রয়োজন এ আসে। এই বাজারে প্রবেশ এর রাস্তা তিনটি । তবে সবথেকে ভালো মানের রাস্তা হলো কালিবাড়ী ব্রিজ এর রাস্তা। এটা উপপ্রধান সরকের সাথে বাজারকে যোগ করেছে।
জনপ্রতিনিধিসম্পাদনা
- বর্তমান চেয়ারম্যান: মো: জিয়াউর রহমান[৩]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "খলসী ইউনিয়ন"। khalshiup.manikganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - খলসী ইউনিয়ন"। khalshiup.manikganj.gov.bd। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ "উইপি চেয়ারম্যান - খলসী ইউনিয়ন"। khalshiup.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগসম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |