সাটুরিয়া উপজেলা
সাটুরিয়া বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
সাটুরিয়া | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে সাটুরিয়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৩৫′৪১″ উত্তর ৯০°১′৩৪″ পূর্ব / ২৩.৫৯৪৭২° উত্তর ৯০.০২৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১৪০.১০ বর্গকিমি (৫৪.০৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৭১,৪৯৪ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭.৩০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৬ ৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাসাটুরিয়া উপজেলার উত্তরে রয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা ও ধামরাই উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জ সদর উপজেলা, পূর্বে ঢাকা জেলার ধামরাই উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলা। ধলেশ্বরী নদী ও গাজীখালি নদী এখানকার প্রধান নদী।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাসাটুরিয়া উপজেলা পরিষদের অবস্থান সাটুরিয়া থেকে ২ কিলোমিটার উত্তরে বালিয়াটি নামক গ্রামে। উপজেলার সকল প্রকার প্রশাসনিক কাজ এখান থেকেই পরিচালিত হয়। এই উপজেলার অন্তর্গত ইউনিয়নগুলো হলঃ
ইতিহাস
সম্পাদনাসাটুরিয়া থানা ১৯১৯ সালে গঠিত হয় এবং তা ১৯৮৪ সালে উপজেলায় রূপান্তরিত হয়।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাজনসংখ্যা (২০১১) • মোট ১,৭১,৪৯৪ • ঘনত্ব ১২০০/কিমি২ (৩২০০/বর্গমাইল)
শিক্ষা
সম্পাদনাএখানে সাক্ষরতার হার ৪৭.৩০% যার মধ্য পুরুষ ৪২.৮৯% এবং মহিলা ৩০.৮৭% । শিক্ষাপ্রতিষ্ঠানঃ এখানে কলেজ ২টি, পলিটেকনিক ১টি।
অর্থনীতি
সম্পাদনাকৃষি প্রধান এই এলাকায় বিভিন্ন ধরনের ফশলাদি জন্মে। ধান,ভুট্টা, বেগুন, মসুর, বটবটি, সরিষা, তামাক , পাট, ফুলকফি, বাধাকফি, করলা,ইত্যাদি ।
দর্শনীয় স্থান ও স্থাপনা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সাটুরিয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |